BJ Sports – Cricket Prediction, Live Score

মিসবাহ – ওয়াকারকে নিয়ে রমিজ রাজার বিস্ফোরক মন্তব্যে পাকিস্তান ক্রিকেটে তোলপাড়

মিসবাহ - ওয়াকারকে নিয়ে রমিজ রাজার বিস্ফোরক মন্তব্যে পাকিস্তান ক্রিকেটে তোলপাড়

Ramiz Raja's explosive comments about Misbah-Waqar caused an uproar in Pakistan cricket

কিছুদিন আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে রমিজ রাজাকে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানেরর কাছ থেকে দায়িত্ব হাতে পেয়েছিলেন তিনি। তবে সরকার পরিবর্তন হওয়ার পর এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডেও এসেছে নানা পরিবর্তন। সেই সূত্রে নাজাম শেঠি এখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান। তবে পদ হারানোর পর একের পর এক বিস্ফোরক মন্তব্য করে যাচ্ছেন রমিজ। এবার  দলের প্রাক্তন কোচ মিসবাহ – ওয়াকারের দায়িত্ব থেকে সরে দাঁড়ানো নিয়ে মুখ খুললেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের এই সাবেক চেয়ারম্যান । 

২০২১ সালে বিশ্বকাপের আগে হঠাৎ করেই পদত্যাগ করেন পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ মিসবাহ উল হক এবং বোলিং কোচ ওয়াকার ইউনিস। পরবর্তীতে তারা জানান, তৎকালীন সময়ের বোর্ড চেয়ারম্যান রমিজ রাজা চাননি মিসবাহ উল হক এবং ওয়াকার ইউনিস দায়িত্বে থাকেন। যে কারণে বিশ্বকাপের আগেই তারা পদত্যাগ করেছিলেন। তবে তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার অধিকার রমিজ রাজার ছিল বলে দাবি করলেন তিনি।

এক সাক্ষাৎকারে রমিজ রাজা বলেন, ” ওয়াকার – মিসবাহ যেভাবে দলে কাজ করেছে ওদের উপর অনেকেই নাখোশ ছিলো। তবু তারা কাজ চালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে। বোর্ড থেকে ওরা পুরো দুই বছরের বেতন পেয়েছিল। তাদের পূর্ণ সম্মানই দেওয়া হয়েছিল। তবে চেয়ারম্যান হিসেবে তাদের পারফরম্যান্স দেখা  আমার দায়িত্বের মধ্যে পড়ে। ওদের সরিয়ে দেওয়ার অধিকার আমার ছিল। “

রমিজ রাজা সাকলায়েন মুশতাকের উদাহরণ এনে বলেন, ” এখনো তো নাজাম শেঠির বোর্ড সাকলায়েন মুশতাককে সরিয়ে দিয়ে মিকি আর্থারকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়ার কথা বলছে। ব্যাপারটা নিয়ে অনেক দিন থেকেই আলোচনা হচ্ছে। আমি কোচদের সঙ্গে এমনভাবে চুক্তি করেছি, যাতে কাউকে তিন বছরের দায়িত্ব দিয়ে বোর্ড বিদায় না দেয়। “

রমিজ রাজা  আরও বলেন, ”  মিসবাহ – ওয়াকার যখন দায়িত্বে ছিলো, তখন পাকিস্তান ক্রিকেটে বাৎসরিক চুক্তি ছিল। তাদের চুক্তি আর বাড়েনি তাই এমনিতেই জানুয়ারি – ফেব্রুয়ারির দিকে  দুই জনেই চলে যেত। দলের ভালোর জন্য আমরা নতুন ম্যানেজমেন্ট আনলাম। কাজটা আমাদের জন্য মোটেও সহজ ছিল না। আমি ওয়াকারের সঙ্গে খেলেছি। ওর সঙ্গে পুরো ব্যাপারটা নিয়ে কথা বললাম। আমার পরিকল্পনা  ওকে জানিয়েছিলাম।  মিসবাহর সঙ্গে আমি কথা না বললেও সিইও ওর সঙ্গে কথা বলেছিলেন। “

তবে বিশ্বকাপের আগে কোচ বদল দৃষ্টিকটু ছিল বলেও স্বীকার করেন রমিজ রাজা। তিনি বলেন, ” বিশ্বকাপ একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আলাদা প্রস্তুতির ব্যাপার থাকে। তবে এটা ঠিক যে, বিশ্বকাপ শুরুর  আগে কোচ বদলে ফেলাটা ভালো দেখায় না। কিন্ত কিছু কারনে সেটা করতে হয়েছিলো।  তবে আমার একটা ভাবনা ছিল। যে কারণে ওদের নিয়ে শুধু নির্দিষ্ট একটা পর্যায় পর্যন্ত যাওয়া যেত। আমি যখন ধারাভাষ্য দিতাম, তখনই বুঝেছিলাম একটা পরিবর্তন দরকার। পাকিস্তান ক্রিকেটের ভালোর জন্যই পরিবর্তনটা এনেছিলাম “।

উল্লেখ্য, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুসের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিয়েংর অভিযোগ উঠেছিল। আকরামকেও সরিয়ে দেওয়া হয়েছিল দল থেকে, এমনকি অধিনায়কত্বও বাতিল করা হয়েছিল। রমিজ রাজার হাতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকলে তিনি তাদের আজীবন নিষিদ্ধ করতেন বলেও মন্তব্য করেন সদ্য সাবেক এই চেয়ারম্যান। এদিকে রমিজ রাজার এমন মন্তব্যে পাকিস্তান ক্রিকেটে বিতর্ক বাড়ছেই। যদিও এই প্রসঙ্গে মুখ খোলেননি মিসিবাহ কিংবা ওয়াকার।

Exit mobile version