BJ Sports – Cricket Prediction, Live Score

সিএবি-র প্রেসিডেন্ট পদে লড়বেন সৌরভ গাঙ্গুলী

Sourav Ganguly will fight for the post of CAB president 

দ্বিতীয়বারের মতো বিসিসিআইয়ের প্রেসিডেন্ট পদে দেখা যাবে না সৌরভ গাঙ্গুলীকে। তার জায়গায় বিসিসিআইয়ের প্রেসিডেন্ট পদে থাকছেন রজার বিনি। তবে এবার পদ হারানোর পর সিএবি’র প্রেসিডেন্ট পদে লড়বেন সৌরভ।

আসন্ন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের প্রেসিডেন্ট পদে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন মহারাজ খ্যাত এই সাবেক ক্রিকেট তারকা। আগামী ৩১ অক্টোবর সিএবি’র নির্বাচন হওয়ার কথা রয়েছে। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২২ অক্টোবর। আর তার আগেই এ বিষয়ে কথা বলেন তিনি।

২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত সিএবি’র প্রেসিডেন্ট পদে ছিলেন সৌরভ। এবার পুনরায় সেই পদে লড়তে চলেছেন মহারাজ। এ বিষয়ে সৌরভ জানান,” হ্যাঁ, আমি সিএবি নির্বাচনে লড়াই করব। ইতিপর্বে পাঁচ বছর আমি সিএবি-র শির্ষপদে ছিলাম। লোধা নিয়ম অনুসারে এখনও চার বছর আমি থাকতে পারব।”

সংবাদ সূত্রে জানা যায়, বোর্ডের প্রেসিডেন্ট পদে থাকতে চেয়েছিলেন সৌরভ। কিন্তু তাকে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট পদে নয়, আইপিএলের প্রেসিডেন্ট পদে থাকার জন্য বলা হয়েছিল। তবে সে প্রস্তাবে রাজি হননি তিনি। গুঞ্জন ছিল, আইসিসির চেয়ারম্যান পদের জন্য লড়বেন সৌরভ। কিন্তু বিসিসিআই থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় আইসিসির চেয়ারম্যান পদের জন্যও তাকে সমর্থন দেওয়া হবে না।

গুঞ্জন আছে রাজনৈতিক কারনেই সরিয়ে দেয়া হচ্ছে সৌরভকে। বিজেপিতে যোগ না দেওয়াতেই তাকে পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে বলে জানায় ভারতীয় গণমাধ্যম।ব্যাপারটা নিয়ে শোরগোল পড়েছে ভারতীয় ক্রিকেট। এখন তাই ভারতীয় ক্রিকেটে টক অব দ্যা কান্ট্রি সৌরভ।

Exit mobile version