BJ Sports – Cricket Prediction, Live Score

মালদ্বীপের প্রধান কোচ হলেন ফাতেমা তুজ জোহরা

Fatema Tuz Zohra becomes the head coach of Maldives

খুব বেশিদিন হয়নি আন্তর্জাতিক ক্রিকেটে পা দিয়েছে মালদ্বীপের মেয়েরা। এখন পর্যন্ত তিনটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলেছে মালদ্বীপ নারী ক্রিকেট দল।তিনটি ম্যাচের একটিও জিততে পারেনি তারা । তবে নতুন খবর হলো মালদ্বীপ জাতীয় নারী ক্রিকেট দল তাদের প্রধান কোচ নিয়োগ দিয়েছে। 

আর তিনি হচ্ছেন বাংলাদেশের জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার ফাতেমা তুজ জোহরা।বাংলাদেশের জন্য এক প্রকার সুসংবাদই বয়ে আনলেন সাবেক এই নারী ক্রিকেটার। ফাতেমাকে প্রধান কোচ হিসেবে নিয়োগ করার সত্যতা নিশ্চিত করেছে মালদ্বীপ ক্রিকেট বোর্ড।

মালদ্বীপের সোশ্যাল মিডিয়া পেজ ক্রিকেট বোর্ড অব মালদিভসে তিনটি ছবি পোষ্ট করেছেন তারা। যেখানে একটি ছবিতে মালদ্বীপের ক্রীড়ামন্ত্রী আহমেদ মাহলুফের সঙ্গে দেখা গিয়েছে ফাতেমাকে। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে দু’জনে চুক্তিপত্রে সই করছেন। 

ছবিগুলোর ক্যাপশনের ছিল, “আমাদের নারী ক্রিকেট দলের নতুন কোচ মিসেস ফাতেমা তুজ জোহরাকে স্বাগতম।” 

বিকেএসপির নারী ক্রিকেট দলের কোচ ছিলেন ফাতেমা।২০১৫ সালে নারীদের প্রথম বিভাগ ক্রিকেটে আম্পায়ার হিসেবে অভিষেক হয় তার। মালদ্বীপ দলের কোচ হয়ে এবার ক্যারিয়ারের আন্তর্জাতিক দৃশ্যপটে যুক্ত হলেন তিনি।

তবে আন্তর্জাতিক পথটা অতটা সহজ হবে না ফাতেমার। নতুন আর আনকোরা একটা দল নিয়ে কাজ করতে হবে তাকে। 

২০১১ সালে থেকে নারী ক্রিকেটের উন্নয়নে কাজ করা ফাতেমা আইসিসি লেভেল -২ আম্পায়ারিং কোর্স এবং সিএ কোর্স করেছেন। দেখা যাক এবার তার হাত ধরে বদলে যায় কিনা মালদ্বীপ নারী ক্রিকেট দল।

Exit mobile version