BJ Sports – Cricket Prediction, Live Score

ম্যাক্সওয়েলের ব্যাটে রান খরা চলছেই

Maxwell's run drought continues

দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২। ১৬ অক্টোবর থেকে এবারের আসরটি শুরু হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার মাটিতে। স্বাগতিকদের জন্য বাড়তি সুবিধা পাওয়ার কথা, তেমনি চ্যালেঞ্জটাও বড়। বর্তমান চ্যাম্পিয়নদের সামনে থাকছে ফের বিশ্বকাপ ঘরে তোলার সুযোগ। কিন্তু তার আগেই চিন্তা বাড়াচ্ছে গ্লেন ম্যাক্সওয়েলের ফর্ম।

অজি দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ম্যাক্সওয়েল। ব্যাট হাতে বিধ্বংসী এই ব্যাটসম্যান যেমন ম্যচ জিতিয়ে আসতে পারেন, তেমনি বল হাতেও গুরুত্বপূর্ণ ব্রেক-থ্রু এনে দিতে পারেন । কিন্তু বিশ্বকাপের আগেই যেন মেঘ জমেছে ম্যাক্সওয়েলের ব্যাটে। সর্বশেষ ৫ ম্যাচের একটিতেও কুঁড়ির ঘরেও যেতে পারেননি তিনি।

শেষ ৫ ম্যাচের হিসাব বলছে ২০২২ সালে ১১ জুন শ্রীলংকার পাল্লেকেলেতে তাদের বিপক্ষে ১৬ রানের ইনিংস খেলেছেন ম্যাক্সওয়েল। এরপর ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও করেছেন সর্বসাকুল্যে ৭ (১, ০, ৬) রান। তবে এই সিরিজের সবগুলো ম্যাচই হয়েছে আবার ভারতের মাটিতে।

এদিকে বর্তমানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ দল। যেখানে প্রথম টি-টোয়েন্টিতে জয় পেয়েছে স্বাগতিকরা। কিন্তু তাতেও হাসেনি ম্যাক্সওয়েলের ব্যাট। ব্যক্তিগত রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেছেন তিনি। আর তাতে, অজি শিবিরে দুশ্চিন্তাও দিনের পর দিন বেড়ে চলেছে।

তবে ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই মনে করেন, ম্যাক্সওয়েলের ফর্মে ফিরতে দরকার একটি বড় ইনিংস। কে না জানে ফর্ম ক্ষনস্থায়ী, জাত চিরস্থায়ী। বিশ্বকাপে তাই ম্যাক্সওয়েল ঝড় উঠলেও অবাক হওয়ার কিছু নেই।

Exit mobile version