Skip to main content

রমিজ রাজার প্রতি এবার ক্ষোভ ঝাড়লেন ওয়াহাব রিয়াজ

রমিজ রাজার প্রতি এবার ক্ষোভ ঝাড়লেন ওয়াহাব রিয়াজ

বয়স ত্রিশ পেরোলেই দলে আর সুযোগ দেওয়া হয় না পাকিস্তানি ক্রিকেটারদের। বয়স ত্রিশ পার হলেই সবাইকে আনফিট মনে করা হয় সেখানে। আর বয়স ত্রিশ পার হওয়ার কারণে ওয়াহাব রিয়াজকে সুযোগ দেওয়া হয়নি বলে দাবি করছেন তিনি। বাঁহাতি এই পেসারের মেসেজের রিপ্লাইও দিতেন না পাকিস্তানের  সাবেক বোর্ড চেয়ারম্যান রমিজ রাজা, এমন দাবিও করেছেন  ওয়াহাব রিয়াজ। এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। 

রমিজ রাজার অধীনে তার সদস্যরা খুশি ছিলেন না বলেও দাবি করেছেন পাকিস্তানের এই পেসার । রিয়াজের এমন বিস্ফোরক সাক্ষাৎকারে শোরগোল পরেছে ক্রিকেট পাড়ায়। রিয়াজ বলেন, ” রমিজ রাজাকে সরিয়ে দেওয়ার পর অনেক সমালোচনা হচ্ছে, আমিও একজন বোর্ড সদস্যের সঙ্গে কথা বলেছিলাম। সে জানায়,  রমিজ ভাই চলে যাওয়ায় সে খুশি হয়েছে৷ সুতরাং,একটা ব্যাপার স্পষ্ট তার অধীনে যারা কাজ করেছে কেউ তার, কাজে খুশি ছিলেন না। নতুন যারা বোর্ডের দায়িত্বে এসেছেন তারা কেমন করে সেটা দেখার জন্য সবাই মুখিয়ে আছে “। 

রমিজ রাজাকে সেই সময় চার পাঁচ বার মেসেজও দিয়েছিলেন এই পাক পেসার। তবে তিনি কোনো রিপ্লাই দেননি রিয়াজকে।  এ বিষয়ে রিয়াজ আরো বলেন, ” দল থেকে বাদ পড়ে আমি রমিজ ভাইকে  ৪ – ৫ বার  মেসেজও করেছিলাম। গাইডলাইন চেয়েছিলাম। লিখেছিলাম, আমি তার মেসেজ বা ফোন কলের অপেক্ষা করছি। উনি কখনই রিপ্লাই দেননি। কেন? একজন ক্রিকেটার হিসেবে আমি কি এই সাহায্য পেতে পারিনা?  আমি তো এখনও বর্তমান ক্রিকেটার। আমি এখনও অবসর নিইনি। তিনি কেন রিপ্লাই করেন নাই সেই উত্তর জানা নেই,  তিনি ই ভালো বলতে পারবেন। “

বয়স ৩০ পার হলে পাক দলে সেভাবে আর সুযোগ দেওয়া হয় না ক্রিকেটারদের। এই অভিযোগ এনে ওয়াহাব বলেন, ” বয়স ৩০ পেরোলেই কাউকে পাকিস্তানের হয়ে খেলার জন্য আনফিট মনে করা হয়। অন্যান্য দেশের দিকে তাকান, ৩০ পার হয়ে যাওয়ার পরেও তারা দেশের হয়ে অবদান রাখছে। অথচ পাকিস্তানের অবস্থা ভিন্ন।  তারা বলেন এতে নাকি দলের একতা নষ্ট হবে এবং পারফরম্যান্সে প্রভাব পড়বে। তারা যাদের নির্বাচিত করেছে তাদের মধ্যে কে ভালো পারফরম্যান্স করেছে বলতে পারবেন? “

রিয়াজ ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, ” বর্তমান আমল আর আগের আমলের ক্রিকেটারদের মধ্যে অনেক পার্থক্য আছে। আমার মনে হয় না রমিজ রাজাদের আমলে ওই সব প্লেয়ারদের মতো এতো সুযোগ আর কেউ পেয়েছে । আমরা নিজেদের প্রমাণ করার জন্য খুব কম সুযোগ পেয়েছি।  দুটির বেশি ম্যাচ পাওয়া যায়না, এতে নিজেকে প্রমান করতে না পারলে ছিটকে যেতে হয়। তারপরেও নির্বাচক প্রধান বুক ফুলিয়ে বলেন,  এই দলটা আপনাদের অনেক খুশি উপহার দিয়েছে। “। 

২০২১ সালে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পান রমিজ রাজা। তার সময়ে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে ব্যাপক উন্নতি হলেও তাকে সরিয়ে পাকিস্তানের বর্তমান চেয়ারম্যান করা হয়েছে নাজাম শেঠিকে। এছাড়াও পাকিস্তান ক্রিকেট বোর্ডে আরও বেশ কয়েকটি পরিবর্তন এসেছে। রিয়াজের অভিযোগের প্রেক্ষিতে অবশ্য মুখ খোলেননি রমিজ রাজা।

আরো আজকের ট্রেন্ডিং

আইপিএল ২০২০-এ মুম্বাই ইন্ডিয়ান্সের আধিপত্য: ব্লু এবং গোল্ড ব্যাক-টু-ব্যাক শিরোপা চ্যাম্পিয়ন!

আধিপত্যের একটি দুর্দান্ত প্রদর্শনে, মুম্বাই ইন্ডিয়ান্স ২০২০ মরসুমে শিরোপা জয় করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পাওয়ার হাউস হিসাবে তাদের মর্যাদা পুনঃনিশ্চিত করেছে। অভিজ্ঞ প্রচারক রোহিত শর্মার নেতৃত্বে নীল ও সোনার...

মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএল ২০১৯ বিজয়ী দল: ব্লু অ্যান্ড গোল্ড ব্রিলিয়ান্স আবারও স্টেডিয়ামকে আলোকিত করেছে!

মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএল ২০১৯ বিজয়ী দল: ব্লু অ্যান্ড গোল্ড ব্রিলিয়ান্স আবারও স্টেডিয়ামকে আলোকিত করেছে! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল ) ২০১৯ মরসুমটি হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, ১২ মে, ২০১৯-এ...

আইপিএল ২০১৮-এ চেন্নাই সুপার কিংস গর্জে ফিরেছে: টুর্নামেন্টে হলুদ ঝড় তুলেছে!

আইপিএল ২০১৮-এ চেন্নাই সুপার কিংস গর্জে ফিরেছে: টুর্নামেন্টে হলুদ ঝড় তুলেছে! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল ) ২০১৮ মরসুমে চেন্নাই সুপার কিংস (সিএসকে ) ফ্র্যাঞ্চাইজি দুই বছরের স্থগিতাদেশের পরে বিজয়ী প্রত্যাবর্তনের...

আইপিএল ২০১৭-এ মুম্বাই ইন্ডিয়ান্সের জয়: আবারও নীল ও সোনার রাজত্ব!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০১৭ মরসুম ক্রিকেট ইতিহাসে আরেকটি মুগ্ধকর অধ্যায়ের সাক্ষী হয়েছে কারণ মুম্বাই ইন্ডিয়ান্স তাদের তৃতীয় আইপিএল শিরোপা জিতেছে, বিশ্বের প্রিমিয়ার টি-টোয়েন্টি লিগে তাদের আধিপত্য পুনঃনিশ্চিত করেছে। রোহিত...