BJ Sports – Cricket Prediction, Live Score

সাকিবের সঙ্গে ড্রেসিংরুমের দ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন তামিম

সাকিবের সঙ্গে ড্রেসিংরুমের দ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন তামিম

#image_title

কয়েকদিন বাদেই মাঠে গড়াচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ। তার আগে বোমা ফাটালেন নাজমুল হাসান পাপন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি জানালেন, ড্রেসিংরুমে সাকিব আল হাসান এবং তামিম ইকবালের মধ্যে সম্পর্ক ভালো না। তার একদিন পরেই এই বিষয়ে মুখ খুলেছেন তামিম। ওয়ানডে অধিনায়ক জানালেন, ড্রেসিংরুমে কোনো গ্রুপিং নেই। সংবাদ সম্মেলনে এমন দাবি করেন টিম বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

সাকিবতামিমের শীতল সম্পর্কের গুঞ্জন অবশ্য নতুন নয়। কিন্তু এতদিন যেটা গুঞ্জন হিসেবে বাতাসে উড়ে বেড়িয়েছে, এখন সেটা বিসিবি সভাপতির সরল স্বীকারোক্তি। কিন্তু তামিম জানালেন, ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত কোনো গ্রুপিং দেখেননি তিনি। এমনকি সাকিবের সঙ্গে মাঠে তার ভালো সম্পর্কের কথাও জানালেন তিনি। গ্রুপিং থাকলে দলের পারফরম্যান্স ভালো হতো না বলেও দাবি করেন তামিম।

প্রসঙ্গে সংবাদ সম্মেলনে  তামিম বলেন, ” আমি ১৭ বছর ধরে জাতীয় দলে খেলছি। এখনো তেমন কিছু দেখি না। কিন্তু এই ধরণের কথা আমরা প্রায়ই শুনি। এটা বলার জন্যই বলা। আমার সঙ্গে কারো কোনো দ্বন্দ্ব নেই। যারা আমাকে কাছ থেকে চেনেন তারা জানেন, আমি একদম সোজাসাপ্টা মানুষ। কোনো কিছু লুকিয়ে বলার অভ্যাস নেই। যখন যাকে যেটা বলতে হয়, সবসময় সোজাসুজি বলতে পছন্দ করি।

সাকিবের সঙ্গে সম্পর্কের বিষয়ে তামিম আরো বলেন, ” সাকিব এবং আমি যখন বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামি, দুজনেই সেরাটা দেওয়ার চেষ্টা করি। আমি যখন অধিনায়কত্ব করি, তখন যেকোনো পরামর্শ লাগলে সাকিব আমাকে সাহায্য করে। একইভাবে আমিও সাকিবকে সাহায্য করি। একসাথে ব্যাটিং করলেও একে অপরকে সাহায্য করি। এটাই মাঠের চিত্র। এর বাইরে আর কিছু নেই।

টাইগারদের ওয়ানডে অধিনায়কের দাবি, ড্রেসিংরুমের পরিবেশ ভালো না হলে দলগত পারফরম্যান্স করা যায় না। সেক্ষেত্রে বাংলাদেশ দলের সাম্প্রতিক সাফল্যের উদাহরণ টানলেন তামিম। মাঠে একে অপরকে সাহায্য করার এই মানসিকতা ধরে রাখতে পারলে, আগামীতেও সাফল্য পাওয়া যাবে বলে মনে করছেন তিনি। সেক্ষেত্রে সাকিবকে সাহায্য করতে, সবসময় প্রস্তুত বলে জানালেন তামিম।

Exit mobile version