Skip to main content

ক্রিকেট হাইলাইটস, ১৬ আগস্ট: দ্য হান্ড্রেড ২০২২ (ম্যাচ ১৬) – ম্যানচেস্টার অরিজিনালস বনাম ওয়েলশ ফায়ার 

Manchester Originals vs Welsh Fire

ম্যানচেস্টার অরিজিনালস বনাম ওয়েলশ ফায়ার 

ম্যানচেস্টার অরিজিনালস বনাম ওয়েলশ ফায়ার (ম্যাচ ১৬) – হাইলাইটস 

গতকাল, দ্য হান্ড্রেড ২০২২ এর ১৬ তম ম্যাচে ম্যানচেস্টার অরিজিনালস ও ওয়েলশ ফায়ার মুখোমুখি হয়েছিল। যেখানে ম্যানচেস্টার অরিজিনালস প্রথমে ব্যাটিং করতে নেমে একটি ভাল লক্ষ্য ছুড়ে মারেন ওয়েলশ ফায়ারকে কিন্তু ওয়েলশ ফায়ার ১১ বল বাকি থাকতেই গুটিয়ে যায়। ফলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। সেই সাথে পয়েন্ট টেবিলের শেষে অবস্থান করছে তারা এবং পয়েন্ট টেবিলের ৫ম স্থানে অবস্থান করছে ম্যানচেস্টার অরিজিনালস। অন্যদিকে দুর্দান্ত বোলিং করে ম্যাচ সেরার পুরষ্কার জিতে নিল শন অ্যাবট। 

টসে জিতে প্রথমে বোলিং বেছে নেন ওয়েলশ ফায়ার এবং ম্যানচেস্টার অরিজিনালসকে পাঠান ব্যাটিং করতে। প্রথমে ব্যাটিং করতে নেমে খুব ভালই খেলছিলেন জস বাটলার ও সল্ট। তাদের দুইজনের জুটিতেই ম্যানচেস্টার অরিজিনালস ১৪৯ রানের লক্ষ্য দাড় করাতে পেরেছিল। 

কিন্তু ৩৫ তম বলে বোল্ড আউট হয়ে মাঠ ছাড়েন সল্ট। সাজঘরে ফেরার আগে ২২ বলে ৩৮ রান করেছিলেন তিনি। তার ৩৮ রানের ইনিংসে ছিল ২টি চার ও ৪টি ছয়। এর ৮ বল পরেই সাজঘরের উদ্দেশ্যে রওনা দিলেন ওয়েন ম্যাডসেন। ১ চারের সাহায্যে ৭ বলে ১০ রান করেছেন তিনি।

তারপর ৪৬ তম বলে আবারও একটি উইকেট নেন অ্যাডাম জাম্পা, এবার জস বাটলার। ১৭ বল খেলে ২৯ রান করেছিলেন তিনি। ৫টি চার ও মেরেছিলেন তিনি। এর কিছুক্ষন পর গোল্ডেন ডাক মেরে মাঠ ছাড়েন লরি ইভান্স। ৬৬ তম বলে ক্যাচ আউট হন রাসেল। ১ চার ও ১ ছয়ের সাহায্যে তিনি করেছিলেন ১৭ রান।

এরপর নিয়মিত বিরতিতে ক্রমাগত উইকেট পরতেই থাকে। পল ওয়াল্টারঈ(১০ বলে ১৩ রান), ট্রিস্টান স্টাবস(১৪ বলে ১৩ রান), শন অ্যাবট(৪ বলে ১ রান), ম্যাথু পার্কিনসন(২ বলে ১ রান)। এছাড়া টম হার্টলি ১ চারের সাহায্যে ১০ বলে ১৫ রান করে অপরাজিত ছিলেন। শেষ পর্যন্ত ১২ রান এক্সট্রা সহ ৯ উইকেট হারিয়ে ১৪৯ করেছিল ম্যানচেস্টার অরিজিনালস।

ওয়েলশ ফায়ারের পক্ষে ২০ বলে ২৯ রান খরচায় ৪ টি উইকেট নিয়েছেন জেক বল। এছাড়া ২টি করে উইকেট নিয়েছেন অ্যাডাম জাম্পা এবং ডোয়াইন প্রিটোরিয়াস। ২০ বলে ৩১ রান খরছায় ১টি উইকেট নিয়েছেন ম্যাথু ক্রিটচলি। 

জবাব দিতে নেমে তিনজন খেলোয়াড় ছাড়া কেউই ১০ রান অতিক্রম করতে পারে নিই ওয়েলশ ফায়ার এর হয়ে। ফলে নির্ধারিত ১০০ বলের মধ্যে ৮৯ বল খেলেই গুটিয়ে যায় তারা। ম্যানচেস্টার অরিজিনালসের বোলারদের বোলিংয়ের তোপে পরে ১০ উইকেট হারিয়ে ১০২ রান করতে পেরেছিল ওয়েলশ ফায়ার। 

