Skip to main content

ক্রিকেট হাইলাইটস, ২৫ জুলাই: শ্রীলঙ্কা বনাম পাকিস্তান (২য় টেস্ট – ২য় দিন)

SL vs PAK

শ্রীলঙ্কা বনাম পাকিস্তান

শ্রীলঙ্কা বনাম পাকিস্তান (দ্বিতীয় টেস্ট – ২য় দিন)

গলে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে বড় বিপর্যয় থেকে লড়াইয়ে ফিরেছিল পাকিস্তান। পরে তারা ইতিহাস গড়ে ম্যাচটি জিতেও নিয়েছিল। একই ভেন্যুতে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও ভীষণ চাপে পড়েছে আনপ্রেডিক্টেবলরা।

শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ৩৭৮ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ৭ উইকেটে ১৯১ রান তুলেছে বাবর আজমের দল। এখনও তারা পিছিয়ে ১৮৭ রানের বড় ব্যবধানে, হাতে আছে মাত্র ৩ উইকেট।

সোমবার (২৫ জুলাই) দ্বিতীয় দিনের খেলায় শ্রীলঙ্কার ব্যাটারদের বেশিক্ষণ উইকেটে টিকে থাকতে দেননি বোলার ইয়াসির শাহ ও নাসিম শাহ। দ্বিতীয় দিনের শুরুতে ৬ উইকেটে ৩১৫ রান নিয়ে খেলতে নেমে ৩৭৮ রানেই গুটিয়ে গেছে লঙ্কানরা। শেষ ৪ উইকেট ভাগ করে নেন নাসিম শাহ ও ইয়াসির শাহ।

১১ রানে ডুনিথ ওয়েলালাইকে শর্ট বলে পরাস্ত করে পাকিস্তানকে প্রথম ব্রেকথ্রু এনে দেন নাসিম। নিরোশান ডিকভেলাও ফেরেন শর্ট ডেলিভারিতেই, লেগ সাইডের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি ৫১ রান করে।

৩৩৩ রানেই ৮ উইকেট হারালেও শ্রীলঙ্কা ৩৭৮ রান পর্যন্ত যায় মূলত রমেশ মেন্ডিসের সৌজন্যে। নবম উইকেটে প্রবাত জয়াসুরিয়ার (৮) সঙ্গে ২০ রানের পর শেষ উইকেটে অসিথা ফার্নান্দোকে (৪) নিয়ে তিনি যোগ করেন আরও ২৫ রান। ইয়াসিরের বলে বোল্ড হওয়ার আগে মেন্ডিস ৪ চার ও ১ ছক্কায় ৫২ বলে ৩৩ রান করেন।

পাকিস্তানের হয়ে নাসিম ও ইয়াসির সর্বাধিক ৩টি করে উইকেট শিকার করেন। এছাড়া মোহাম্মদ নওয়াজ ২টি এবং নোমান আলী ১টি উইকেট তুলে নেন।

জবাবে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি পাকিস্তানি ব্যাটাররা। দুই স্পিনার রমেশ মেন্ডিস ও প্রবাথ জয়াসুরিয়ার ঘূর্ণিতে দিশেহারা পাক ব্যাটাররা। ১৯১ রান তুলতেই হারিয়ে ফেলেছে ৭ উইকেট। তৃতীয় দিনে ১৮৭ রানে পিছিয়ে থেকে পাকিস্তান আবার ব্যাটিংয়ে নামবে। তাদের হাতে আছে মাত্র ৩ উইকেট।

পাকিস্তানের ব্যাটারদের মধ্যে একমাত্র আগা সালমান বুক চিতিয়ে চেষ্টা করেছেন দলকে বাঁচাতে। মাত্রই দ্বিতীয় টেস্ট খেলতে নামা এই অলরাউন্ডার জয়াসুরিয়ার বলে আউট হওয়ার আগে করেন ৬২ রান। তার ইনিংসে ছিল ৪টি চার ও একটি ছয়ের মার।

এদিন ম্যাচের একদম শুরুতেই পাকিস্তান হারায় গত ম্যাচের ম্যাচসেরা আব্দুল্লাহ শফিকের উইকেট। নিজের মোকাবেলা করা দ্বিতীয় বলেই বোল্ড হয়ে গেছেন তিনি। তার উইকেটটি পান অসিথা ফার্নান্দো। উইকেটে এসে কিছুই করতে পারেননি অধিনায়ক বাবর আজমও। আগের টেস্টের সেঞ্চুরিয়ান বাবর এদিন করেছেন মাত্র ১৬ রান।

