BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ২৪ জুন: শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া (৫ম ওয়ানডে)

SL vs AUS

শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া

শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া এর ম্যাচ হাইলাইটস

সিরিজের চতুর্থ ম্যাচে রুদ্ধশ্বাস এক লড়াইয়ে ৪ রানে জয়ী হয়ে ৩০ বছর পর ঘরের মাঠে সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআই সিরিজে জয় পেয়েছিল শ্রীলঙ্কা। তাই গতকাল কলম্বোতে পঞ্চম ও শেষ ওডিআইটি পরিণত হয়েছিল গুরুত্বহীন ম্যাচে। তবে এই ম্যাচে এসে যেন লঙ্কানদের ওপর সিরিজ হারের ঝাল মিটিয়েছে অসিরা।

কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে সিরিজের শেষ ওয়ানডেতে প্রথমে ব্যাট করে ৪৩.১ ওভারে ১৬০ রান তুলতেই গুটিয়ে যায় স্বাগতিক শ্রীলঙ্কা। জবাবে ৬৩ বল এবং ৪ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা।

টসে জিতে লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা ব্যাটিং করার সিধান্ত নেন এবং অস্ট্রেলিয়াকে বোলিং করতে পাঠান। ব্যাটিংয়ে নেমে অসি বোলারদের দুর্দান্ত বোলিংয়ে প্রথম থেকেই চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। ৩৪ রানের মধ্যে তিন টপঅর্ডার ব্যাটার- পাথুম নিশাঙ্কা (২), দানুস্কা গুনাতিলকা (৮), এবং দিনেশ চান্ডিমালকে (৬) হারায় তারা।

এরপর কুশল মেন্ডিস (২৬) এবং চারিথ আসালাঙ্কা (১৪) চেষ্টা করলেও দলকে এই বিপদ থেকে বের করতে ব্যর্থ হন। তাদের বিদায়ে দলের স্কোরবোর্ড দাঁড়ায় ৫৬/৫! এর পরের ওভারেই অধিনায়ক শানাকা (১) এবং ডুনিথ ওয়েলালাই (৪) দুজনকেই সাজঘরে পাঠান স্পিনার ম্যাথু কুহনেম্যান। ফলে লঙ্কানদের স্কোর দাঁড়ায় ৬২/৭!

জেফরি ভ্যান্ডারসে যখন মাত্র ৪ রান করে রান আউট হয়ে সাজঘরে ফিরেন তখন স্বাগতিকদের দলীয় স্কোর ৮৫/৮! ফলে একশ রানের আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল লঙ্কানরা। কিন্তু সেখান থেকে দলকে টেনে তোলেন লোয়ার অর্ডার ব্যাটার চামিকা করুনারত্নে। তিনি উইকেটের এক প্রান্তে ধৈর্য্য ধরে খেলে ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকেন।

এই বিপর্যয়ের মধ্যেও করুনারত্নে ৮ চার ও ২ ছক্কায়, ৭৫ বলে ৭৫ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন। উইকেটের এক প্রান্তে দাঁড়িয়ে থেকে তাঁকে যোগ্য দেন অভিষিক্ত খেলোয়াড় প্রমোদ মাদুসান (১৫)। তবে শেষ ব্যাটার হিসেবে প্যাভিলিয়নে ফিরেন করুনারত্নে। সেই সাথে ৪৩.১ ওভারে ১৬০ রানে আল-আউট হয় শ্রীলঙ্কা।

অস্ট্রেলিয়ার হয়ে ম্যাথু কুহনেম্যান, জশ হ্যাজলউড এবং প্যাট কামিন্স সর্বোচ্চ ২টি করে উইকেট শিকার করেন। এছাড়া গ্লেন ম্যাক্সওয়েল ও ক্যামেরন গ্রিন ১টি করে উইকেট তুলে নেন।

১৬১ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে লঙ্কান বোলারদের ঘূর্নি জাদুতে মাত্র ১৯ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা। অধিনায়ক অ্যারন ফিঞ্চ (০), ডেভিড ওয়ার্নার (১০) এবং জশ ইংলিশ (৫) একে একে সাজঘরে ফিরেন। 

সেখান থেকে দলের হাল ধরার চেষ্টা করেন অল-রাউন্ডার মিচেল মার্শ এবং ব্যাটরা মারনাস লাবুশেন। কিন্তু দলীয় ৫০ রানে মার্শও (২৪) প্যাভিলিয়নে ফিরেন। এরপর উইকেটে আসেন উইকেট রক্ষক ব্যাটার অ্যালেক্স ক্যারি। তিনি লাবুশেন এর সাথে পঞ্চম উইকেটে ৫১ রানের জুটি গড়ে তোলেন। লাবুশেনের (৩১) বিদায়ের পর ম্যাক্সওয়েলও (১৭ বলে ১৬) দ্রুত সাজঘরে ফিরেন।

১২১ রানে ৬ উইকেট হারিয়ে মনে হচ্ছিল ম্যাচ থেকে ছিটকে পড়ছিল অসিরা। কিন্তু সপ্তম উইকেটে ক্যামেরন গ্রিনের (২৬ বলে ২৫*) সঙ্গে অবিচ্ছিন্ন ৪৩ রানের জুটিতে অস্ট্রেলিয়াকে জিতিয়ে মাঠ ছাড়েন ক্যারি। তিনি শেষ পর্যন্ত মাত্র ১ বাউন্ডারিতে ৬৫ বলে ৪৫ রানের হার না মানা ইনিংস খেলে অপরাজিত থাকেন।

শ্রীলঙ্কার হয়ে ডুনিথ ওয়েলালাই সর্বাধিক ৩টি উইকেট তুলে নেন। এছাড়া মহীশ তিকশানা ২টি এবং প্রমোদ মাদুসান ১টি উইকেট শিকার করেন। ম্যাচ হেরে গেলেও দু:সাহসিক ইনিংস খেলে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন চামিকা করুনারত্নে এবং প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছেন কুশল মেন্ডিস। সেই সাথে ৫ ম্যাচের ওডিআই সিরিজটি ৩-২ ব্যবধানে জয়ী হয়ে শেষ করল স্বাগতিক শ্রীলঙ্কা।

আগামী ২৯ জুন গল আন্তর্জাতিক স্টেডিয়ামে এই দুই দুল দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে।


শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া এর স্কোরবোর্ড

শ্রীলঙ্কা – ১৬০/১০ (৪৩.১)

অস্ট্রেলিয়া১৬৪/৬ (৩৯.৩)

ফলাফল – অস্ট্রেলিয়া ৪ উইকেটে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – চামিকা করুনারত্নে

প্লেয়ার অফ দ্য সিরিজ – কুশল মেন্ডিস



শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া ম্যাচের একাদশ

শ্রীলঙ্কা দাসুন শানাকা (অধিনায়ক), কুশল মেন্ডিস (উইকেট রক্ষক), দানুস্কা গুনাতিলকা, পাথুম নিশাঙ্কা, চারিথ আসালাঙ্কা, দিনেশ চান্ডিমাল, ডুনিথ ওয়েলালাই, জেফরি ভ্যান্ডারসে, চামিকা করুনারত্নে, প্রমোদ মাদুসান, এবং মহীশ তিকশানা।
অস্ট্রেলিয়া অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি (উইকেট রক্ষক), ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, মারনাস লাবুশেন, জশ ইংলিশ, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, ম্যাথু কুহনেম্যান, প্যাট কামিন্স এবং জশ হ্যাজলউড।
Exit mobile version