Skip to main content

ক্রিকেট হাইলাইটস, ১৬ জুলাই: শ্রীলঙ্কা বনাম পাকিস্তান (১ম টেস্ট – ১ম দিন)

SL vs PAK

শ্রীলঙ্কা বনাম পাকিস্তান (1st Test – Day 1) Highlights

শ্রীলঙ্কা বনাম পাকিস্তান (প্রথম টেস্ট – ১ম দিন) – হাইলাইটস

গল টেস্টের প্রথম দিন শেষে সমান অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা ও পাকিস্তান। স্বাগতিক শ্রীলঙ্কাকে ২২২ রানে অলআউট করে ফেলার পর পাকিস্তানের ম্যাচটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেওয়ার সুযোগ ছিল। কিন্তু সেটি করতে ব্যর্থ হয় সফরকারী দলের দুই ওপেনার।

ম্যাচের প্রথম দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ১৮ ওভারে ২ উইকেট হারিয়ে ২৪ রান। লঙ্কানদের চেয়ে এখনও ১৯৮ রানে পিছিয়ে রয়েছে তারা। নিজেদের প্রথম ইনিংসে ৬৬.১ ওভার খেলে ২২২ রানে গুটিয়ে গেছে শ্রীলঙ্কা। যেখানে শেষ দুই উইকেটেই তারা যোগ করেছে ৮৯ রান।

টসে জিতে লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে ব্যাটিং করার সিধান্ত নেন এবং ম্যান ইন গ্রিনদের ফিল্ডিং করতে পাঠান। পাকিস্তানের দুই ফাস্ট বোলার শাহিন আফ্রিদি ও হাসান আলীর গতি ও নিয়ন্ত্রণ, এবং লেগ স্পিনার ইয়াসির শাহর ঘূর্ণিতে শুরুতেই ম্যাচ থেকে ছিটকে পড়ে স্বাগতিকরা। ৬৮ রানে ৪ উইকেট হারায় তারা। এই চার উইকেটের দুটিই নিয়েছেন ইয়াসির। যার ফলে টেস্ট ক্রিকেটে পাকিস্তানের স্পিনারদের মধ্যে এখন দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী তিনি।

কুশল মেন্ডিসের (২১) উইকেট তুলে নিয়ে টেস্ট উইকেট শিকারে তিনি ছুঁয়ে ফেলেছেন পাকিস্তানী কিংবদন্তি লেগ স্পিনার আবদুল কাদিরকে। অ্যাঞ্জেলো ম্যাথুসকে (০) আউট করে তিনি ছাড়িয়ে যান কাদিরকে। ২৩৭ উইকেট নিয়ে টেস্ট ক্রিকেটে এখন তিনি পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী স্পিনার। তাঁর সামনে এখন শুধুই সাবেক লেগ স্পিনার দানিশ কানেরিয়া (২৬১ উইকেট)।

একটা পর্যায়ে ১৩৩ রানে ৮ উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। সেখান থেকে তারা যে দুই শ পার করতে পেরেছে, তা দিনেশ চান্ডিমালের অর্ধশতক এবং মহীশ তিকশানার ছোট কিন্তু কার্যকরী ইনিংসের উপর ভর করে। নবম উইকেটে ৪৪ ও দশম উইকেটে ৪৫ রানের জুটি পেয়েছে স্বাগতিকরা।

পাঁচে ব্যাট করতে নেমে হাসান আলীর বলে আউট হওয়ার আগে ১১৫ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৭৬ রান করেন চান্ডিমাল। আর ১০ নম্বরে নামা তিকশানা ৬৫ বলে করেছেন ৩৮ রান।

ইয়াসির উইকেট শিকারে কাদিরকে ছাড়িয়ে যাওয়ার কীর্তি গড়লেও শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের বেশি ভুগিয়েছেন পেসার শাহিন আফ্রিদি। ৫৮ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন পাকিস্তানের এই বাঁহাতি ফাস্ট বোলার। ২৩ রান দিয়ে ২টি উইকেট তুলে নিয়েছেন হাসান আলী। এছাড়া মোহাম্মদ নওয়াজ এবং নাসিম শাহ ১টি করে উইকেট শিকার করেন।