গলে এদিন পাকিস্তানি ব্যাটাররা উইকেটে সেট হয়েও বড় ইনিংস খেলতে পারেনি। আশা জাগিয়েও ৩২ রানে আউট হয়েছেন ইমামউল-হক। বিশের ঘরে আউট হয়েছেন মোহাম্মদ রিজওয়ান ও এই টেস্টে খেলতে নামা ফাওয়াদ আলম। দুজনই ২৪ রান করে রমেশ মেন্ডিসের শিকারে পরিণত হন।

এরপর ১২ রান করে মোহাম্মদ নওয়াজও বিদায় নিলে ইয়াসির শাহের সঙ্গে ৪৬ রানের একটা জুটি গড়েন আগা সালমান। দুজনে মিলে ফলো-অন থেকে বাঁচান দলকে। তবে দিনের শেষ ওভারের চতুর্থ বলে সালমানকে সাজঘরে ফেরান জয়াসুরিয়া। এরপর আম্পায়ার দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেন।

শ্রীলঙ্কার পক্ষে ৪২ রানে তিন উইকেট নেন রমেশ মেন্ডিস। ৫৯ রানে ২ উইকেট নেন আরেক স্পিনার প্রবাথ জয়াসুরিয়া। বাকি দুই উইকেট ভাগাভাগি করে নিয়েছেন ধনাঞ্জয়া ডি সিলভা ও অসিথা ফার্নান্দো।


শ্রীলঙ্কা বনাম পাকিস্তান এর স্কোরবোর্ড

শ্রীলঙ্কা (১ম ইনিংস) – ৩৭৮/১০ (১০৩.০)

পাকিস্তান (১ম ইনিংস) – ১৯১/৭ (৬৯.৩)


শ্রীলঙ্কা বনাম পাকিস্তান


শ্রীলঙ্কা বনাম পাকিস্তান ম্যাচের একাদশ

শ্রীলঙ্কা দিমুথ করুনারত্নে (অধিনায়ক), নিরোশান ডিকভেলা (উইকেট রক্ষক), কুশল মেন্ডিস, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথুস, ধনঞ্জয়া ডি সিলভা, রমেশ মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, প্রবাথ জয়াসুরিয়া, অসিথা ফার্নান্দো, এবং ডুনিথ ওয়েলালাই
পাকিস্তান বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেট রক্ষক), আবদুল্লাহ শফিক, ফাওয়াদ আলম, আগা সালমান, ইমাম-উল হক, মোহাম্মদ নওয়াজ, নোমান আলী, হাসান আলী, ইয়াসির শাহ এবং নাসিম শাহ।

আরো ব্লগ

বিরাট – লোকেশ রাহুলের পার্টনারশিপ এবং কুলদীপের ৫ উইকেট, পাকিস্তানকে হেলায় হারাল ভারত

Virat Kohli & KL Rahul. ( Photo Source: FAROOQ NAEEM/AFP via Getty Images) বিরাট কোহলি ও লোকেশ রাহুলের জোড়া সেঞ্চুরী ইনিংসটাই ভারতের জয়ের ভিতটা মজবুত করে দিয়েছিল। অপেক্ষা ছিল শুধু...

সাদিরা সামারাবিক্রমা এবং দাসুন শানাকার দুর্দান্ত পারফরম্যান্সের হাত ধরে বাংলাদেশকে পরাজিত করল শ্রীলঙ্কা

SL v BAN(Photo source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ২১ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। সুপার ফোরে পরপর দুটি ম্যাচ হেরে যাওয়ায় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলের...

দুর্দান্ত ব্যাটিং এবং বোলিং পারফরম্যান্সের হাত ধরে সুপার ফোরের প্ৰথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয় পেল পাকিস্তান

Pakistan vs Afghanistan. (Photo Source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের প্ৰথম ম্যাচে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশকে ৭ উইকেটে পরাজিত করল বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। বোলিং এবং ব্যাটিং বিভাগের...

রুদ্ধশ্বাস ম্যাচে আফগানিস্তানকে পরাজিত করে সুপার ফোরে পৌঁছে গেল শ্রীলঙ্কা

Sri Lanka vs Afghanistan. (Photo Source: ASIF HASSAN/AFP via Getty Images) এশিয়া কাপ ২০২৩-এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে ২ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। এই ম্যাচটি জিতে নেওয়ার মাধ্যমে সুপার...