Skip to main content

শচীনের শহরে, বিরাট কোহলির প্রতিদিন দুই ঘন্টার অনুশীলন

In Sachin's city, Virat Kohli practices for two hours every day

একটা সময় ছিল বিরাট কোহলির বাইশগজে পা রাখা মানেই ছিল রেকর্ড গড়ার পালা। শতরান কিংবা অর্ধশত রানের দেখা পাওয়া তার জন্য কোন ব্যাপারই ছিল না। অথচ সেই কোহলিই কি না এখন দেখছেন মুদ্রার উল্টো পিঠ। প্রায় তিন বছর ধরে ভারতীয় ক্রিকেটের পোস্টার বয়ের ব্যাটে নেই শতরানের দেখা। 

নিজেকে যেন প্রতি ম্যাচেই হারিয়ে খুঁজছেন। গত আইপিএলেও রান খরায় ভুঁগেছেন তিনি। কোন ফরম্যাটের ক্রিকেটেই হাসছে না তার উইলো। এরপর থেকেই নানা মুনির কাছ থেকে নানা মত পাচ্ছেন কোহলি। প্রাক্তন ক্রিকেটারদের অনেকেই বলছেন তার প্রয়োজন বিশ্রাম, কেউবা আবার বেশি ম্যাচ খেলার পরামর্শ দিচ্ছেন। আবার অনেকেই বলছেন শচীনের পরামর্শ নেয়ার কথা। 

ইংল্যান্ড সফর শেষে বর্তমানে জাতীয় দল থেকে লম্বা ছুটি দেয়া হয়েছে কোহলিকে। সময়টাকে কাজে লাগাচ্ছেন ভারতীয় সেনসেশনও। মুম্বাইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে কঠোর অনুশীলনে মগ্ন তিনি। এশিয়া কাপে রানে ফিরতে মরিয়া কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কোচ সঞ্জয় বাঙ্গারকে সাথে নিয়ে গেছেন বান্দ্রায়। 

শচীনের সেই শহরেই প্রতিদিন দুই ঘন্টা করে অনুশীলন করছেন কোহলি। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে কোহলির করা একটি পোস্টে দেখা যায় ওয়ার্ম আপে ব্যস্ত তিনি। তাছাড়া ইনডোরে নেট বোলাররা তাকে বল করছেন।

রানে ফিরতে মরিয়া কোহলি প্রতিনিয়তই নিজেকে ফিরে পাওয়ার মিশনে কাজ করে যাচ্ছেন। আসন্ন এশিয়া কাপে কোহলি কি পারবেন নিজের চিরচেনা ছন্দে ফিরতে? আপাতত উত্তরটা তোলা থাকুক সময়ের হাতেই।

আরো আজকের ট্রেন্ডিং

আইপিএল ২০২০-এ মুম্বাই ইন্ডিয়ান্সের আধিপত্য: ব্লু এবং গোল্ড ব্যাক-টু-ব্যাক শিরোপা চ্যাম্পিয়ন!

আধিপত্যের একটি দুর্দান্ত প্রদর্শনে, মুম্বাই ইন্ডিয়ান্স ২০২০ মরসুমে শিরোপা জয় করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পাওয়ার হাউস হিসাবে তাদের মর্যাদা পুনঃনিশ্চিত করেছে। অভিজ্ঞ প্রচারক রোহিত শর্মার নেতৃত্বে নীল ও সোনার...

মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএল ২০১৯ বিজয়ী দল: ব্লু অ্যান্ড গোল্ড ব্রিলিয়ান্স আবারও স্টেডিয়ামকে আলোকিত করেছে!

মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএল ২০১৯ বিজয়ী দল: ব্লু অ্যান্ড গোল্ড ব্রিলিয়ান্স আবারও স্টেডিয়ামকে আলোকিত করেছে! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল ) ২০১৯ মরসুমটি হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, ১২ মে, ২০১৯-এ...

আইপিএল ২০১৮-এ চেন্নাই সুপার কিংস গর্জে ফিরেছে: টুর্নামেন্টে হলুদ ঝড় তুলেছে!

আইপিএল ২০১৮-এ চেন্নাই সুপার কিংস গর্জে ফিরেছে: টুর্নামেন্টে হলুদ ঝড় তুলেছে! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল ) ২০১৮ মরসুমে চেন্নাই সুপার কিংস (সিএসকে ) ফ্র্যাঞ্চাইজি দুই বছরের স্থগিতাদেশের পরে বিজয়ী প্রত্যাবর্তনের...

আইপিএল ২০১৭-এ মুম্বাই ইন্ডিয়ান্সের জয়: আবারও নীল ও সোনার রাজত্ব!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০১৭ মরসুম ক্রিকেট ইতিহাসে আরেকটি মুগ্ধকর অধ্যায়ের সাক্ষী হয়েছে কারণ মুম্বাই ইন্ডিয়ান্স তাদের তৃতীয় আইপিএল শিরোপা জিতেছে, বিশ্বের প্রিমিয়ার টি-টোয়েন্টি লিগে তাদের আধিপত্য পুনঃনিশ্চিত করেছে। রোহিত...