BJ Sports – Cricket Prediction, Live Score

মাশরাফিকে নিয়ে কি ভাবছেন নির্বাচকরা?

মাশরাফিকে নিয়ে কি ভাবছেন নির্বাচকরা?

What do the selectors think about Mashrafe?

দীর্ঘ বছর আগে টিটোয়েন্টি থেকে বিদায় নেয় বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এরপর একদিনের ক্রিকেটের অধিনায়কত্ব ছেড়ে দেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় না নিলেও পরবর্তীতে জাতীয় দলে সেভাবে আর সুযোগ পাননি তিনি। এবার সম্মানের সঙ্গে আনুষ্ঠানিকভাবেই এই ক্রিকেটারকে বিদায় দেওয়ার কথা ভাবছে নির্বাচকরা। বোর্ডের সম্মতি পেলে মাশরাফিসহ আরও কয়েকজন ক্রিকেটারকে জাতীয় দল থেকে অবসরের সুযোগ দিতে রাজি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 

এবার বিষয় নিয়ে নির্বাচক আব্দুর রাজ্জাক আভাস দেন বোর্ড থেকে সম্মতি পেলে আনুষ্ঠানিকভাবে মাশরাফিসহ আরও কয়েকজনকে অবসরের সুযোগ দেওয়া হবে। রাজ্জাক বলেন, ” দেশের হয়ে ক্রিকেটাররা অবদান রাখছে, তাই ক্যারিয়ারের শেষ বেলায় তাদের সম্মান প্রাপ্য। যদিও এটা সম্পূর্ণ বোর্ডের সিদ্ধান্ত।  যদি বোর্ড মাশরাফির মত ক্রিকেটারদের আনুষ্ঠানিক ভাবে বিদায় দেওয়ার সিদ্ধান্ত নেয় আমাদের কোনো আপত্তি নেই খেলোয়াড়রা মাঠ থেকে  বিদায় নেওয়ার সুযোগ পেলে বিষয়টি দেখতেও দারুন। অবশ্য  এটা পুরোপুরি বোর্ডের উপর নির্ভর করছে ” 

রাজ্জাক আরও বলেন, ” যারা এখনো অবসর নেয়নি তাদের ব্যাপারে বোর্ড কোন  সিদ্ধান্ত নিলে আমরা সেটা সম্মান জানাবো। শুধু মাশরাফির ক্ষেত্রে নয়, সবার বেলায় আমরা একেই সিদ্ধান্ত নেব। আন্তর্জাতিক ক্রিকেটে যারা অনেক দিন ধরে খেলেছে, তারা দেশের প্রতিনিধিত্ব  করছে, দেশের জন্য সম্মান বয়ে এনেছে। তাই তাদের মাঠ থেকে বিদায় দেওয়াটা একটা সম্মানের। প্রত্যেক ক্রিকেটারের বেলায় এমন হলেই ভালো। সবাই মাঠ থেকে বিদায় নেওয়ার সুযোগ পেলে খেলোয়াড়দেরও একটা স্মৃতি থাকবে। ক্রিকেটারদের সম্মান দেয়া হলো। এতে দেশের ক্রিকেট সংস্কৃতিরও দারুন চর্চা হলো।

মাশরাফির পারফরম্যান্সে খুশি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। মাশরাফিকে তিনি কিংবদন্তি ক্রিকেটার উল্লেখ করে এক সাক্ষাৎকারে  বলেন, ”  এই বয়সে এসেও মাশরাফি দারুন খেলছে। লিজেন্ড ক্রিকেটার তো সবসময় লিজেন্ডের মতোই চলে। মাশরাফি দেশের ক্রিকেটে যা দিয়েছে তাতে সে কিংবদন্তি ক্রিকেটার।  তরুণদের কাছে সে আদর্শ। কিভাবে এই বয়সে পারফর্ম করতে হয়, নিজের ফিটনেস ধরে রাখতে হয় এই বিপিএলে তা দেখিয়ে দিচ্ছে। তার থেকে অনেক কিছুই শেখার আছে। তরুণদের জন্য তাই মাশরাফি  প্রেরণাদায়ক এক নাম।

উল্লেখ্য, মাশরাফি মাঠের বাইরে ছিলেন দীর্ঘ মাস। কিন্তু দীর্ঘদিন বল হাতে না পাওয়ার পরেও বিপিএলে চমক দেখাচ্ছেন সিলেট স্ট্রাইকার্সের এই অধিনায়ক।  তার নেতৃত্বে মাঝারি মানের সিলেট স্ট্রাইকার্স দুর্দান্ত দলে পরিণত হয়েছে। মাশরাফির পারফরম্যান্স দেখে ভক্তসমর্থকদের আফসোস! এখনো যদি জাতীয় দলে  থাকতেন তিনি! সেই সাথে  অনেকের চাওয়া এবার অন্তত আনুষ্ঠানিকভাবে তাকে মাঠ থেকে বিদায় নেওয়ার সুযোগ করে দেওয়া হোক। বিদায়ের বিষয়টি অবশ্য অনেকটাই নির্ভর করছে মাশরাফির উপর।

Exit mobile version