BJ Sports – Cricket Prediction, Live Score

রোহিত শর্মার অন্য রেকর্ড 

Rohit Sharma's shameful record

টি-টোয়েন্টি মানেই রেকর্ড ভাঙা-রেকর্ড গড়ার খেলা। আজ কেউ নতুন রেকর্ড গড়ছে তো কাল সেটা অন্য কেউ ভাঙছে। এবার মুশফিকের রেকর্ড ভেঙে ফেললেন ক্রিকেট বিশ্বের এ সময়ের সেরা ব্যাটসম্যান রোহিত শর্মা। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সব থেকে বেশিবার শূন্য থেকে নয় রানের মধ্যে আউট হওয়ার রেকর্ড করলেন রোহিত। সেই সাথে ছাড়িয়ে গেলেন বাংলাদেশের মুশফিকুর রহিমকে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে ভারত। এই সিরিজে তৃতীয় ম্যাচ খেলার সময় রেকর্ডটি করেন ভারতীয় এই ওপেনার। ম্যাচটিতে শূন্য রান করে আউট হন তিনি।  কাগিসো রাবাদার বলে বোল্ড আউট হয়ে যান রোহিত। আর এর মধ্য দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এই রেকর্ড গড়েন ভারত অধিনায়ক । 

এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সব থেকে বেশিবার শূন্য থেকে নয় রানের মধ্যে আউট হওয়ার রেকর্ড ছিল ও’ব্রায়েনের।  এরপর ছিলো বাংলাদেশের মুশফিকুর রহিম।  এবার তাদেরকে ছাড়িয়ে গেলেন এই ওপেনার। সবথেকে বেশিবার (৪৩) শূন্য থেকে নয় রানের মধ্যে আউট হওয়া ব্যাটসম্যান এখন রোহিত। 

তালিকায় দ্বিতীয় স্থানে আছেন কেভিন ও’ব্রায়েন (৪২)। তৃতীয় স্থানে আছেন মুশফিকুর রহিম (৪০)। চতুর্থ স্থানে আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবি(৩৯)। পঞ্চম স্থানে আছেন পাকিস্তানের শহিদ আফ্রিদি (৩৭)।

এই রেকর্ড নিয়ে এখনো মুখ খোলেননি রোহিত। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে তার নেতৃত্বেই খেলবে টিম ইন্ডিয়া। বিশ্বকাপের আগে ঘরের মাটিতে অস্ট্রেলিয়া এবং দক্ষিন আফ্রিকার সাথে সিরিজ জিতে অনেকটাই ফুরফুরে মেজাজে ভারত। এশিয়া কাপের ব্যর্থতা ঘুচিয়ে এবার বিশ্বকাপ জিততে চায় রোহিত শর্মার দল।

Exit mobile version