BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ১৬ ডিসেম্বর: বিবিএল ২০২২/২৩ (ম্যাচ ৪) – মেলবোর্ন স্টারস বনাম হোবার্ট হারিকেনস

মেলবোর্ন স্টারস বনাম হোবার্ট হারিকেনস

মেলবোর্ন স্টারস বনাম হোবার্ট হারিকেনস (ম্যাচ ৪) – হাইলাইটস 

গতকাল (শুক্রবার) হওয়া বিবিএল ২০২২/২৩ এর ৪র্থ ম্যাচে মুখোমুখি হয়েছিল মেলবোর্ন স্টারস ও হোবার্ট হারিকেনস। ঐ ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে বিশাল এক লক্ষ্য দাড় করায় মেলবোর্ন স্টারস। কিন্তু ২য় ইনিংসে ব্যাটিং এ নেমে নির্ধারিত ২০ ওভার শেষ হয়ে যাওয়ায় লক্ষ্যে পৌছাতে পারেন নেই হোবার্ট হারিকেনস। সেই সাথে এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের ৩য় স্থানে আছে মেলবোর্ন স্টারস এবং ম্যাচ হেরে ৭ম স্থানে আছে হোবার্ট হারিকেনস। এছাড়া দুর্দান্ত ব্যাটিং এর সুবাদে মেলবোর্ন স্টারস -এর হয়ে ম্যান অফ দ্যা ম্যাচের খেতাব জিতে নেন জো ক্লার্ক।

টসে জিতে প্রথমে বোলিং বেছে নেন হোবার্ট হারিকেনস ও মেলবোর্ন স্টারসকে পাঠান ব্যাটিং করতে। প্রথমে ব্যাটিং করতে নেমে বেশ ভালই শুরু করেছিলেন দুই ওপেনার জো ক্লার্ক ও টমাস রজার্স। কিন্তু দলীয় ৫৪ রানের মাথায় শাদাব খানের করা বলে ভাঙ্গে এই জুটি। ক্যাচ আউট হয়ে মাঠ ছেড়েছিলেন ওপেনার টমাস রজার্স, ২ চার ও ১ ছয়ের সাহায্যে করেছিলেন ১৩ বলে ২০ রান। এরপর জো ক্লার্ক কে সঙ্গ দিতে মাঠে নামেন বিউ ওয়েবস্টার। ১২ তম ওভারে ক্যাচ আউট হয়ে তিনিও সাজঘরে ফেরেন। আউট হওয়ার আগে করেছিলেন ২২ বলে ২৪ রান, সাথে মেরেছিলেন ২টি চার ও ১টি ছয়। এরপর একপাশে জো ক্লার্ক মাঠে থাকলেও অপরপাশে পরতে থাকে নিয়মিত উইকেট। মার্কাস স্টয়নিস মারেন গোল্ডেন ডাক। ১৯ তম ওভারে হিলটন কার্টরাইট মাঠ থেকে বিদায় নেন। ১৩ বলে করেছিলেন ১৭ রান। ৪ বলে ৪ রান করেছিলেন নিক লারকিন। 

শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তাদের হয়ে সর্বোচ্চ রান করা জো ক্লার্ক। ৬৬ বলে খেলেছিলেন ১০১ রানের ইনিংস। তার এই ১০১ রানের ইনিংসটি সাজানো ছিল ৯ টি চার ও ৪ টি ছয় দিয়ে। শেষে ১৭ রান এক্সট্রা সহ ৫ উইকেট হারিয়ে ১৮৩ রান করেন মেলবোর্ন স্টারসরা। 

হোবার্ট হারিকেনসের পক্ষে ৪ ওভারে ৩৮ রান দিয়ে ২টি উইকেট নেন রাইলি মেরেডিথ। এছাড়া ১টি করে উইকেট নেন প্যাট্রিক ডুলি ও শাদাব খান। 

লক্ষ্য ছিল ১৮৪ রানের, জবাবে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৫ রানে থামে হোবার্ট হারিকেনসের ইনিংস। ব্যাটিং করতে নেমে দলীয় ২৫ রানের মাথায় পড়ে তাদের ১ম উইকেট। ৪র্থ ওভারের ১ম বলে ক্যাচ আউট হয়ে মাঠ ছাড়েন বেন ম্যাকডারমট। করেছিলেন ১১ বলে ১৭ রান। ১৫ বলে ১৫ রান করে মাঠ থেকে বিদায় নেন ডি আর্সি শর্ট। শাদাব খান করেন ৭ রান। ১ চার ও ১ ছয়ের সাহায্যে ৩৫ বলে ৩৫ রান করেছিলেন অধিনায়ক ম্যাথিউ ওয়েড। ৪ রান করে সাজঘরে ফেরেন আসিফ আলী। ৩ চারের সাহায্যে ১১ বলে ১৬ রান করেন জেমস নিশাম। ১৭ বলে ২৪ রান করেন টিম ডেভিড সাথে মেরেছিলেন ২টি চার ও ১টি ছয়। গোল্ডেন ডাক মারেন নাথান এলিস। ৬ বল খেলে ৫ রান করেন জোয়েল প্যারিস। এছাড়া ৫ রানে অপরাজিত থাকেন প্যাট্রিক ডুলি এবং ৭ রানে অপরাজিত ছিলেন রাইলি মেরেডিথ। শেষে ১০ রান এক্সট্রা সহ লক্ষ্যে পৌছাতে পারেন নেই তারা। 

মেলবোর্ন স্টারসের হয়ে ৩ টি করে উইকেট নেন লুক উড ও অ্যাডাম জাম্পা। ২টি উইকেট নেন নাথান কুল্টার-নাইল। এছাড়া ১টি উইকেট নেন ট্রেন্ট বোল্ট।


মেলবোর্ন স্টারস বনাম হোবার্ট হারিকেনস এর স্কোরবোর্ড

মেলবোর্ন স্টারস – ১৮৩/৫ (২০.০)

হোবার্ট হারিকেনস – ১৪৫/৯ (২০.০)

ফলাফল – মেলবোর্ন স্টারস ৩৮ রানে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – জো ক্লার্ক



মেলবোর্ন স্টারস বনাম হোবার্ট হারিকেনস ম্যাচের একাদশ

মেলবোর্ন স্টারস অ্যাডাম জাম্পা (অধিনায়ক) জো ক্লার্ক (উইকেটরক্ষক), নিক লারকিন, টমাস রজার্স, বিউ ওয়েবস্টার, মার্কাস স্টয়নিস, ক্যাম্পবেল কেলাওয়ে, হিলটন কার্টরাইট, নাথান কুল্টার-নাইল, লুক উড, ট্রেন্ট বোল্ট
হোবার্ট হারিকেনস ম্যাথিউ ওয়েড (অধিনায়ক এবং উইকেটরক্ষক), বেন ম্যাকডারমট, ডি আর্সি শর্ট, টিম ডেভিড, শাদাব খান, জেমস নিশাম, আসিফ আলী, নাথান এলিস, জোয়েল প্যারিস, রাইলি মেরেডিথ, প্যাট্রিক ডুলি
Exit mobile version