BJ Sports – Cricket Prediction, Live Score

লেগ স্পিনার সামলিয়ে বাংলাদেশের আফগানিস্তান প্রস্তুতি  

লেগ স্পিনার সামলিয়ে বাংলাদেশের আফগানিস্তান প্রস্তুতি  

২৭ আগস্ট এশিয়া কাপের পর্দা উঠলেও বাংলাদেশের এশিয়া কাপ শুরু হচ্ছে ৩০ আগস্ট। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হচ্ছে সাকিব বাহিনীর এশিয়া কাপের যাত্রা। 

ম্যাচের আগে টাইগাররা নিজেদের প্রস্তুত করতে দুবাইয়ের মাঠে অনুশীলন করছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে ভিডিও প্রকাশ করেছে তাতে দেখা গেছে দুবাইয়ের আইসিসির একাডেমি মাঠে ঘাম ঝরাচ্ছে সাকিবের দল। একেই মাঠে অনুশীলন করছে আফগানিস্তানও।

প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে আফগানিস্তান। শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে যেন বাংলাদেশকে বার্তা ও দিয়ে রাখল রশিদ খানরা। অনেকেই বলছে টি টোয়েন্টিতে এশিয়ার নতুন শক্তি হিসেবে উঠে আসছে আফগানরা। 

আফগানিস্তান স্পিনে কতটা শক্তিশালী সেটা কারো অজানা নয়। বিশেষ করে স্পিনে রশিদ খান এক আতঙ্কের নাম। বিরাট-বাবরের মত তারকা ক্রিকেটারদেরও দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় রশিদ। মুজিবুর রহমানও হতে পারে বাংলাদেশ দলের আরেকটা ভয়ের নাম। তাই স্পিন সামলানোতেই বিশেষ ভাবে জোর দিচ্ছে টাইগাররা। 

স্কোয়াডের বাইরে থাকা রিশাদকে বাংলাদেশ দলে আনা হয়েছে অনুশীলনের জন্য। আফগানিস্তানের সাথে ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানদের লড়াই হতে পারে আফগান স্পিনারদের সাথে। তাই সেভাবেই প্রস্তুত হচ্ছেন সাকিব আফিফরা।  

অনুশীলনে বল করতে দেখা গেছে শ্রীরামকেও। ব্যাট হাতে আফিফ – ইমনরা বড় শট খেলার অনুশীলন করেছেন। এই প্রস্তুতি আফগানদের বিপক্ষে কতোটা কাজে এলো সেটাই এখন দেখার বিষয়।

Exit mobile version