BJ Sports – Cricket Prediction, Live Score

সাকিবকে সরিয়ে শীর্ষে উঠলেন নবী

Nabi becomes number one surpassing Shakib

এতদিন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে সবার শীর্ষে ছিলেন সাকিব আল হাসান। তবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সদ্যশেষ সিরিজে খেলেননি বাংলাদেশ অধিনায়ক। সেই ফাঁকে সাকিবকে টপকে গেলেন মোহাম্মদ নবী। অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করে নিলেন আফগানিস্তান অধিনায়ক।

সাকিবকে টপকে শীর্ষে উঠার পথে ২৪৬ রোটিং পয়েন্ট অর্জন করেছেন নবী। অপরদিকে ২৪৩ রেটিং পয়েন্ট নিয়ে সাকিবের বর্তমান অবস্থান দুই নম্বরে। তবে জাতীয় দলে না খেললেও বর্তমানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে ব্যাটে-বলে ভালো সময় কাটাচ্ছেন সাকিব।

তবে সাকিব-নবীর মধ্যে শ্রেষ্ঠত্ব নিয়ে কাড়াকাড়ি হলেও সেরা পাঁচজন অলরাউন্ডারের মধ্যে বাকি তিনটি জায়গা রয়েছে অপরিবর্তিত। যথারীতি তৃতীয় স্থানে আছেন ইংল্যান্ডের স্পিনিং অলরাউন্ডার মঈন আলি। এছাড়া চার নম্বরে শ্রীলংকার ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং পাঁচ নম্বরে আছেন ভারতের হার্দিক পান্ডিয়া।

এদিকে আইসিসি’র সর্বশেষ হালনাগাদে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়েও এসেছে পরিবর্তন। পাকিস্তানি অধিনায়ক বাবর আজম এবং দক্ষিণ আফ্রিকার অ্যাইডেন মার্করামকে টপকে দুই নম্বরে উঠে এসেছেন ভারতের সূর্যকুমার যাদব। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে অবিশ্বাস্য ছন্দে থাকা সূর্যকুমারের রেটিং পয়েন্ট ৮০১। যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তানি ওপেনার মোহাম্মদ রিজওয়ান।

Exit mobile version