BJ Sports – Cricket Prediction, Live Score

মামলার রায় প্রকাশ, মাসে মাসে স্ত্রীকে বিশাল অর্থ দিতে হবে শামির

মামলার রায় প্রকাশ, মাসে মাসে স্ত্রীকে বিশাল অর্থ দিতে হবে শামির

After the case is resolved, Shami will be required to pay a large sum to his wife each month

ভারতীয় পেসার মোহাম্মদ শামির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা মামলার রায় দিয়েছে আদালত। আলিপুর জেলা ও দায়রা আদালত থেকে রায় দেওয়া হয়েছে প্রতি মাসে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দিতে হবে শামির স্ত্রী হাসিন জাহানকে। কিন্তু এই রায়ে খুশি নন শামির স্ত্রী হাসিন। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতের দরজায় কড়া নাড়তে চলেছেন বলে জানান হাসিন জাহানের আইনজীবী। বিষয়টি নিয়ে শোরগোল পড়েছে ক্রিকেট পাড়ায়।গার্হস্থ্য হিংসার অভিযোগে ২০১৮ সালে শামির বিরুদ্ধে মামলা করেন হাসিন। আর এই মামলার শুনানি হয় গত ১৮ জানুয়ারি। 

মামলার শুনানিতে বলা হয়, মোহাম্মদ শামিকে প্রতি মাসের ১০ তারিখের মধ্যে  হাসিনকে ৫০ হাজার টাকা দিতে হবে। মামলার শুনানিতে আরও বলা হয়, ২০১৮ সালে এই মামল চলাকালীন আদালতের নির্দেশ ছিল, দম্পতির মেয়ের জন্য প্রতি মাসে ৮০ হাজার টাকা দিতে হবে শামিকে। সে হিসেবে বকেয়াসহ সব টাকা দিতে হবে ভারতীয় এই ক্রিকেটারকে। বিচারপতি তার রায়ে জানান, ” ১৮ সালে এই মামলা শুরু হওয়ার সময় থেকে এই নির্দেশ কার্যকর হবে। ” সে হিসেবে বকেয়া ২৮,৫০০০ টাকা দিতে হবে ভারতীয় এই পেসারকে।

কিন্তু এত অর্থ পেয়েও খুশি নন হাসিন। তার দাবি ছিল প্রতি মাসে তাকে ১০ লক্ষ টাকা আর্থিক খরচ দিতে হবে। সেখানে হাসিন পাচ্ছেন মাত্র ৫০ হাজার টাকা। আদালতে হাসিনের আইনজীবী মৃদাঙ্গ মিস্ত্রির যুক্তি ছিল, আয়ের দিক থেকে মাসে ১০ লক্ষ টাকা দেওয়ায় ক্ষমতা শামির আছে। তার যুক্তি অনুযায়ী, আয়কর দফতরের কাছে জমা দেওয়া নথি অনুযায়ী, ২০২০ – ২০২১ সালের অর্থবর্ষে শামির আয় ছিল ৭ কোটি ১৯ লক্ষ টাকা। তার আইনজীবীর বক্তব্য,  এই আয়ে স্ত্রীকে প্রতি মাসে ১০ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া শামির পক্ষে সম্ভব। 

তা স্বত্ত্বেও এই অঙ্কের আর্থিক সহায়তার দাবি মানেনি আদালত। তবে প্রতিপক্ষ শামির আইনজীবী সেলিম রহমানও পালটা যুক্তি দিয়েছেন ১০ লক্ষ টাকা না দেওয়ার পক্ষে। তার যুক্তি অনুযায়ী, হাসিন পেশায় একজন মডেল, একজন রোজগার করা নারী। তাই তার আর্থিক সহায়তার প্রয়োজন নেই। কিন্তু এটা মানতে নারাজ তারকার ক্রিকেটারের স্ত্রী। এই রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতের কাছে যাবেন বলে জানিয়েছেন তার আইনজীবী। এর আগে শামির বিরুদ্ধে একাধিক মহিলার সাথে সম্পর্ক রাখা, তার উপর শারীরিক এবং মানসিক নির্যাতন, পাকিস্তানি নারীর সঙ্গে দুবাইয়ে দেখা করা, বড় ভাইকে দিয়ে ধর্ষনের চেষ্টা সহ একাধিক অভিযোগ করেন হাসিন। 

এদিকে সামি ব্যস্ত ক্রিকেট নিয়ে। আদালতের রায় নিয়ে তিনি এখনো মুখ খোলেননি। চলতি বছরেই ভারতের মাটিতে বিশ্বকাপ। শামির মুখ লক্ষ্য দারুন পারফর্ম করে বিশ্বকাপের দলে জায়গা করে নেয়া। মাঝে ভারতের দল থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। তবে গত টি টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পেয়ে দারুন পারফর্ম করে আবার টিমে থিতু হন।

Exit mobile version