BJ Sports – Cricket Prediction, Live Score

রাহুল দ্রাবিড়কে সতর্ক করলেন ভারতের সাবেক নির্বাচক

Former India selector warns Rahul Dravid

রাহুল দ্রাবিড়কে সতর্ক করলেন ভারতের সাবেক নির্বাচক

টিম ইন্ডিয়ায় কোচ রবি শাস্ত্রী অধ্যায় শেষ হয়েছে সেই কবে। অনেক স্বপ্ন নিয়েই এরপর টিম ইন্ডিয়ার সাবেক  নির্ভরযোগ্য ক্রিকেটার রাহুল দ্রাবিড় এর হাতে দায়িত্ব দেয়া হয় রোহিত শর্মার দলের। ভারতীয় জাতীয় দলের প্রধান কোচ হওয়ার পর, রাহুল দ্রাবিড়ের প্রথম বড় কোনো আসর ছিল এবারের এশিয়া কাপ। 

সেই আসরেই ব্যর্থ হয়েছে তার দল। রোহিত শর্মা, বিরাট কোহলিরা বাদ পড়েছেন সুপার ফোর থেকেই। ব্যর্থতার পর কোচ দ্রাবিড়ের পারফরম্যান্স নিয়ে চুলচেরা বিশ্লেষণ হচ্ছে।  এশিয়া কাপে ব্যর্থতার কারন খতিয়ে দেখছে টিম ম্যানেজমেন্ট। 

ঠিক এমন সময়ে দ্রাবিড়কে সতর্ক করে ভারতের সাবেক নির্বাচক সাবা করিম গণমাধ্যমে বলেন, ‘দ্রাবিড়ের মধুচন্দ্রিমা শেষ হয়ে গেছে। আমি আশা করি, দ্রাবিড়ও সেটা জানে। এতদিন ও নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু এখনো দল গুছিয়ে উঠতে পারেনি। দ্রাবিড়ের সামনে কঠিন সময়। আশা করি, ও নিজের কাজটি করতে পারবে।’

দ্রাবিড়ের অধীনে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক সিরিজ জিতলেও বেশকিছু টেস্ট হেরেছে ভারত। এ প্রসঙ্গে সাবা বলেন, ‘যদি সুযোগ পেত, দ্রাবিড় চাইতো টেস্ট সিরিজগুলো জিততে। তার জন্য দ্বিপাক্ষিক সিরিজের ফল বদলাতেও সে রাজি থাকতো। কিন্তু এটাই ক্রিকেট। দ্রাবিড়কে এই চ্যালেঞ্জটা গ্রহণ করতে হবে।’

আইসিসি ট্রফি এবং বড় দলগুলোর বিপক্ষে টেস্ট জিততে না পারলে দ্রাবিড়কে সফল বলা যাবে না জানিয়ে সাবা আরো বলেন, ‘দ্রাবিড় জানে, ভারতের হয়ে সফল কোচ হতে গেলে আইসিসি ট্রফি জিততে হবে। তাছাড়া বড় দলগুলোর বিপক্ষে এক বা দুটি ম্যাচ নয়, টেস্ট সিরিজ জিততে হবে। তবেই তাকে সফল কোচ বলা যাবে।’

এদিকে এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়ার পর দ্রাবিড় এর সামনে এখন বড় চ্যালেঞ্জ টি টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে সফলতা পেতে মরিয়া দ্রাবিড়। সেভাবেই প্রস্তুতি নিচ্ছে রোহিত শর্মারা। 

ভারতের এশিয়া কাপের দল থেকে বিশ্বকাপের দলে অনেক বদলও  এসেছে। বুমরাহ, হার্শেল প্যাটেলরা টিমে ফিরেছেন। গণমাধ্যমকে দ্রাবিড় ও জানিয়েছেন ”  টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের সেরা দল নিয়েই ভারত মাঠে নামবে “। কোচ হিসেবে এটাই দ্রাবিড়ের প্রথম বিশ্বকাপ মিশন। দেখা যাক দ্রাবিড় এর ছোয়ায় কতোটা সফলতা পায় ভারত।

Exit mobile version