BJ Sports – Cricket Prediction, Live Score

ম্যাচ হারার পাশাপাশি শাস্তিও পেল ভারত

Besides losing the match, India also got punishment

Besides losing the match, India also got punishment

ইংল্যান্ডের কাছে এজবাস্টন টেস্টে ভারত হেরেছে তো বটেই, সঙ্গে পেতে হলো শাস্তিও। স্লো ওভাররেটের কারণে ২টি পয়েন্টও কাটা গেছে তাদের। ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে পাকিস্তানের নিচে নেমে গেল ভারত। ৫২.০৮ শতাংশ পয়েন্ট নিয়ে ভারতের বর্তমান অবস্থান চার নম্বরে। অপরদিকে ৫২.৩৮ শতাংশ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছেন পাকিস্তান।

টেবিলে ৭১.৪৩ শতাংশ পয়েন্ট নিয়ে দুই নম্বরে দক্ষিণ আফ্রিকা এবং সর্বোচ্চ ৭৭.৭৮ শতাংশ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। এদিকে এজবাস্টন টেস্টে ভরতীয় একাদশে থাকা সব খেলোয়াড়কে ম্যাচ ফির ৪০ শতাংশ অর্থ জরিমানাও করা হয়েছে। গত বছরের পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের বাকি থাকা সেই এক ম্যাচ খেলতে গিয়েই যত লোকসান হলো ভারতের।

এ নিয়ে স্লো ওভাররেটের কারণে সিরিজটায় দ্বিতীয়বার শাস্তি পেল ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে যা তৃতীয়। এর আগে নটিংহ্যাম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ২ পয়েন্ট হারায় ভারত। এছাড়া গত জানুয়ারিতে সেঞ্চুরিয়ন টেস্টে ১ পয়েন্ট কাটা যায় ভারতের। সবমিলিয়ে শাস্তি হিসেবে ৫ পয়েন্ট হারিয়েছে তারা।

এই ৫ পয়েন্ট হারানোর কড়া মাশুল দিতে হতে পারে ভারতকে। টেস্ট চ্যাম্পিয়নশিপে গতবার বক্সিং ডে টেস্টে ভারতের বিপক্ষে ৪ পয়েন্ট জরিমানা দিয়ে শেষমেশ ফাইনালে যেতে পারেনি অস্ট্রেলিয়া। কোভিড-১৯ এর কারণে সেবার দক্ষিণ আফ্রিকা সফরও বাতিল করেছিল অজিরা। ফলে পয়েন্টে এগিয়ে থেকে ফাইনালে চলে যায় নিউজিল্যান্ড।

এজবাস্টনে ২ ওভার ঘাটতি থাকায় ২ পয়েন্ট হারাতে হয়েছে ভারতকে। আইসিসির নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ২০ শতাংশ ম্যাচ ফি কেটে রাখা হয়। যেহেতু ভারতের ২ ওভার ঘাটতি ছিল, সেহেতু বুমরাহ-কোহলিদের ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে।

Exit mobile version