১ চারের সাহায্যে ১১ বলে ১০ রান করে প্রথমেই আউট হন জো ক্লার্ক। এরপর মাঠ ছাড়েন টম ব্যান্টন(৩)। ১২ বলে ৫ রান করেন স্যাম হেইন। ওয়েলশ ফায়ার এর হয়ে ২য় সর্বোচ্চ রান করেন বেন ডাকেট। ৩ চার ও ১ ছয়ের সাহায্যে ১৫ বলে ২৫ রান করেন তিনি। অধিনায়ক জোশ কোব মারেন গোল্ডেন ডাক। ৮ বলে ৭ রান করে মাঠ ছাড়েন ডেভিড মিলার। 

১১ বলে ৭ রান করেন ম্যাথু ক্রিটচলি। ২ রান করে ক্যাচ আউট হন অ্যাডাম জাম্পা। ৮ রান করেন ডেভিড পেইন। ৩ চার ও ২ ছয়ের সাহায্যে ১৪ বলে ২৯ রান করে মাঠ ছাড়েন ডোয়াইন প্রিটোরিয়াস। এক্সট্রা ৫ রান সহ মোট ১০২ রান করতে পারে তারা ফলে ৪৭ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।

ম্যানচেস্টার অরিজিনালসের হয়ে ৩টি উইকেট নেন শন অ্যাবট। ৬ রান খরচায় ২টি উইকেট নেন ট্রিস্টান স্টাবস। এছাড়া ১টি করে উইকেট নেন ম্যাথু পার্কিনসন, টম হার্টলি ও মিচেল স্ট্যানলি।


ম্যানচেস্টার অরিজিনালস বনাম ওয়েলশ ফায়ার এর স্কোরবোর্ড

ম্যানচেস্টার অরিজিনালস – ১৪৯/৯ (১০০)

ওয়েলশ ফায়ার – ১০২/১০ (৮৯)  

ফলাফল – ম্যানচেস্টার অরিজিনালস ৪৭ রানে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – শন অ্যাবট


ম্যানচেস্টার অরিজিনালস বনাম ওয়েলশ ফায়ার 


ম্যানচেস্টার অরিজিনালস বনাম ওয়েলশ ফায়ার ম্যাচের একাদশ

ম্যানচেস্টার অরিজিনালস জস বাটলার (অধিনায়ক), ফিলিপ সল্ট (উইকেটরক্ষক), ট্রিস্টান স্টাবস, আন্দ্রে রাসেল, ওয়েন ম্যাডসেন, লরি ইভান্স, শন অ্যাবট, পল ওয়াল্টার, মিচেল স্ট্যানলি, টম হার্টলি, ম্যাথু পার্কিনসন
ওয়েলশ ফায়ার জোশ কোব (অধিনায়ক), জো ক্লার্ক (উইকেটরক্ষক), স্যাম হেইন, টম ব্যান্টন, ডেভিড মিলার, বেন ডাকেট, ম্যাথু ক্রিটচলি, ডোয়াইন প্রিটোরিয়াস, ডেভিড পেইন, অ্যাডাম জাম্পা, জেক বল

আরো ব্লগ

বিরাট – লোকেশ রাহুলের পার্টনারশিপ এবং কুলদীপের ৫ উইকেট, পাকিস্তানকে হেলায় হারাল ভারত

Virat Kohli & KL Rahul. ( Photo Source: FAROOQ NAEEM/AFP via Getty Images) বিরাট কোহলি ও লোকেশ রাহুলের জোড়া সেঞ্চুরী ইনিংসটাই ভারতের জয়ের ভিতটা মজবুত করে দিয়েছিল। অপেক্ষা ছিল শুধু...

সাদিরা সামারাবিক্রমা এবং দাসুন শানাকার দুর্দান্ত পারফরম্যান্সের হাত ধরে বাংলাদেশকে পরাজিত করল শ্রীলঙ্কা

SL v BAN(Photo source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ২১ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। সুপার ফোরে পরপর দুটি ম্যাচ হেরে যাওয়ায় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলের...

দুর্দান্ত ব্যাটিং এবং বোলিং পারফরম্যান্সের হাত ধরে সুপার ফোরের প্ৰথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয় পেল পাকিস্তান

Pakistan vs Afghanistan. (Photo Source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের প্ৰথম ম্যাচে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশকে ৭ উইকেটে পরাজিত করল বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। বোলিং এবং ব্যাটিং বিভাগের...

রুদ্ধশ্বাস ম্যাচে আফগানিস্তানকে পরাজিত করে সুপার ফোরে পৌঁছে গেল শ্রীলঙ্কা

Sri Lanka vs Afghanistan. (Photo Source: ASIF HASSAN/AFP via Getty Images) এশিয়া কাপ ২০২৩-এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে ২ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। এই ম্যাচটি জিতে নেওয়ার মাধ্যমে সুপার...