BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ২৬ ডিসেম্বর: বিবিএল ২০২২/২৩ (ম্যাচ ১৫) – সিডনি সিক্সার্স বনাম মেলবোর্ন স্টারস

ক্রিকেট হাইলাইটস, ২৬ ডিসেম্বর: বিবিএল ২০২২/২৩ (ম্যাচ ১৫) – সিডনি সিক্সার্স বনাম মেলবোর্ন স্টারস

সিডনি সিক্সার্স বনাম মেলবোর্ন স্টারস (ম্যাচ ১৫) – হাইলাইটস

বিবিএল ২০২২/২৩ এর ১৫তম ম্যাচে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ময়জেস হেনরিকস এর দুর্দান্ত ব্যাটিং শৈলীর সৌজন্যে মেলবোর্ন স্টারস এর বিপক্ষে ৫ বল হাতে রেখে ৭ উইকেটের এক আসাধারণ জয় তুলে নিয়েছে সিডনি সিক্সার্স। ৪ চার ও ২ ছক্কায়, ৩২ বলে অপরাজিত ৫২ রানের ম্যাচজয়ী ইনিংস খেলে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ময়জেস হেনরিকস।

টসে জিতে সিডনি সিক্সার্স এর অধিনায়ক ময়জেস হেনরিকস প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন এবং মেলবোর্ন স্টারসকে ব্যাটিং করতে পাঠান। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫০ রানের লড়াকু স্কোর সংগ্রহ করে মেলবোর্ন স্টারস। জবাবে ১৯.১ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় সিডনি সিক্সার্স।

প্রথমে ব্যাটিং করতে নেমে সিক্সার্স এর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুটা ভালো করতে পারেনি স্টারসের ব্যাটাররা। ইনিংসের ২য় বলে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেন ওপেনার থমাস রজার্স। এরপর ওয়ান ডাউনে নামা জেমস সেমুর ৫ বলে মাত্র ৬ রান করে ৩য় ওভারে আউট হয়ে যান। ফলে পাওয়ার প্লে ১ এর ৪ ওভারে দুই উইকেট হারিয়ে ৩৩ রানের বেশি তুলতে পারেনি স্টারসরা।

৬ষ্ঠ ওভারের প্রথম বলে ফর্মে থাকা উইকেট রক্ষক ব্যাটার জো ক্লার্ক (২৭) প্যাভিলিয়নে ফিরে গেলে ম্যাচ থেকে ছিটকে পড়ে স্টারসরা। সেখান থেকে দলকে ম্যাচে ফিরায় বিউ ওয়েবস্টার। তিনি একাই দলকে লড়াকু স্কোরের দিকে টেনে নিয়ে যেতে থাকেন। তবে তাঁকে কেউ যোগ্য সঙ্গ দিতে পারেনি। নিক লারকিন ১৯ বলে ১২ রান করেন। আর এক সঙ্গী হিলটন কার্টরাইট ২০ বলে অপারজিত ২০ রানের ইনিংস খেলেন।

তবে ওয়েবস্টার ইনিংসের শেষ ওভার পর্যন্ত উইকেটে লড়াই করে গেছেন। তিনি প্যাভিলিয়নে ফেরার আগে ৫১ বলে ৭৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল ৪টি চারের সাথে ৩টি ছক্কার মার। সিক্সার্স এর হয়ে হেইডেন কের সর্বোচ্চ ২টি উইকেট শিকার করেন। এছাড়া শন অ্যাবট, জ্যাকসন বার্ড এবং স্টিভ ওকিফ ১টি করে উইকেট তুলে নেন।

১৫১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে স্টারসের বোলারদের বোলিং তোপে শুরুতেই কিছুটা চাপে পড়ে যায় সিক্সার্সের ব্যাটাররা। ইনিংসের ২য় ওভারে উইকেট রক্ষক ব্যাটার জশ ফিলিপকে (১) হারায় তারা। এরপর দলের রানের গতি বেশ খানিকটা মন্থর হয়ে পড়ে। যার ফলে পাওয়ার প্লে ১ এর ৪ ওভারে ১ উইকেট হারিয়ে মাত্র ২৫ রান তুলতে সমর্থ হয় তারা।

২য় উইকেটে জেমস ভিন্স এবং কার্টিস প্যাটারসন মিলে ৫৭ রানের জুটি গড়ে তোলেন। ২৮ বলে ৩৩ রান করে দলীয় ৬১ রানে সাজঘরে ফিরেন ভিন্স। তাঁর বিদায়ের ২ রান পরই আউট হয়ে যান প্যাটারসনও (২১ বলে ২৪ রান)। এরপরই উইকেটে আসেন অধিনায়ক হেনরিকস এবং জর্ডান সিল্ক। আর কোন উইকেট হারাতে দেয়নি তারা।

৪র্থ উইকেটে হেনরিকস এবং সিল্ক মিলে ৮৮ রানের জুটি গড়ে তোলনে। শেষ পর্যন্ত দলকে একে বারে জয়ী করে মাঠ ছাড়েন এই দুই ব্যাটার। সিল্ক ৩০ বলে অপরাজিত ৩০ রানের ইনিংস খেলেন। অপরদিকে হেনরিকস ৩২ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন। স্টারসের হয়ে অ্যাডাম জাম্পা, বিউ ওয়েবস্টার এবং লুক উড ১টি করে উইকেট তুলে নেন।

চার ম্যাচে সমান সংখ্যক দুই জয় ও দুই হার নিয়ে পয়েন্ট টেবিলের ৫ম স্থানে উঠে এসেছে সিডনি সিক্সার্স। অপরদিকে চার ম্যাচে এক জয় ও তিন পরাজয় নিয়ে মেলবোর্ন স্টারস এখন পয়েন্ট টেবিলের ৭ম স্থানে অবস্থান করছে।


সিডনি সিক্সার্স বনাম মেলবোর্ন স্টারস এর স্কোরবোর্ড

মেলবোর্ন স্টারস – ১৫০/৫ (২০.০)

সিডনি সিক্সার্স – ১৫১/৩ (১৯.১)

ফলাফল – সিডনি সিক্সার্স ৭ উইকেটে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – ময়জেস হেনরিকস



সিডনি সিক্সার্স বনাম মেলবোর্ন স্টারস ম্যাচের একাদশ

সিডনি সিক্সার্স ময়জেস হেনরিকস (অধিনায়ক), জশ ফিলিপ (উইকেট রক্ষক), কার্টিস প্যাটারসন, জেমস ভিন্স, জর্ডান সিল্ক, হেইডেন কের, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, শন অ্যাবট, স্টিভ ওকিফ, জ্যাকসন বার্ড এবং ইজহারুল হক নাভিদ।
মেলবোর্ন স্টারস অ্যাডাম জাম্পা (অধিনায়ক), জো ক্লার্ক (উইকেট রক্ষক), বিউ ওয়েবস্টার, থমাস রজার্স, নিক লারকিন, ক্যাম্পবেল কেলাওয়ে, হিলটন কার্টরাইট, জেমস সেমুর, লিয়াম হ্যাচার, লুক উড এবং ট্রেন্ট বোল্ট।
Exit mobile version