BJ Sports – Cricket Prediction, Live Score

সাকিব না থাকলে বড় সুবিধা হতো লঙ্কানদের

The Lankans could have significantly benefited if Shakib remained unavailable - ft

The Lankans could have significantly benefited if Shakib remained unavailable

করোনা পজেটিভ হওয়ার কারণে লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াড থেকে ছিটকে গেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার বিকল্প হিসেবে কাকে নিয়ে একাদশ সাজানো হবে সেটা নিয়ে হচ্ছিল জল্পনা কল্পনা৷ তবে চিন্তার অবসান ঘটিয়ে সাকিব জানালেন তিনি করোনামুক্ত৷

 করোনা থেকে সেরে উঠে দ্রুতই মাঠে ফিরেছেন বাংলাদেশি অলরাউন্ডার। করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়েই সরাসরি যোগ দিলেন দলের সাথে। চট্রগ্রামে দলের সাথে বেশ ফুরফুরে মেজাজেই অনুশীলন করেছেন ফিট সাকিব।  

এদিকে, বিশ্বসেরা অলরাউন্ডারকে থামানোর নিয়ে ফন্দি এঁটে আসলেও সাকিবের না খেলার খবরে বেশ স্বস্তিতেই ছিলো লঙ্কানরা৷ তবে, সাকিবের ফিরে আসার খবরে লঙ্কান অধিনায়ক জানালেন সাকিব না খেললেই নাকি তাদের বড় সুবিধা হতো। 

সাকিব ইস্যুতে লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে বলেন, ‘এখানে যখন আসি তখন তো বাংলাদেশের স্কোয়াডটা জানতাম। সেখানে সাকিব ছিল। স্বভাবতই তার ব্যাপারে আমরা প্রস্তুতি নিয়েছি। তাই সে করোনা সারিয়ে খেলতে এলেও আমাদের ভিন্ন কিছু করতে হচ্ছে না। তবে সাকিব না খেললে আমাদের জন্য বড় সুবিধা হতো। সে যেহেতু খেলছে, আমরাও এটার জন্য প্রস্তুত আছি।’

লঙ্কানদের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করছেন নাভিদ নেওয়াজ। যিনি বাংলাদেশের অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের প্রধান কোচের ভূমিকায় ছিলেন। তার টোটকায় ভারতকে হারিয়ে বিশ্বকাপ ট্রফি উচিয়ে ধরার স্বাদ পেয়েছিল লাল সবুজের বাংলাদেশ। আকবর-শরিফুলদের গুরুর তাই বাংলাদেশের ব্যাপারে সবই চেনা জানা। তাই লঙ্কান অধিনায়কের আশা, নাভিদের কাছ থেকে পাওয়া অভিজ্ঞতা কাজে লাগবে দলের।

এ প্রসঙ্গে করুনারত্নে  বলেন, ‘এটা আমাদের জন্য বড় সুবিধা।  কয়েক বছর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল নিয়ে নাভিদ নেওয়াজ কাজ করেছেন। এখানকার কন্ডিশন সম্পর্কে জানেন। তার কাছ থেকে আমরা ধারণা নিয়েছি। বিগত বছরের ফলাফল এখানে কাজ করবে না। আমাদের প্রথম বল থেকে পঞ্চম দিন পর্যন্ত ভালো খেলতে হবে।’

Exit mobile version