BJ Sports – Cricket Prediction, Live Score

যেমন কাটলো বাংলাদেশ ক্রিকেটের ২০২২ সাল

যেমন কাটলো বাংলাদেশ ক্রিকেটের ২০২২ সাল

যেমন - কাটলো বাংলাদেশ ক্রিকেটের ২০২২ সাল

মহাকালের গর্ভে বিলীন হয়ে যাচ্ছে ২০২২ সাল। দুয়ারে নতুন সম্ভাবনার হাতছানি দিয়ে ডাকছে ২০২৩ সাল। হিসেবের খেরোখাতায় কেমন কাটলো টিম বাংলাদেশের পারফরম্যান্স? এবার এক নজরে দেখে নেওয়া যাক কেমন কেটেছে বাংলাদেশ ক্রিকেটের ২০২২ সাল। 

উত্থান – পতন মিলিয়ে কেটেছে বাংলাদেশ ক্রিকেটের ২০২২ সাল। ক্রিকেটের তিন ফরম্যাটের  মধ্যে তুলনামূলক ভালো কেটেছে ওয়ানডে সংস্করনে। দক্ষিন আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাঠে হারানোর পর বছরের শেষ সময়ে ভারতের মতো পরাশক্তিকে সিরিজ হারিয়েছে টাইগাররা। 

২০২২ বছরের শুরুটা ভালোই ছিল টাইগারদের। টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডকে হারিয়ে জয় দিয়েই বছরটা শুরু করেছিল। কিন্তু পরবর্তীতে সিরিজটি ১ – ১ ব্যবধানে ড্র হয়। এরপর টাইগাররা  শুধু হতাশাই উপহার দিয়েছে দর্শকদের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২ – ০ ব্যবধানে, শ্রীলঙ্কার বিপক্ষে ১ – ০ ব্যবধানে এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২ – ০ ব্যবধানে সিরিজ হেরে হতাশ করেছে দর্শকদের। বছরের শুরুর মতো শেষটাও রাঙাতে পারেনি বাংলাদেশ। ভারতের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ জিতলেও টেস্টে হোয়াইটওয়াশ হয়েছে তারা। 

তবে ওয়ানডে ক্রিকেটে ২০২২ সালে নিজেদের জাত চিনিয়েছে টাইগাররা। শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকদের জয়ই উপহার দিয়েছে। আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ২ – ১ ব্যবধানে সিরিজ জিতে দারুণ শুরু করে বাংলাদেশ। এরপর মার্চে দক্ষিণ আফ্রিকার মাটিতে স্বাগতিকদের  হারিয়ে ২ – ১ ব্যবধানে সিরিজ জেতে বাংলাদেশ। জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও তাদের মাঠে ৩ – ০ ব্যবধানে সিরিজ জেতে টাইগাররা। জুলাই – আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ও

তাদের মাঠে ২ – ১ ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। বছরের শেষটাও দারুণভাবে কাটে টাইগারবাহিনীর। ভারতের মতো পরাশক্তিকে নিজেদের মাঠে ২ – ১ ব্যবধানে হারিয়ে  ওয়ানডে সিরিজ জিতে নেয় তারা। 

এদিকে টেস্টের মতো টি- টোয়েন্টি ক্রিকেটেও ভালো কিছু উপহার দিতে পারেনি বাংলাদেশ । বছরের শুরুটা আফগানিস্তানের বিপক্ষে ১ – ১ ব্যবধানে ড্র করে বাংলাদেশ। এরপর জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাটিতে ২ – ০ ব্যবধানে সিরিজ হার। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে ওদের মাটিতে ২ – ১ ব্যবধানে সিরিজ হার। 

আগস্ট সেপ্টেম্বর মাসে দুবাইতে এশিয়া কাপেও হতাশাই উপহার দেয় বাংলাদেশ। আফগানিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষে হেরে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়তে হয় তাদের। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি – টোয়েন্টি বিশ্বকাপেও তেমন কিছুই পায়নি বাংলাদেশ। নেদারল্যান্ডস এবং জিম্বাবুয়ের বিপক্ষে জয় পেলেও ভারত, পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে পয়েন্ট টেবিলে বেশ পিছিয়ে পড়ে তারা। 

উত্থান পতনের মধ্যে ভালো সময় পার করেছেন টাইগার ব্যাটার লিটন দাস। ২০২২ সালে সর্বোচ্চ রান সংগ্রাহক লিটন। তার ব্যাট থেকে এসেছে ১৯২১ রান। ক্রিকেটের তিন ফরম্যাটেই এগিয়ে তিনি। ২০২২ টেস্টে ১০ ম্যাচে ১৮ ইনিংসে তার সংগ্রহ ৮০০ রান। গড় ৪৪, স্ট্রাইক রেট ৪৩। 

ওয়ানডেতেও লিটনের ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ রান। ১৩ ওয়ানডেতে তিনি করেছেন ৫৭৭ রান। গড় ৭৭ এবং স্ট্রাইক রেট ৮৩। টি-টোয়েন্টি ফরম্যাটেও তার ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ রান। ১৯ ম্যাচে ৫৪৪ রান নিয়েছেন তিনি। গড় ২৯ এবং স্ট্রাইক রেট ১৪০। 

এদিকে ২০২২ সালে টাইগারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন মেহেদী হাসান মিরাজ। সব ফরম্যাট মিলিয়ে ২৯ ম্যাচে তিনি নিয়েছেন ৫৯ উইকেট। ২০৬১ টি বল করে দিয়েছেন ১০৩০ রান। প্রতি ৩৩ বল অন্তর নিয়েছেন ১ উইকেট। ২০২৩ সালে ভালো করার ব্যাপারে আশাবাদী টিম বাংলাদেশ।

Exit mobile version