BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ০১ জুলাই: শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া (১ম টেস্ট – ৩য় দিন)

SL vs AUS

শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া

শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া (প্রথম টেস্ট – ৩য় দিন)

তৃতীয় দিনের সকালে সফরকারী অস্ট্রেলিয়াকে দ্রুত অলআউট করে দিয়ে মুখে হাসি ফুটেছিল লঙ্কানদের। তবে সেই হাসি মিলিয়ে যেতে সময় লাগেনি। প্রথম ইনিংসে ১০৯ রানে পিছিয়ে থাকা স্বাগতিক শ্রীলঙ্কা দ্বিতীয়বার ব্যাট করতে নেমে টিকতে পারলো মাত্র ২২.৫ ওভার।

নাথান লায়ন আর ট্রাভিস হেডের ঘূর্ণি যাদুতে ১১৩ রানেই গুটিয়ে গেছে লঙ্কানদের দ্বিতীয় ইনিংস। ফলে অস্ট্রেলিয়ার সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৫ রানের। ডেভিড ওয়ার্নার রমেশ মেন্ডিসের প্রথম দুটি বল দেখে খেলেন। তৃতীয় বলেই হাঁকান বাউন্ডারি। লাগতো এক রান। কিন্তু ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করার লোভ সামলাতে পারেননি অসি ওপেনার।

এতে করে মাত্র ৪ বলেই ১০ উইকেটের জয় নিশ্চিত হয়েছে অস্ট্রেলিয়ার। এই জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো প্যাট কামিন্সের দল।

প্রথম ইনিংসে ২১২ রান করেছিল শ্রীলঙ্কা। জবাবে ৩২১ রানে থামে অস্ট্রেলিয়ার ১ম ইনিংস। ৮ উইকেটে ৩১৩ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা অস্ট্রেলিয়া সকালে মাত্র ১১ বল টিকতে পেরেছিল। ঝড়ো ব্যাটিং করা অসি অধিনায়ক প্যাট কামিন্সকে (১৮ বলে ২৬) বোল্ড করেন অসিথা ফার্নান্দো। একই ওভারে মিচেল সোয়েপসনকেও (১) বোল্ড করে অস্ট্রেলিয়াকে ৩২১ রানে আটকে রাখেন এই পেসার।

বড় ব্যবধানে পিছিয়ে থেকে শুরুটা খারাপ ছিল না শ্রীলঙ্কার। দিমুথ করুনারত্নে এবং পাথুম নিশাঙ্কা উদ্বোধনী জুটিতে তোলেন ৩৭ রান। করুনারত্নেকে (২৩) সাজঘরে ফিরিয়ে এই জুটিটি ভাঙেন নাথান লায়ন। নিশাঙ্কা (১৪) হন মিচেল সোয়েপসনের শিকার।

৮ রান করা কুশল মেন্ডিসকে তুলে নেন লায়ন। অ্যাঞ্জেলো ম্যাথুস কোভিড-১৯ টেস্টে পজিটিভ হওয়ায় তাঁর বদলি হিসেবে দলে সুযোগ পেয়েছিলেন ওশাদা ফার্নান্দো। তিনিও সুবিধা করতে পারেননি। ১২ রান করে সোয়েপসনের বলে প্যাভিলিয়নে ফিরেন। ফলে লঙ্কানদের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৬৩ রান।

তখনও বোঝা যায়নি, এভাবে ধস নামবে স্বাগতিকদের। কে জানতো, ট্রাভিস হেডই এমন চমক দেখাবেন! টেস্ট ক্যারিয়ারে আগে কখনো উইকেট না পাওয়া হেড আজ নিজের দ্বিতীয় বলেই বোল্ড করলেন দিনেশ চান্ডিমালকে (১৩)।  পঞ্চম বলে ধনঞ্জয়া ডি সিলভা (১১) হলেন এলবিডব্লু।

স্পিনিং উইকেটে হেডের বল ধন্দে ফেলে দিচ্ছিল স্বাগতিক দলের ব্যাটসম্যানদের। নিজের তৃতীয় ওভারে এসে আবার জোড়া উইকেট তুলে নেন হেড। ওভারের প্রথম বলে জেফরি ভ্যান্ডারসে (৮) এবং পঞ্চম লাসিথ এমবুলদেনিয়াকে (০) আউট করেন এই পার্টটাইমার অফস্পিনার। ফলে ১৮ রানে শেষ ৬ উইকেট হারায় শ্রীলঙ্কা।

মাঝে রমেশ মেন্ডিস (০) ও নিরোশান ডিকভেলাকে (৩) লায়ন আগেই সাজঘরে পাঠিয়ে দেওয়ায় মাত্র ২২.৫ ওভারে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। ম্যাচটাও শেষ হয়ে যায় তৃতীয় দিনের লাঞ্চের আগেই।

আগের ২৬ টেস্টে একটি উইকেটও না পাওয়া হেড এবার মাত্র ২.৫ ওভারে ১০ রানেই তুলে নেন ৪টি উইকেট। এছাড়া নাথান লায়নও ১১ ওভারে ৩১ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন। আর এক স্পিনার মিচেল সোয়েপসন ২টি উইকেট তুলে নেন।

স্পিনারদের দাপটের মাঝেও প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন পেস বোলিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। কেননা তাঁর ৭৭ রানের সু:সাহসিক ইনিংসের সৌজন্যেই এমন উইকেটে অস্ট্রেলিয়াকে এক শর বেশি লিড পায়। আগামী ৮ জুলাই একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় টেস্টে এই দুই দল মুখোমুখি হবে।


শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া এর স্কোরবোর্ড

শ্রীলঙ্কা (১ম ইনিংস) – ২১২/১০ (৫৯.০)

অস্ট্রেলিয়া (১ম ইনিংস) – ৩২১/১০ (৭০.৫)

শ্রীলঙ্কা (২য় ইনিংস) – ১১৩/১০ (২২.৫)

অস্ট্রেলিয়া (২য় ইনিংস) – ১০/০ (০.৪)

ফলাফল – অস্ট্রেলিয়া ১০ উইকেটে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – ক্যামেরন গ্রিন



শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া ম্যাচের একাদশ

শ্রীলঙ্কা দিমুথ করুনারত্নে (অধিনায়ক), নিরোশান ডিকভেলা (উইকেট রক্ষক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথুস / ওশাদা ফার্নান্দো, দিনেশ চান্ডিমাল, রমেশ মেন্ডিস, লাসিথ এমবুলদেনিয়া, জেফরি ভ্যান্ডারসে এবং অসিথা ফার্নান্দো।
অস্ট্রেলিয়া প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি (উইকেট রক্ষক), উসমান খাজা, মারনাস লাবুশেন, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, ট্র্যাভিস হেড, মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন এবং নাথান লায়ন।
Exit mobile version