BJ Sports – Cricket Prediction, Live Score

সাকিবের প্রশ্ন ” বাংলাদেশের টেস্ট দেখে কতজন “?

the new captain Shakib Al Hasan knows very well that he will have to be devastated by various questions.

the new captain Shakib Al Hasan knows very well that he will have to be devastated by various questions.

সাদা পোষাকের ক্রিকেটে  বাংলাদেশের রাশিটাই যেন খারাপ। ওয়ানডেতে নিজেদের অবস্থান মোটামুটি  পোক্ত করলেও টেস্ট ক্রিকেটে এখনো ধুঁকছে টিম বাংলাদেশ। অধিনায়ক, দল, একাদশ পরিবর্তন করেও জয় নামক সোনার হরিণের দেখা মিলছে না৷ এমন অবস্থায় নানা প্রশ্নবাণে বিধ্বস্ত হতে হবে এটা নতুন অধিনায়ক সাকিব আল হাসান ভালো করেই জানেন। তবে, এবার নতুনভাবে প্রশ্ন ছুঁড়ে সদিলেন তিনি৷ বাংলাদেশে টেস্ট ক্রিকেটের সংস্কৃতি নিয়ে প্রশ্ন তুলেছেন সাকিব৷

টেস্ট ক্রিকেট খেলতে বেশ কয়েকজন টাইগার ক্রিকেটারের অনীহার কথা এখন ওপেন সিক্রেট। অধিনায়কত্ব পাওয়ার পূর্বে সাকিবের নিজেরও সাদা পোষাকের ক্রিকেট নিয়ে তেমন আগ্রহ ছিল না। টেস্ট ক্রিকেট অনীহাই কি তাহলে সাফল্য না পাওয়ার মূলে?  খেলোয়াড়েরা টেস্টের প্রতি পুরোপুরি মনোযোগী তো?

এমন প্রশ্নের জবাবে প্রশ্নের যথার্থতা মেনেই সাকিব বলেন, ‘খেলোয়াড়দের এখানে খুব বেশি দোষ দেওয়াটা ঠিক হবে না। শুধু খেলোয়াড়দেরই দোষ দিলে হবে না। আমাদের দেশের সিস্টেমটাই কিন্তু এমন। আপনি কবে দেখছেন বাংলাদেশে ৩০ হাজার দর্শক টেস্ট ম্যাচ দেখছে বা ২৫ হাজার দর্শক মাঠে এসেছে টেস্ট দেখতে? ইংল্যান্ডে তো প্রতি ম্যাচে (টেস্ট) এরকম দর্শক থাকে। টেস্টের সংস্কৃতিটাই আমাদের দেশে ছিল না কখনো, এখনো নেই।’

বাংলাদেশের সাদা পোষাকের ক্রিকেটকে খুব একটা মূল্যায়ন করা হয় না৷ টেস্ট সংস্কৃতিতে পরিবর্তন আনতে চাইলে সবাই মিলেই এই ধারাকে পরিবর্তন করতে হবে৷ টেস্ট অধিনায়ক বলেন, ‘টেস্ট সংস্কৃতি নেই বলে যে হবেও না, সেটাও কিন্তু নয়। এই জিনিসটা পরিবর্তন করাই আমাদের বড় দায়িত্ব। সবাই মিলে যদি একসঙ্গে পরিকল্পনা করে আগানো যায় তাহলেই হয়তো কিছু সম্ভব হবে। নইলে আসলে খুব বেশি দূর আগানো সম্ভব হবে না।

সাকিব আরো বলেন ” আমাদের টেস্টের সংস্কৃতিই নেই। আমরা যে টেস্ট ক্রিকেটকে খুব বেশি মূল্যায়ন করি, তা নয়। হ্যাঁ, হতে পারে আমরা ফলাফল ভালো করিনি, এ কারণে মূল্যায়নও হয়নি। তবে একটার সঙ্গে আরেকটার সম্পর্ক আছে। একটার সঙ্গে আরেকটাকে সম্পৃক্ত করতে হবে। তাহলেই ভালো কিছু সম্ভব।’

Exit mobile version