BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ২১ ডিসেম্বর: বিবিএল ২০২২/২৩ (ম্যাচ ১০) – মেলবোর্ন রেনেগেডস বনাম ব্রিসবেন হিট

ক্রিকেট হাইলাইটস, ২১ ডিসেম্বর: বিবিএল ২০২২/২৩ (ম্যাচ ১০) – মেলবোর্ন রেনেগেডস বনাম ব্রিসবেন হিট

মেলবোর্ন রেনেগেডস বনাম ব্রিসবেন হিট (ম্যাচ ১০) – হাইলাইটস

গতকাল (বুধবার) হওয়া বিবিএল ২০২২/২৩ এর ১০ম ম্যাচে মুখোমুখি হয়েছিল মেলবোর্ন রেনেগেডস ও ব্রিসবেন হিট। ঐ ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে কোনোরকম এক লক্ষ্য দাড় করায় ব্রিসবেন হিট। কিন্তু ২য় ইনিংসে ব্যাটিং এ নেমে নির্ধারিত ২০ ওভার শেষ হওয়ার আগেই লক্ষ্যে পৌঁছে যায় মেলবোর্ন রেনেগেডস। সেই সাথে এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের ২য় স্থানে আছে মেলবোর্ন রেনেগেডস এবং ম্যাচ হেরে ৭ম স্থানে আছে ব্রিসবেন হিট। এছাড়া দুর্দান্ত ব্যাটিং এবং সময়োপোযোগী বোলিং এর সুবাদে মেলবোর্ন রেনেগেডস -এর হয়ে ম্যান অফ দ্যা ম্যাচের খেতাব জিতে নেন আন্দ্রে রাসেল।

টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নেন ব্রিসবেন হিট এবং মেলবোর্ন রেনেগেডসকে আমন্ত্রন জানায় বোলিং এর জন্য। প্রথমে ব্যাটিং করতে নেমে মেলবোর্ন রেনেগেডস-এর বোলিং আক্রমনের সামনে টিকতেই পারে নেই ব্রিসবেন হিট। ২য় ওভারের শেষ বলে হারায় তারা ১ম উইকেট। ৬ বলে ৮ রান করে সাজঘরে ফেরেন তাদের ওপেনার কলিন মুনরো। এর ৩ বল পরেই ক্যাচ আউট হয়ে মাঠ ছাড়েন ৮ বলে ৫ রান করা ম্যাক্স ব্রায়ান্ট। এরপর ম্যাট রেনশ ও স্যাম বিলিংস মিলে খেলার হাল ধরেন। কিন্তু দলীয় ৭৫ রানের মাথায় টম রজার্সের বলে ক্যাচ আউট হয়ে সাজঘরের উদ্দ্যেশে রউনা দেন স্যাম বিলিংস, তিনি করেছিলেন ১৯ বলে ২৫ রান। স্যাম বিলিংস মাঠ ছাড়ার পর মাত্র ৫টি বল খেলেতে পারে ম্যাট রেনশ। তিনি হন বোল্ড আউট। মাঠ ছাড়ার আগে করেছিলেন ২৯ বলে ২৯ রান। এরপর ১ পাশে বেশ সতর্কতার সাথে খেলতে থাকলেন তাদের অধিনায়ক জিমি পিয়ারসন। কিন্তু অপরপাশে পরতে থাকে নিয়মিত বিরতিতে উইকেট। ১২ বলে ৮ রান করেন রস হোয়াইটলি, ৫ বলে ৩ রান করেন মাইকেল নেসার, গোল্ডেন ডাক মারেন জেমস বাজলে, এবং ৮ বলে ৪ রান করেন মার্ক স্টেকিটি। এছাড়া শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তাদের অধিনায়ক জিমি পিয়ারসন। ৬ চারের সাহায্যে ৩০ বলে করেছিলেন ৪৫ রান। ১ রানে অপরাজিত ছিলেন মিচেল সুইপসন। শেষে ৯ রান এক্সট্রা সহ ৮ উইকেট হারিয়ে ব্রিসবেন হিটরা করে ছিলেন ১৩৭ রান। 

