BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট খেলতে গিয়ে ভাষা শেখাচ্ছেন মোস্তাফিজ

Mostafizur Rahman

ক্রিকেট খেলতে গিয়ে ভাষা শেখাচ্ছেন মোস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) মেগা নিলাম থেকে মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল দিল্লী ক্যাপিটালস। আইপিএল ক্যারিয়ারে নতুন দলে যোগ দিয়ে মোস্তাফিজ যেমন খুশী, তেমনি আনন্দিত ক্যাপিটালস কর্তৃপক্ষ। যার প্রকাশ ঘটেছে দিল্লী ক্যাপিটালসের সোশ্যাল সাইটে। নানান সময়ে মোস্তাফিজ এবং সতীর্থদের ছবি, ভিডিও প্রকাশ করে দর্শকদের মাতিয়ে রাখছে দলটি।

তবে মোস্তাফিজকে নিয়ে আনন্দিত হলেও কিছুটা সমস্যায় আছে দিল্লীর খেলোয়াড় এবং ম্যানেজমেন্ট। ভাষা নিয়ে বোঝাপড়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে উভয়ের। কারণ, ইংরেহীতে পটু নন মোস্তাফিজ। এছাড়াও খুব কম কথা বলতে পছন্দ করেন, শান্তশিষ্ট স্বভাব। কিন্তু সেই সমস্যা কাটিয়ে উঠতে একটু ভিন্ন পথ বেছে নিয়েছে দিল্লীর খেলোয়াড় এবং ম্যানেজমেন্টরা। মোস্তাফিজের কাছে বাংলা শেখা শুরু করেছেন তারা। আর তাতেই সম্পর্কটা বেশ জমে উঠেছে।

তার প্রমাণ মিলেছে কদিন আগে দিল্লী ক্যাপিটালসের প্রকাশিত একটি ভিডিওতে। যেখানে দেখা যায়, বাংলায় কথা বলছেন দিল্লীর অস্ট্রেলিয়ান তারকা ডেভিড ওয়ার্নার। তিনি বলছেন, ‘কেমন আছো? আমি তোমাকে ভালোবাসি। গুড টু সি ইউ।’ ওয়ার্নারের কন্ঠে এমন কথা কাকে উদ্দেশ্য করে বলেছেন, সাধারন ক্রিকেটপ্রেমীরা নিশ্চয় বুঝে ফেলার কথা। উদ্দেশ্য আর কেউ নয়, বাংলাদেশী মোস্তাফিজ।

যখন প্রথমবারের মতো সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএল খেলতে গিয়েছিলেন মোস্তাফিজ, দলের অধিনায়ক ছিলেন ডেভিড ওয়ার্নার।

ওয়ার্নার অবশ্য বাংলা শেখার পাঠটা নিয়েছিলেন ২০১৬ সালে। যখন প্রথমবারের মতো সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএল খেলতে গিয়েছিলেন মোস্তাফিজ। যে দলের অধিনায়ক ছিলেন ডেভিড ওয়ার্নার। সেবার একেবারেই ইংরেজী না জানা মোস্তাফিজের সঙ্গে কথা বলতে বাংলা শিখে ফেলেছিলেন ওয়ার্নার এবং দলটির প্রধান কোচ টম মুডি। তখন দলকে চ্যাম্পিয়ন করানোর পাশাপাশি সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন মোস্তাফিজুর রহমান।

পরবর্তী দুই আসরে মুম্বাই ইন্ডিয়ান্স এবং রাজস্থান রয়েলসের হয়ে খেলেছিলেন মোস্তাফিজ। যেখানে যোগাযোগের সুবিধার্তে মোস্তাফিজের জন্য অনুবাদক নিয়োগ দিয়েছিল মুম্বাই। তবে রাজস্থানে দেখা গেছে বাংলা চর্চায়। মোস্তাফিজকে নিয়ে বাংলায় পোস্ট করতে দেখা গেছে রাজস্থান কর্তৃপক্ষকে। বরাবরের মতো এবারও দিল্লীর হয়ে খেলতে গিয়ে বাংলা চর্চা করছেন ফিজ।

এদিকে সতীর্থ ডেভিড ওয়ার্নারের ঐ ভিডিও বার্তার ভালোবাসার উত্তরে সোশ্যাল মিডিয়ায় নিজের অনুভূতি প্রকাশ করেছে মোস্তাফিজ। সোশ্যাল মিডিয়ায় বাংলায় পোস্ট করে মোস্তাফিজ লিখেছেন, ‘আমিও তোমাকে ভালোবাসি ডেভিড ওয়ার্নার’।

Exit mobile version