BJ Sports – Cricket Prediction, Live Score

রোহিতের প্রশংসায় পঞ্চমুখ নারাইন

Narine praises Rohit fiercely

বিশ্ব ক্রিকেটে আনন্দ্রে রাসেলসুনীল নারাইনরা টি টোয়েন্টির ফেরিওয়ালা। যুগের চাহিদা মিটয়ে বিভিন্ন দেশের টি টোয়েন্টি ফ্যাঞ্চাইজি লিগে খেলেন তারা৷ তবে বিস্ময়কর খবর হচ্ছে  বিশ্বকাপের জন্য  ওয়েস্ট ইন্ডিজ যে দল ঘোষনা করেছেন তাতে জায়গা পাননি এই দুই জন। 

নিজের বিশ্বকাপ দলে সুযোগ না পেলেও কোন প্রতিক্রিয়াই জানাননি তারকা স্পিনার নারাইন। তবে সম্প্রতি এক সাক্ষাতকারে  ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার প্রশংসায় পঞ্চমুখ তিনি। কথা বলেছেন বিরাট কোহলিকে নিয়েও৷ 

নারাইন বলেন, ” রোহিত একজন সর্বগুণসম্পন্ন ক্রিকেটার। ওর দক্ষতা নিয়ে কোনো সংশয় নেই। মন্ত্রমুগ্ধ হয়ে ওর ব্যাটিং দেখতে হয়। ওকে দেখে আমার মনে হয়, রান করুক বা না করুক সবসময় ছন্দে আছে। সবসময় ওর খেলা দেখতে ভালোবাসি। ভারতীয় দলের অধিনায়ক হিসেবেও যথেষ্ট সাফল্য পেয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) রেকর্ড ভালো। ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে এমন একজন অধিনায়ক রোহিত।

ভারত সম্প্রতি দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতেছে৷ দক্ষিন আফ্রিকার বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতেও দাপুটে জয় পেয়েছে৷ তবে এবারের  এশিয়া কাপের ফাইনালে উঠতে পারেনি রোহিত শর্মারা। তবে এই  ক্যারিবিয় তারকার বিশ্বাস, রোহিতের হাত ধরেই সাফল্য পাবে ভারত। নারাইন আরো  বলেন ”  রোহিত এমন একজন অধিনায়ক, যার নেতৃত্বে ভারতের সাফল্য আসবেই। সে সবসময় ঘুরে দাঁড়াতে অভ্যস্ত।

এদিকে বিভিন্ন  সময়ে ভারতের দুই সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি এবং রোহিতের মধ্যে তুলনা করে থাকেন ক্রিকেট ভক্তরা।  তবে সেই তুলনা যৌক্তিক নয় নারাইনের কাছে। প্রসঙ্গে তিনি বলেন, ‘কোহলির সঙ্গে রোহিতের তুলনা অর্থহীন। লোকে অহেতুক আলোচনা করে। কে ভালো কে খারাপ, আমার কাছে অপ্রাসঙ্গিক। দুজনই খুব ভালো। দুজনের খেলার ধরন আলাদা। দুজনই দেশের জন্য নিজেকে উজাড় করে দিয়ে খেলেন।

উল্লেখ্য নারাইনকে বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে দেখা না গেলেও আইপিএলের নিয়মিত মুখ তিনি৷ বলিউড সুপারস্টার শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সে খেলেন তিনি৷ নারাইন ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে সর্বশেষ টেস্ট খেলেছেন ২০১২ সালে বাংলাদেশের বিপক্ষে। অন্যদিকে সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১৩ সালে পাকিস্তানের বিপক্ষে।

Exit mobile version