BJ Sports – Cricket Prediction, Live Score

শ্রীলংকায় ছাদ খোলা বাসে শিরোপা উৎসব

শ্রীলংকায় ছাদ খোলা বাসে শিরোপা উৎসব

শ্রীলংকায় ছাদ খোলা বাসে শিরোপা উৎসব

কি এক কঠিন সময় পার করছে শ্রীলঙ্কা। রাজনৈতিক আর অর্থনৈতিক টানাপোড়েনে দেশটির দেউলিয়া হওয়ার অবস্থা।ফলে বেশ নাজুক অবস্থায় রয়েছে গোটা শ্রীলংকার মানুষ। রাজনৈতিক এবং অর্থনৈতিক অস্থিরতায় একেবারেই হাঁপিয়ে উঠা লংকানদের জন্য মরুর বুকে এক পশলা বৃষ্টি হয়ে এসেছে এশিয়া কাপের শিরোপা। 

এশিয়া কাপ শুরুর আগেই লংকান অধিনায়ক দাসুন শানাকা ঘোষণা দিয়েছিলেন দেশের সাধারন মানুষের জন্য শিরোপা জিততে চান তিনি। শেষ পর্যন্ত সেই স্বপ্ন সত্যি হয়েছে৷১১ সেপ্টেম্বর দুবাইয়ে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে এবারের এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয় শ্রীলংকা। এরপর থেকে বিশ্ব ক্রিকেটে শ্রীলঙ্কার প্রশংসা চলছেই। 

সংযুক্ত আমিরাত থেকে এশিয়া কাপের শিরোপা নিয়ে ঘরে ফিরেছে দাসুন শানাকারা। আর নিজেদের আঙিনায় পা রাখতেই ক্রিকেটারদের উষ্ণ অভ্যর্থনা জানায় ক্রিকেটপ্রেমী ও সাধারণ জনগণ। সমর্থকদের সঙ্গে শিরোপা জয়ের আনন্দ ভাগাভাগি করতেই ছাদ খোলা বাসে করে শ্রীলংকার রাস্তায় উদযাপন করেছে ক্রিকেটাররা।

স্থানীয় সময় মঙ্গলবার ভোরে কাটুয়ানায়েকে বিমানবন্দরে এসে পৌঁছায় লংকান ক্রিকেটারদের বহনকারী বিমানটি। তাদের আগমন উপলক্ষ্যে আগে থেকেই বাইরে উপস্থিত ছিল সমর্থকরা। ক্রিকেটাররা যখন একে একে বিমানবন্দর থেকে বের হচ্ছেন, তখন চ্যাম্পিয়নদের কাছে পেয়ে উল্লাসে ফেটে পড়েন উপস্থিত সমর্থকরা।

সমর্থকদের উচ্ছ্বাস বাড়িয়ে দেয় ছাদ খোলা বাসে ক্রিকেটারদের যাত্রা। সেই বাসে বিমানবন্দর থেকে কলম্বোয় শ্রীলংকা ক্রিকেট বোর্ডে যান ক্রিকেটাররা। এসময় রাস্তার দুই পাশে দেখা যায় মানুষের ভিড়। বাস থেকে শিরোপা উঁচিয়ে ধরেন ক্রিকেটাররা। এছাড়া সমর্থকদের জার্সি, ব্যাট এবং পতাকায় অটোগ্রাফও দেন শানাকা, ভানুকা রাজাপাকসেরা।

অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেটারদের অভিনন্দন ও জানিয়েছে৷ অনেকেই মনে করছেন দেশের এই বাজে সময়ে শ্রীলঙ্কার ক্রিকেটের হাত ধরে কিছুটা হলেও শান্তি ফিরেছে মানুষের মনে। সাঙ্গাকারা জয়াবর্ধনেদের যুগের পর লংকান ক্রিকেট এ যেন নতুন সূর্যদয়। অনেকেই স্বপ্ন দেখছেন আসন্ন বিশ্বকাপেও ভালো খেলবে শ্রীলঙ্কা।

Exit mobile version