BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ০৪ সেপ্টেম্বর: এশিয়া কাপ ২০২২, সুপার ৪- ম্যাচ ২ (ভারত বনাম পাকিস্তান)

IND vs PAK

ভারত বনাম পাকিস্তান

ভারত বনাম পাকিস্তান (সুপার ৪ – ম্যাচ ২) – হাইলাইটস

এশিয়া কাপে গ্রুপ পর্বের দেখায় পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছিল ভারত। আর সুপার ফোরে এসে শ্বাসরুদ্ধকর ম্যাচের শেষ ওভারে এক বল হাতে রেখে ৫ উইকেটের জয়ে সেই প্রতিশোধ তুলে নিল পাকিস্তান।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রোববার (৪ সেপ্টেম্বর) ভারতের দেয়া ১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ান ৫১ বল মোকাবিলায় ৬ চার ও ২ ছক্কার মারে ৭১ রানের ইনিংস খেলেন।

এছাড়া ২০ বল মোকাবিলায় দুইশোর্ধ্ব স্ট্রাইকরেটে ৪২ রান করে ম্যাচ জয়ের ভিত গড়ে দেন মোহাম্মদ নওয়াজ। তার ব্যাট থেকে ৬ চারের সঙ্গে আসে ২টি ছক্কার মার। সেই সাথে তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচও নির্বাচিত হয়েছেন। ভারতের বোলারদের মধ্যে ভুবনেশ্বর কুমার, আর্শদীপ সিং, রবি বিষ্ণুয়, হার্দিক পান্ডিয়া ও যুজবেন্দ্র চাহাল একটি করে উইকেট শিকার করেন।

লক্ষ্য তাড়া করতে নেমে দেখেশুনে খেলার চেষ্টা করেন বাবর আজম ও রিজওয়ান। কিন্তু চতুর্থ ওভারে এসে বাবর শর্ট মিডউইকেটে থাকা রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। রবি বিষ্ণুয়ের বলে আউট হওয়ার আগে ২ চারের মারে ১০ বলে ১৪ রান করেন পাকিস্তান অধিনায়ক।

এরপর ফখর জামান ১৮ বলে ১৫ রানের ইনিংস খেলে যুজবেন্দ্র চাহালের বলে ধরা পড়েন বাউন্ডারিতে থাকা বিরাট কোহলির হাতে। জয়ের জন্য তখনো পাকিস্তানের প্রয়োজন ছিল ৬৮ বলে ১১৯ রান। সেখানে ক্রিজে এসে ম্যাচের দৃশ্যপট বদলে দেন নওয়াজ।

চার ও ছক্কার মারে নাকাল করতে থাকেন ভারতীয় বোলারদের। শেষ পর্যন্ত তার টর্নেডো ইনিংস থামান ভুবনেশ্বর কুমার। ইনিংসের ১৬তম ওভারের তৃতীয় বলে লং অফের ওপর দিয়ে নওয়াজ ওভার বাউন্ডারি হাঁকাতে গিয়ে ধরা পড়েন দীপক হুডার হাতে।

অপরপ্রান্তে ক্রিজের দায়িত্ব সামলান রিজওয়ান। তুলে নেন নিজের ক্যারিয়ারের ১৪তম ফিফটি। আর চলতি এশিয়া কাপে এটি তার টানা দ্বিতীয় ফিফটির ইনিংস। ইনিসের শুরুতে ক্রিজে নামা রিজওয়ানের ব্যাট থামে ১৭তম ওভারে। তবে পরপর দুই ওভারে নওয়াজ ও রিজওয়ানের উইকেট পড়ায় কিছুক্ষণের জন্য চাপে পড়ে ম্যান ইন গ্রিনরা।

কিন্তু শেষদিকে খুশদিল শাহ ও আসিফ আলি সে চাপ সামলে দলকে ঠিকই জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দেন। যদিও ১৮তম ওভারের তৃতীয় বলে আসিফ আলির উইকেটটি পেতে পারত রবি বিষ্ণুয়। কিন্তু ক্যাচ ছেড়ে দিয়ে ভারতকে হতাশায় ফেলে দেন আর্শদীপ সিং।

আসিফ অবশ্য ৮ বলে ২ চার ও এক ছক্কার মারে ১৬ রান করে ১৯.৪ ওভারে সাজঘরে ফেরেন। ততক্ষণে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল ২ বলে মাত্র ২ রান। ১১ বলে ১৪ রান করে দলে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন খুশদিল।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে ভারত। ওপেনার কেএল রাহুল এবং অধিনায়ক রোহিত শর্মা বিধ্বংসী সূচনা এনে দেন। মাত্র ৪.২ ওভারে ওপেনিং জুটি পঞ্চাশ ছুঁয়ে ফেলে। তবে ৫৪ রানেই এই ধ্বংসাত্মক জুটির অবসান হয়। হারিস রউফের বলে খুশদিল শাহর তালুবন্দি হন ১৬ বলে ২৮ করা রোহিত।

এর পরপরই ২০ বলে ১ চার ২ ছক্কায় ২৮ রান করা রাহুল ফিরেন শাদাব খানের শিকার হয়ে। সূর্যকুমার যাদব ভালো পারফর্ম করতে পারেননি। মোহাম্মদ নওয়াজের বলে আসিফ আলীর তালুনবন্দি হয়ে থেমেছে তার ১০ বলে ১৩ রানের ইনিংস। এরপর বিরাট কোহলির ব্যাটে ১১তম ওভারে একশ ছাড়ায় ভারতের স্কোর। ঋষভ পন্থ ১২ বলে ১৪ করে শাদাব খানের শিকার হন। এরপরই ‘ডাক’ মারেন হার্দিক পান্ডিয়া।

একপ্রান্ত আগলে রাখা কোহলি মোহম্মদ হাসনাইনকে ছক্কা মেরে ক্যারিয়ারের ৩২ নম্বর ফিফটি তুলে নেন ৩৬ বলে। শেষ ওভারের চতুর্থ বলে রান-আউট হয়ে থামে তার ৪ বাউন্ডারি এবং ১ ছক্কায় ৪৪ বলে ৬০ রানের ইনিংস। শেষ দুই বলে দুই চার মেরে রবি বিষ্ণুয় দলের স্কোর ১৮১তে নিয়ে যান। ২টি উইকেট শিকার করেন শাদাব খান। নাসিম শাহ, হাসনাইন, হারিস রউফ এবং নওয়াজ ১টি করে উইকেট তুলে নেন।


ভারত বনাম পাকিস্তান এর স্কোরবোর্ড

ভারত১৮১/৭ (২০.০)

পাকিস্তান১৮২/৫ (১৯.৫)

ফলাফল – পাকিস্তান ৫ উইকেটে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – মোহাম্মদ নওয়াজ



ভারত বনাম পাকিস্তান ম্যাচের একাদশ

ভারত রোহিত শর্মা (অধিনায়ক), ঋষভ পন্ত (উইকেট রক্ষক), বিরাট কোহলি, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ভুবনেশ্বর কুমার, হার্দিক পান্ডিয়া, রবি বিষ্ণুয়, আর্শদীপ সিং, এবং যুজবেন্দ্র চাহাল।
পাকিস্তান বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেট রক্ষক), ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, আসিফ আলী, হারিস রউফ, নাসিম শাহ এবং মোহাম্মদ হাসনাইন।
Exit mobile version