BJ Sports – Cricket Prediction, Live Score

সুস্থ হয়ে উঠছেন রবীন্দ্র জাদেজা

সুস্থ হয়ে উঠছেন রবীন্দ্র জাদেজা

দলের বিপর্যয়ে ব্যাট হাতে তিনি যেমন কার্যকর ভূমিকা রাখতে পারেন, তেমনি বল হাতেও দলের প্রয়োজনে উইকেট তুলে নিতে পারেন। অস্ট্রেলিয়ার মাটিতে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে তিনি হতে পারতেন ভারতের অন্যতম তুরুপের তাস। কিন্ত এশিয়া কাপ খেলতে  যেয়ে হাটুর চোটে পড়ে  ইতোমধ্যেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন রবীন্দ্র জাদেজা।

এশিয়া কাপের মাঝপথেই স্কি বোর্ড থেকে পড়ে গিয়ে হাঁটুতে চোট পান জাদেজা। সেই চোটের পরিমাণ এতটাই ছিল যে, এশিয়া কাপ থেকেই ছিটকে যান তিনি। পরবর্তীতে করাতে হয় অস্ত্রোপচার। 

সুস্থ হয়ে কবে মাঠে ফিরবেন এই অলরাউন্ডার, তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। তবে জাদেজা জানালেন স্বস্তির খবর, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করে  জাদেজা  লিখেছেন, ” এক পা এক পা করে এগোতে চাই। “

এর আগেও হাসপাতাল থেকে নিজের ছবি প্রকাশ করেছেন জাদেজা। সফল অস্ত্রোপচারের পর জানিয়েছেন, ” খুব ভালো অস্ত্রোপচার হয়েছে। আমার পাশে দাঁড়ানো সবাইকে ধন্যবাদ। খুব তাড়াতাড়ি রিহ্যাব শুরু হবে। যত দ্রুত সম্ভব মাঠে ফিরতে চাই। আমাকে শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে ধন্যবাদ।’

তবে জাদেজার চোট নিয়ে স্বস্তির খবর এলেও আপাতত টি-টোয়েন্টি বিশ্বকাপে তার সার্ভিস পাচ্ছে না ভারত। ১৬ অক্টোবর পর্দা উঠবে এবারের বিশ্বকাপের। ১৩ নভেম্বর ফাইনাল। চোটের কারনে জাদেজাকে ছাড়াই মাঠে নামবে ইন্ডিয়া। 

এশিয়া কাপের ব্যর্থতার পর রোহিত শর্মার দলের এবারের লক্ষ্য বিশ্বকাপ। জাদেজার বদলে দলে ডাক পেয়েছেন অক্ষর প্যাটেল৷ তবে ক্রিকেট বিশ্লেষকদের ধারনা, অস্ট্রেলিয়ার মাটিতে অভিজ্ঞ জাদেজার অভাব অনুভব করবেন অধিনায়ক রোহিত শর্মা।

Exit mobile version