মেলবোর্ন রেনেগেডসের হয়ে ৪ ওভারে ২৩ রান খরচায় ৪টি উইকেট নিয়েছেন টম রজার্স। ৪ ওভারে ২৬ রান দিয়ে ৩টি উইকেট দিয়েছেন আকিল হোসেইন। এছাড়া ১টি উইকেট নিয়েছেন মুজিব উর রহমান।

১৩৮ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ৬ উইকেট হারিয়ে ৪ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় মেলবোর্ন রেনেগেডস। ২য় ইনিংসে ব্যাটিং করতে নেমে তাদের অবস্থা ছিল আরও গুরুতর দলীয় ৯ রানের মাথায় পরে ৪ উইকেট। গোল্ডেন ডাক মারেন স্যাম হার্পার, ৫ বলে ৬ রান করেন জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক, ৪ বলে ২ রান করেন অধিনায়ক নিক ম্যাডিনসন, এবং আবারও গোল্ডেন ডাক মারেন জনাথন ওয়েলস। এরপর অ্যারন ফিঞ্চ, আন্দ্রে রাসেল ও আকিল হোসেইন এর সুবাদে লক্ষ্যে পৌছাতে পারে তারা। তাদের হয়ে সবথেকে বেশি রান করেছেন আন্দ্রে রাসেল। ২ চার ও ৬ ছয়ের সাহায্যে ৪২ বলে ৫৭ রান করেছিলেন তিনি। আকিল হোসেইন করেছিলেন ২ চার ও ২ ছয়ের সাহায্যে ১৯ বলে ৩০ রান। ৪৩ বল খেলে ৩১ রানে অপরাজিত ছিলেন অ্যারন ফিঞ্চ। এছাড়া ৬ রানে অপরাজিত থাকেন উইল সাদারল্যান্ড। শেষে ৬ উইকেট হারিয়ে এবং ৭ রান এক্সট্রা সহ জয় নিয়ে মাঠ ছাড়েন তারা। 

ব্রিসবেন হিটসের হয়ে ৪ ওভারে ৩২ রান খরচায় ৪ টি উইকেট নিয়েছেন মাইকেল নেসার। এছাড়া ২তি উইকেট শিকার করেন মার্ক স্টেকিটি। 


মেলবোর্ন রেনেগেডস বনাম ব্রিসবেন হিট এর স্কোরবোর্ড

মেলবোর্ন রেনেগেডস – ১৩৯/৬ (১৯.২)

ব্রিসবেন হিট – ১৩৭/৮ (২০.০)

ফলাফল – মেলবোর্ন রেনেগেডস ৪ উইকেটে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – আন্দ্রে রাসেল




মেলবোর্ন রেনেগেডস বনাম ব্রিসবেন হিট ম্যাচের একাদশ

মেলবোর্ন রেনেগেডস নিক ম্যাডিনসন (অধিনায়ক), স্যাম হার্পার (উইকেটরক্ষক), অ্যারন ফিঞ্চ, জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক, আন্দ্রে রাসেল, জোনাথন ওয়েলস, উইল সাদারল্যান্ড, আকিল হোসেইন, টম রজার্স, মুজিব উর রহমান, কেন রিচার্ডসন
ব্রিসবেন হিট জিমি পিয়ারসন (অধিনায়ক এবং উইকেটরক্ষক), কলিন মুনরো, ম্যাক্স ব্রায়ান্ট, স্যাম বিলিংস, ম্যাট রেনশ, মাইকেল নেসার, রস হোয়াইটলি, মার্ক স্টেকিটি, জেমস বাজলে, মিচেল সুইপসন, ম্যাথু কুহনিম্যান
Exit mobile version