BJ Sports – Cricket Prediction, Live Score

সাকিব চাইলে আগামী বছর থেকেই বিপিএলের দায়িত্ব পালন করুক : বিসিবি

সাকিব চাইলে আগামী বছর থেকেই বিপিএলের দায়িত্ব পালন করুক : বিসিবি

বিপিএলে এখন যেন আর আগের মতো জৌলুস  নেই। জনপ্রিয়তা হারিয়ে দিন দিন যেন জৌলুসহীন অবস্থায় পরিণত হচ্ছে। সম্প্রতি বিপিএলের এই বেহাল দশা নিয়ে সমালোচনা করেন  সাকিব আল হাসান। আর সাকিবের এই সমালোচনা বিপিএলের জন্যই ভালো, এমনই মন্তব্য করলেন বিপিএলের গভর্নিং বডির সদস্যসচিব ইসমাইল হায়দার মল্লিক। আর সামনের বছর থেকে সাকিব চাইলে সিইওর দায়িত্ব পালন  করতে পারেন, বলেও মন্তব্য করেন এই বোর্ড কর্তা। 

বিপিএলের প্রথম ম্যাচের পর স্পন্সরদের এক সংবাদ সম্মেলনে আসেন টুর্নামেন্টের গভর্নিং বডির চেয়ারম্যান শেখ সোহেল, সদস্যসচিব ইসমাইল এবং প্রধান নির্বাহী নিজাম উদ্দিন। বিপিএলের প্রচারণায় ঘাটতি আছে কি না এমন প্রশ্নের জবাবে ইসমাইল বলেন, ” গত কয়েক দিন ধরে সংবাদ মাধ্যমে বিপিএল নিয়ে প্রচুর নিউজ হচ্ছে। সাকিবের মন্তব্যের পরেই ব্যাপারটা নিয়ে চারদিকে এত শোরগোল।  আজ যদি সাকিব এই মন্তব্য না করত,  তাহলে বিপিএল নিয়ে এত প্রচারণা হতো না। ইতিবাচক নেতিবাচক যা ই হোক, বিপিএল নিয়ে যে আলোচনা হচ্ছে, মানুষের কৌতূহল যে বাড়ছে এটি ভালো দিক। “

সাকিবের সঙ্গে একমত পোষণ করে ইসমাইল বলেন, ” বিপিএল নিয়ে সাকিবের সাথে  আমাদের প্রায়েই কথা হয়। সংবাদ সম্মেলনে আসার আগে মাশরাফির সঙ্গেও বিপিএল প্রসঙ্গে  কথা বলেছি আমরা।   আমরা সবাই মিলে আসলে একই পরিবারের মত। সবার মতামত এক রকম হবেনা,  ভিন্ন মত থাকতেই পারে স্বাভাবিক । সাকিব তো আমাদেরই লোক। দেশের ক্রিকেটের ভালোর জন্য পরিবর্তন তো আমরাও চাই। কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের অর্থনৈতিক কাঠামোটা কী।? 

প্রিমিয়ার ডিভিশন লিগ বিপিএলের থেকে ভালো, সাকিবের এমন মন্তব্যের জবাবে  ইসমাইল বলেন, ” যে কোন ব্যাপারে যে কেউ বলতেই পারে। মত প্রকাশের অধিকার সবার আছে।তবে লক্ষ্য করলে দেখবেন, সাকিব প্রিমিয়ার ডিভিশনে অনেক ভালো খেলে না। কিন্তু আজ পর্যন্ত তো বিপিএল মিস দেয় নাই। ওকে আমরাও পালটা প্রশ্ন করতে পারি।  এটা আসলে বিতর্ক না। সাকিব আমদেরই লোক। তবে হ্যা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ও অনেক  সীমাবদ্ধতা আছে। “

বিপিএলের প্রধান নির্বাহী হলে সাকিব দুই এক মাসেই সব ঠিক করে দিতে পারবেন। সাকিবের এমন মন্তব্যে এই বোর্ড কর্মকর্তা আরো বলেন, ” সাকিব বোর্ডের সিইও হওয়ার ব্যাপারে আশা প্রকাশ করেছে,ও যদি আসে ধন্যবাদ। সাকিব  যদি চায় সামনের বছর থেকেই সিইওর দায়িত্বটা পালন করুক। আমরা বোর্ড থেকে স্বাগতম জানাবো “।তবে  সাকিবের এমন বিস্ফোরক মন্তব্যের পরেও তার ব্যাপারে  ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে না বোর্ড। বিসিবি থেকে জানানো হয়েছে সাকিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এটা সঠিক সময় না। 

বিপিএলের চলতি আসরে সাকিবের দল ফরচুন বরিশাল। গত টুর্নামেন্টে ফাইনালে হারলেও বিপিএলে বাকি দলগুলোর মধ্যে অন্যতম শক্তিশালী দল ছিল এটি। পুরো টুর্নামেন্ট জুড়ে তাদের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। এবার তুলনামূলক দুর্বল হলেও দলের প্রধান শক্তি সাকিব আল হাসান।

Exit mobile version