BJ Sports – Cricket Prediction, Live Score

মিরাজ – মুস্তাফিজের খেলা উপভোগ করেছি : লিটন দাস 

Enjoyed the Miraj-Mustafiz match: Liton Das

বাংলাদেশ সফরে এসে নিজেদের প্রথম ওয়ানডেতে টাইগারদের কাছে ধরাশায়ী হয়ছে শক্তিশালী  ভারত। ভারতের দেয়া ১৮৭ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে বাংলাদেশও দ্রুত উইকেট হারিয়ে ফেলে। বাংলাদেশের ১৩৬ রানেই  ৯ উইকেট পড়ে গেলে  জয়ের গন্ধ পেতে থাকে টিম ইন্ডিয়া। তবে এবার আর তীরে এসে তরী ডোবায়নি বাংলাদেশ৷

শেষ পর্যন্ত মেহেদী হাসান মিরাজ এবং মোস্তাফিজুর রহমানের অবিশ্বাস্য ব্যাটিংয়ে ৪১ বলে ৫১ রানের জুটি গড়ে ১৮৬ রান টপকে যায় টাইগাররা । প্রথম ওয়ানডেতেই জয়ের স্বাদ পায় বাংলাদেশ । আর এই জয়ে দারুন খুশি অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া লিটন দাস। 

ম্যাচ শেষে কথা বলেন টাইগার অধিনায়ক লিটন। তিনি বলেন, যখন তিনি ড্রেসিং রুমে বসে ছিলেন,  সত্যিই খুব নার্ভাস ছিলেন। কিন্তু মেহেদী এবং মোস্তাফিজের ব্যাটিংয়ে স্বস্তি ফিরে পান তিনি। মিরাজ – মোস্তাফিজ যেভাবে ব্যাটিং করেছে, তাদের খেলা লিটন  উপভোগ করেছেন বলেও জানান সংবাদমাধ্যমকে।

ব্যাটিংয়ে লিটন ৪১ রান এবং সাকিব ২৯ রান করে সাজঘরে ফেরেন। কিন্তু লিটন ভেবেছিলেন তারা সহজেই জিতে যাবেন। কিন্তু দ্রুত উইকেট পতনে পরিস্থিতি প্রতিকূলে চলে যায় তাদের। লিটন বলেন, তিনি এবং সাকিব যখন উইকেটে ছিলেন তখন ভেবেছিলেন সহজেই জিতে যাবে। কিন্তু তারা আউট হওয়ার পর ব্যাপারটা কঠিন হয়ে যায়। 

তবে বাকিদের ওপর বিশ্বাস ছিল বলেও জানান লিটন। আর ভারতের বিপক্ষে এই জয়ের অনুভূতি প্রকাশের ভাষা লিটনের জানা নেই জানিয়ে তিনি বলেন, এটা তাদের অবিশ্বাস্য এক জয়। আর জয়ের নায়ক মিরাজ যেভাবে খেলেছে তাতে মিরাজ প্রশংসার দাবীদার বলেও মন্তব্য করেন টিম বাংলাদেশের অধিনায়ক। 

এদিকে  নিজেদের প্রথম ম্যাচে হারের পর ভারতের গণমাধ্যমে সমালোচনার শিকার হচ্ছেন রোহিতরা। বিশ্বকাপ ব্যর্থতার পর এই সিরিজ দিয়েই দলে ফেরেন রোহিত কোহলিরা।কিন্ত প্রথম ওয়ানডেতে পরাজয়ের পর তাদের ঘিরে সমালোচনা চলছেই। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাড়াতে প্রস্তুত টিম ইন্ডিয়া। সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ৭ ডিসেম্বর।

Exit mobile version