BJ Sports – Cricket Prediction, Live Score

সাকিবের পরিকল্পনা মনে ধরেছে মোসাদ্দেকের

সাকিবের পরিকল্পনা মনে ধরেছে মোসাদ্দেকের

সাকিবের পরিকল্পনা মনে ধরেছে মোসাদ্দেকের

এশিয়া কাপে ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ইতোমধ্যেই দুবাইতে ম্যাচের জন্য অনুশীলনও শুরু করেছে সাকিব বাহিনী। এশিয়া কাপের জন্য নিজের পরিকল্পনার কথাও টিমমেটদের জানিয়েছেন বাংলাদেশের টি টোয়েন্টি অধিনায়ক। 

সাকিবের পরিকল্পনায় সন্তুষ্টি প্রকাশ করেছেন টিম বাংলাদেশের ডানহাতি ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকত। সাকিবের পরিকল্পনা নিয়ে মোসাদ্দেক বলেন, ” পরিবর্তন আপনি যখন করবেন তখন দুইটা দিক আসতে পারে। হয় পজিটিভ বা নেগেটিভ। সাকিব ভাই যে প্ল্যানটা দিয়েছে সবাইকে, সেই জায়গা থেকে অবশ্যই এটা পজিটিভ মনে হচ্ছে। এটার ধারাবাহিকতা যদি আমরা ধরে রাখি তাহলে টি-টোয়েন্টি ফরম্যাটে খুবই উপকার হবে।”

দলের সফলতা অনেকটাই সাকিবের ওপর নির্ভর করবে।পাশাপাশি দলের কার কাছে তার কি প্রত্যাশা সেটা নিয়েও কথা বলেছেন এই অলরাউন্ডার। এ প্রসঙ্গে মোসাদ্দেক আরও বলেন,”সাকিব ভাইয়ের সাথে সবারই টুকটাক কথা হয়েছে। আমি আমারটা জানি, বাকিদেরটা তাদের সাথে কিভাবে কথা হয়েছে সেটা আমি জানিনা। কিন্তু আমি আমারটা বললাম।”

ওয়ানডের মত টি টোয়েন্টিতে ধারাবাহিক নয় বাংলাদেশ দল। তবে এবার সাফল্যের খোজে মরিয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলকে এগিয়ে নিতে কোচিং স্টাফেও পরিবর্তন এনেছে বিসিবি। শ্রীধরণ শ্রীরামকে টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবেও নিয়োগ দিয়েছেন বোর্ড। এবার দেখার অপেক্ষা সাকিবের অধিনায়কত্বে বদলে যায় কিনা টিম বাংলাদেশ।

Exit mobile version