BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ১৯ জুন: শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া (৩য় ওয়ানডে)

SL vs AUS

শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া

শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া এর ম্যাচ হাইলাইটস

রবিবার সিরিজের তৃতীয় ম্যাচে কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে পাথুম নিশাঙ্কা’র অসাধারণ ইনিংসের সৌজন্যে সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ বল হাতে রেখে ৬ উইকেটের এক বিশাল জয় তুলে নিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। সেই সাথে এই ম্যাচে জয়ী হয়ে পাঁচ ম্যাচের ওডিআই সিরিজে ২-১ এ এগিয়ে গেল লঙ্কানরা।

টসে জিতে অসি অধিনায়ক অ্যারন ফিঞ্চ ব্যাটিং করার সিধান্ত নেন এবং শ্রীলঙ্কাকে বোলিং করতে পাঠান। এই ম্যাচে নিজেদের একাদশে তিনটি পরিবর্তন এনেছে অসিরা। স্টিভেন স্মিথ, প্যাট কামিন্স ও মিচেল সুয়েপসনের জায়গায় নেওয়া হয়েছে মিচেল মার্শ, ক্যামেরন গ্রিন ও ঝাই রিচার্ডসনকে। অন্যদিকে দানুস্কা গুনাতিলকার জায়গায় নিরোশান ডিকভেলাকে নিয়েছে লঙ্কানরা।

ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে অস্ট্রেলিয়া। পাওয়ার প্লে’র ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৭ রান তুলে নেয় তারা। ওপেনার ডেভিড ওয়ার্নার (৯) শুরুতেই সাজঘরে ফিরে গেলেও অসি অধিনায়ক ফিঞ্চ ঠিকই দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। তবে ইনজুরি থেকে ফিরে ভালো খেলতে পারেননি মার্শ। ২৩ বলে মাত্র ১০ রান করেই আউট হয়ে যান এই অল-রাউন্ডার।

এরপর মারনাস লাবুশেন ২৯ রান করে আউট হলে উইকেটে আসেন উইকেট রক্ষক ব্যাটার অ্যালেক্স ক্যারি। অন্যদিকে ৪ চার ও ১ ছক্কায়, ৮৫ বলে ৬২ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরেন ফিঞ্চ। তাঁর বিদায়ের পর পঞ্চম উইকেটে ক্যারি এবং ট্র্যাভিস হেড ৭২ রানের জুটি গড়ে তোলে দলকে ম্যাচে ফিরিয়ে আনেন।

এক রানের জন্য অর্ধ-শতক মিস করেন অ্যালেক্স ক্যারি। ৫২ বলে ৪৯ রান করে আউট হন তিনি। কিন্তু গ্লেন ম্যাক্সওয়েল উইকেটে এসেই ঝড়ো ইনিংস শুরু করেন। তাঁর ব্যাট থেকে আসে ১৮ বলে ৩৩ রানের ক্যামিও ইনিংস। তবে অপরপ্রান্তে অসাধারণ ব্যাটিংশৈলী প্রদর্শন করে যাচ্ছিলেন হেড। যার ফলে শেষ ১০ ওভারে ৯৮ রান তুলতে পারে সফরকারীরা।

শেষ পর্যন্ত হেডের অপরাজিত ৭০ রানের ওপর ভর করে ৬ উইকেট হারিয়ে ২৯১ রানের লড়াকু পুঁজি পায় অস্ট্রেলিয়া। ৩ চার ও ৩ ছক্কায়, ৬৫ বলে ৭০ রান করেন হেড। ক্যামেরন গ্রিন ১২ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন। শ্রীলঙ্কার হয়ে ১০ ওভারে ৪৯ রান দিয়ে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন জেফরি ভ্যান্ডারস। এছাড়া ডুনিথ ওয়েলালাই, ধনঞ্জয়া ডি সিলভা ও দুষ্মন্ত চামিরা ১টি করে উইকেট তুলে নেন।

২৯২ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে নিরোশান ডিকভেলা এবং পাথুম নিশাঙ্কা মিলে ৪২ রানের উদ্বোধনী জুটি গড়ে তোলেন। ২৬ বলে ২৫ রান করে আউট হন ডিকভেলা। এরপর ২য় উইকেটে নিশাঙ্কা এবং কুশল মেন্ডিস মিলে ১৭০ রানের বিশাল জুটি গড়ে তোলেন। মূলত এই জুটিই লঙ্কানদের জয়ের ভিত গড়ে দেয়।

৮ বাউন্ডারিতে, ৮৫ বলে ৮৭ রান করে মেন্ডিস আহত হয়ে মাঠ ছেড়ে যান। এরপর ব্যাট করতে নামেন ধনঞ্জয়া ডি সিলভা। ১৭ বলে ২৫ রান করেন তিনি। দলীয় ২৮৪ রানের মাথায় আউট হন পাথুম নিশাঙ্কা। ওয়ানডে ক্যারিয়ারে এটাই তার প্রথম সেঞ্চুরি। ১৪৭ বল খেলে ১৩৭ রান করেন তিনি। ১১টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কার মারও ছিল তার ইনিংসে।

শেষ পর্যন্ত ৪৮.৩ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা। চারিথ আসালাঙ্কা (১৩) এবং চামিকা করুনারত্নে (০) অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন। অসিদের হয়ে ঝাই রিচার্ডসন সর্বাধিক ২টি উইকেট তুলে নেন। এছাড়া জশ হ্যাজলউড গ্লেন ম্যাক্সওয়েল ১টি করে উইকেট শিকার করেন।

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের ৪র্থ ম্যাচে আগামীকাল একই ভেন্যুতে এবং একই সময়ে এই দুই দল আবার মুখোমুখি হবে।


শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া এর স্কোরবোর্ড

অস্ট্রেলিয়া২৯১/৬ (৫০.০)

শ্রীলঙ্কা – ২৯২/৪ (৪৮.৩)

ফলাফল – শ্রীলঙ্কা ৬ উইকেটে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – পাথুম নিশাঙ্কা



শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া ম্যাচের একাদশ

শ্রীলঙ্কা দাসুন শানাকা (অধিনায়ক), নিরোশান ডিকভেলা (উইকেট রক্ষক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, চামিকা করুনারত্নে, ধনঞ্জয়া ডি সিলভা, ডুনিথ ওয়েলালাই, দুষ্মন্ত চামিরা, জেফরি ভ্যান্ডারস, এবং মহীশ তিকশানা।
অস্ট্রেলিয়া অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি (উইকেট রক্ষক), ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, ট্র্যাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল, মারনাস লাবুশেন, ক্যামেরন গ্রিন, ম্যাথু কুহনেম্যান, ঝাই রিচার্ডসন এবং জশ হ্যাজলউড।
Exit mobile version