পরে শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে নির্বিঘ্নে দিনটি পার করতে পারেননি পাকিস্তানের দুই ওপেনার ইমাম-উল-হক ও আব্দুল্লাহ শফিক। দলীয় ১২ রানে লঙ্কান পেসার কাসুন রাজিথা’র শিকার হয়ে সাজঘরে ফিরেন ইমাম (২)। প্রথম উইকেট একজন পেসার পেলেও লঙ্কান ঘূর্ণিতে হাঁসফাঁস করেছে পাকিস্তানের ব্যাটসম্যানরা।

আর এক ওপেনার আবদুল্লাহ শফিককে (১৩) এলবিডব্লুর ফাঁদে ফেলে আউট করেছেন বাঁহাতি স্পিনার প্রবাথ জয়াসুরিয়া। অধিনায়ক বাবর আজম ১* ও অভিজ্ঞ আজহার আলি ৩* রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন।

শ্রীলঙ্কা বনাম পাকিস্তান এর স্কোরবোর্ড

শ্রীলঙ্কা (১ম ইনিংস) – ২২২/১০ (৬৬.১)

পাকিস্তান (১ম ইনিংস) – ২৪/২ (১৮.০)


শ্রীলঙ্কা বনাম পাকিস্তান (1st Test – Day 1) Highlights - 2


শ্রীলঙ্কা বনাম পাকিস্তান ম্যাচের একাদশ

শ্রীলঙ্কা দিমুথ করুনারত্নে (অধিনায়ক), নিরোশান ডিকভেলা (উইকেট রক্ষক), কুশল মেন্ডিস, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথুস, দিনেশ চান্ডিমাল, রমেশ মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, মহীশ তিকশানা, কাসুন রাজিথা, এবং প্রবাথ জয়াসুরিয়া।
পাকিস্তান বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেট রক্ষক), আবদুল্লাহ শফিক, আজহার আলী, আগা সালমান, মোহাম্মদ নওয়াজ, ইমাম-উল-হক, ইয়াসির শাহ, শাহিন আফ্রিদি, হাসান আলী, এবং নাসিম শাহ।

আরো ব্লগ

বিরাট – লোকেশ রাহুলের পার্টনারশিপ এবং কুলদীপের ৫ উইকেট, পাকিস্তানকে হেলায় হারাল ভারত

Virat Kohli & KL Rahul. ( Photo Source: FAROOQ NAEEM/AFP via Getty Images) বিরাট কোহলি ও লোকেশ রাহুলের জোড়া সেঞ্চুরী ইনিংসটাই ভারতের জয়ের ভিতটা মজবুত করে দিয়েছিল। অপেক্ষা ছিল শুধু...

সাদিরা সামারাবিক্রমা এবং দাসুন শানাকার দুর্দান্ত পারফরম্যান্সের হাত ধরে বাংলাদেশকে পরাজিত করল শ্রীলঙ্কা

SL v BAN(Photo source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ২১ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। সুপার ফোরে পরপর দুটি ম্যাচ হেরে যাওয়ায় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলের...

দুর্দান্ত ব্যাটিং এবং বোলিং পারফরম্যান্সের হাত ধরে সুপার ফোরের প্ৰথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয় পেল পাকিস্তান

Pakistan vs Afghanistan. (Photo Source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের প্ৰথম ম্যাচে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশকে ৭ উইকেটে পরাজিত করল বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। বোলিং এবং ব্যাটিং বিভাগের...

রুদ্ধশ্বাস ম্যাচে আফগানিস্তানকে পরাজিত করে সুপার ফোরে পৌঁছে গেল শ্রীলঙ্কা

Sri Lanka vs Afghanistan. (Photo Source: ASIF HASSAN/AFP via Getty Images) এশিয়া কাপ ২০২৩-এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে ২ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। এই ম্যাচটি জিতে নেওয়ার মাধ্যমে সুপার...