BJ Sports – Cricket Prediction, Live Score

লারার পর আবারো ৪০০ রানের ব্যক্তিগত ইনিংস দেখল ক্রিকেট

The legendary West Indies batsman Brian Lara did the impossible against England as the first and only cricketer in international cricket.

The legendary West Indies batsman Brian Lara did the impossible against England as the first and only cricketer in international cricket.

ক্রিকেটের এক ইনিংসে ৪০০ বা তার অধিক রান করাটা মোটেই চাট্টিখানি কথা নয়। সেই অনন্য কীর্তিটা সর্বশেষ ২০০৪ সালে দেখেছে ক্রিকেট বিশ্ব। আন্তর্জাতিক ক্রিকেটে  প্রথম এবং একমাত্র ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে সেই অসাধ্য সাধন করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান লারা।

লারার আগেও ৪০০ বা তার বেশি রানের ইনিংসের দেখা মিলেছে ৯ বার। তবে সবগুলোই ঘরোয়া ক্রিকেটে। তবে লারার পর আর কেউই সেই কীর্তি দেখাতে পারেননি দীর্ঘ ১৮ বছর। শনিবার  কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন টু’তে গ্ল্যামরগান-লেস্টারশায়ার ম্যাচে ৪০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন স্যাম নর্থইস্ট। মাত্র ৪৪৭ বলেই  ৪০০  করেন গ্ল্যামরগানের এই ব্যাটসম্যান।

লেস্টার পেসার রোমান ওয়াকারকে ছক্কা হাঁকিয়ে ৪০০ রানের অনন্য কীর্তিতে পৌঁছে যান নর্থইস্ট। কাউন্টি ক্রিকেটে বেশ পরিচিত মুখ হলেও এখনো আন্তর্জাতিক অঙ্গনে পা পড়েনি এই ব্যাটসম্যানের। তবে ১৯১টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা ৩২ বছর বয়সী নর্থইস্টের রান ১১ হাজারের বেশি। এছাড়া লিস্ট ‘এ’ এবং টি-টোয়েন্টিতেও শতাধিক ম্যাচ খেলে ফেলেছেন তিনি।

কাউন্টি চ্যাম্পিয়নশিপে লেস্টারশায়ারের বিপক্ষে চারদিনের ম্যাচ খেলছে গ্ল্যামরগান। প্রথম ইনিংসে লেস্টারের করা ৫৮৪ রানের জবাবে ব্যাট করতে নেমেই এই মহাকাব্যিক ইনিংস খেলেন নর্থইস্ট। শেষ  পর্যন্ত নিজেদের স্কোরকার্ডে ৭৯৫ তুলে দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত ৪৫০ বল থেকে ৪১০ রান নিয়ে অপরাজিত আছেন তিনি।

Exit mobile version