BJ Sports – Cricket Prediction, Live Score

সাকিব ইস্যুতে আশরাফুল প্রসঙ্গ টানলেন পাপন

Papon raised the issue of Ashraful on the Shakib issue

বেটউইনারের সাথে সাকিবের চুক্তি হওয়ায় মুখোমুখি অবস্থানে চলে গিয়েছিল সাকিব আল হাসান এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি)। বিসিবি সভাপতি সোজা জানিয়ে দেন সাকিব চুক্তি থেকে বেরিয়ে না এলে দেশের ক্রিকেটের সাথে তার সম্পর্ক ছিন্ন করা হবে। প্রসঙ্গক্রমে চলে আসে দেশের ক্রিকেটের প্রথম সুপারস্টার এবং টিম বাংলাদেশের বহু জয়ের নায়ক আশরাফুল এর নামও। 

বৃহস্পতিবার ধানমন্ডিতে সংবাদ  মাধ্যমের সঙ্গে কথা বলার সময় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, সাকিবের ব্যাপার নিয়ে চিন্তা করার কিছুই নেই। বিসিবির অবস্থান প্রথম থেকে যা ছিল এখনো সেটাই। বিসিবিতে প্রথম আসার পরই আমি বলেছিলাম এসব ব্যাপারে (ব্যাটিং সংশ্লিষ্ট কিছু) আমাদের ‘জিরো টলারেন্স’। 

এসময় পাপন আরও জানান, “সাকিবের এই ইস্যু নিয়ে যে যেভাবে ব্যাখা করুক না কেন, আমাদের কাছে এসবের কোন সুযোগই নেই। এজন্য তখন আশরাফুলের মত ক্রিকেটারকে বাদ দিতে হয়েছে।উল্লেখ্য স্পষ্ট ফিক্সিংয়ে জড়িয়ে আশরাফুলের মত ক্রিকেটার এখন দেশের ক্রিকেট থেকে নির্বাসনে। আইসিসির শাস্তি ভোগ করা শেষ হলেও টিম বাংলাদেশের জার্সি গায়ে আর ফিরতে পারেননি। 

অনলাইন বেটিং সাইট বেটউইনারের সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে সাকিবের চুক্তি নিয়ে শুরু থেকেই কড়া হুশিয়ারি ছিল বিসিবির। চুক্তি থেকে সরে না এলে সাকিবের সাথে দেশের ক্রিকেটের সম্পর্ক শেষ হয়ে যাবে বলে সাফ জানিয়ে দেন  পাপন।এই চুক্তি নিয়ে কারণ দর্শানোর নোটিশও পান  সাকিব। 

বৃহস্পতিবার অবশ্য চুক্তি থেকে বেরিয়ে আসে সাকিব। বেরিয়ে আসার খবর লিখিত চিঠির মাধ্যমে বোর্ডকে জানান তিনি। সাকিব ইস্যুতেই এশিয়া কাপের জন্য  দল ঘোষনার তারিখ পিছিয়েছে বিসিবি। তবে দ্রুতই  দল ঘোষনা হতে পারে বলে আশা করা যায়।

Exit mobile version