BJ Sports – Cricket Prediction, Live Score

সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন রবিন উথাপ্পা

সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন রবিন উথাপ্পা

সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন রবিন উথাপ্পা

২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছিল ভারত। সেই দলের গুরুত্বপূর্ণ একজন সদস্য রবিন উথাপ্পা। ২০১৪ সালে কলকাতা নাইট রাইডার্স এবং ২০২১ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে জিতেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শিরোপাও। সেই উথাপ্পা এবার সব ধরনের ক্রিকেটকে ‘ বিদায়’ বলে দিলেন ।

এক টুইট বার্তায় নিজের অবসরের কথা জানান উথাপ্পা। যেখানে তিনি লিখেন, ‘আমার রাজ্য কর্নাটক এবং দেশের হয়ে প্রতিনিধিত্ব করা আমার কাছে সবচেয়ে বড় সম্মানের। সব ভালোরই একটি শেষ আছে। খুব ভারাক্রান্ত মনে আজ আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসরের কথা জানাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।’

২০০৬ সালে ভারতের জার্সিতে ওয়ানডে অভিষেক ঘটে উথাপ্পার। সেই থেকে একে একে ৪৬টি ম্যাচ খেলেছেন তিনি। ব্যাট হাতে গোটা ওয়ানডে ক্যারিয়ারে ৬টি অর্ধশতকের সাহায্যে মোট ৯৩৪ রান করেছেন উথাপ্পা। এই উইকেটরক্ষক ব্যাটসম্যান সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১৫ সালে।

২০০৭ সালে উথাপ্পার মাথায় ওঠে টি-টোয়েন্টি ক্যাপ। একই বছর মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারতের বিশ্বকাপ জয়ে, গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন উথাপ্পা। সংক্ষিপ্ত সংস্করণে দেশের হয়ে মোট ১২টি ম্যাচ খেলেছেন তিনি। ছোট্ট ক্যারিয়ারে রান করেছেন ২৪৯। যেখানে উথাপ্পার ব্যাটে রয়েছে একটি অর্ধশতক, যেটি আবার বিশ্বকাপে।

আইপিএল ও রাঙ্গিয়েছেন তিনি।  উথাপ্পার সবচেয়ে ভালো সময় কেটেছে কলকাতার জার্সিতে। ২০১৪ সালে টুর্নামেন্টে সর্বাধিক রান সংগ্রাহকের পুরস্কারও জিতেছেন তিনি। সবমিলিয়ে মোট ২০৫ ম্যাচ থেকে ২৭টি অর্ধশতকের সাহায্যে ৪৯৫২ রান করে, আইপিএল ইতিহাসে নবম সেরা ব্যাটসম্যান উথাপ্পা।

উথাপ্পার বিদায়ের খবর ছড়িয়ে পড়তেই অনেকে ক্রিকেট পরবর্তী জীবনের জন্য তাকে শুভকামনা জানিয়েছেন। ধারনা করা হচ্ছে তিনিও সুরেশ রায়নার মত বিদেশী লিগগুলোতে খেলতে পারেন। এই কারনেই ভারতের সব শ্রেণীর ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ইতোমধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে তিনি ছাড়পত্র পেয়ে গেছেন বলেও ভারতীয় গণমাধ্যমে জোর গুঞ্জন।

Exit mobile version