BJ Sports – Cricket Prediction, Live Score

লিজেন্ডস লিগে জনসন-ইউসুফের ধাক্কাধাক্কির ঘটনায় ক্রিকেট বিশ্বে সমালোচনার ঝড়

লিজেন্ডস লিগে জনসন-ইউসুফের ধাক্কাধাক্কির ঘটনায় ক্রিকেট বিশ্বে সমালোচনার ঝড়

ভারতে চলছে সাবেক ক্রিকেটারদের নিয়ে টুর্নামেন্ট লিজেন্ডস লিগ ক্রিকেট। সাবেক তারকাদের খেলাটা বেশ উপভোগই করছেন দর্শকরা। সাবেক ক্রিকেটারদের আবারো মাঠের ২২ গজে খেলতে দেখে আবেগাপ্লুত ক্রিকেট ভক্তরা। কিন্তু এর মাঝেই ঘটে গেল বিব্রতকর এক ঘটনা৷ জোধপুরে মুখোমুখি হয় ভিলওয়ারা কিংস বনাম ইন্ডিয়া ক্যাপিটালস। সেই ম্যাচেই বাঁধে বিপত্তি।

ম্যাচ চলাকালীন সময়ে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন দুদলের দুই তারকা মিচেল জনসন এবং ইউসুফ পাঠান৷ ম্যাচের ১৯ তম ওভারে বল করতে আসেন ক্যাপিটালসের বোলার জনসন। তার ওভারে আউট দুটি ছয় এবং একটি চার হাঁকান ইউসুফ।

এরপর একই ওভারেই ইউসুফকে ক্যাচ আউট করেন জনসন। এসময় ইউসুফকে উদ্দেশ্য করে কিছু একটা বলেন জনসন। আর তাতেই ঝামেলার শুরু। বিষয়টি মোটেই ভালোভাবে নেননি সাবেক ভারতীয় তারকা। ইউসুফ রেগেমেগে সাবেক অজি পেসারের দিকে তেড়ে গেলে, তাকে ধাক্কা মেরে বসেন জনসন।

ইউসুফও থেমে থাকার পাত্র নন। জনসনকে যখনই পাল্টা জবাব দিতে যাবেন, ঠিক তখনই মাঠে দায়িত্বরত দুই নারী আম্পায়ার এসে দুজনকেই সরিয়ে নেন দুদিকে। এসময় উত্তপ্ত পরিস্থিতি শান্ত হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ম্যাচের ভিডিও। এরপর থেকেই সমালোচনার শিকার হচ্ছেন সাবেক এই দুই ক্রিকেটার। ভদ্রলোকের খেলা ক্রিকেটে সাবেক ক্রিকেটারদের এমন আচরন মানতেই পারছেন না নেটিজেনরা। 

ক্রিকেট ভক্তদের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেনদুই দেশের দুই সাবেক ক্রিকেটারের এমন আচরন ক্রিকেট পরিপন্থী। তরুনদের জন্য খারাপ বার্তাও তবে ঘটনা নিয়ে এখনো মুখ খোলেননি জনশন এবং ইউসুফ। তবে সমালোচনা যেন থামছেই না।

Exit mobile version