BJ Sports – Cricket Prediction, Live Score

‘মানকাডিং” ঝুলনের বিদায়কে ম্লান করেছে, কি বললেন ইংলিশ অলরাউন্ডার?

'মানকাডিং'' ঝুলনের বিদায়কে ম্লান করেছে, কি বললেন ইংলিশ অলরাউন্ডার?'মানকাডিং'' ঝুলনের বিদায়কে ম্লান করেছে, কি বললেন ইংলিশ অলরাউন্ডার?

২০ বছরের পেশাদারি জীবনকে বিদায় বলে দিয়েছেন ভারতীয়  নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ঝুলন গোস্বামী। যে ইংল্যান্ডের বিপক্ষে  তার ক্যারিয়ার শুরু হয়েছিল, তাদের বিপক্ষে খেলেই বিদায় বললেন তিনি। বিদায়ী ম্যাচে ভারত জয়লাভ করলেও সব ছাড়িয়ে ফের আলোচনায়  ‘মানকাডিং আউট।

ভারতইংল্যান্ডের এই ম্যাচটিতে ব্যাটিং করতে নেমে ১৬৯ রান করে  ভারত। ১৭০ রানের লক্ষ্যে বেশ ভালোই এগিয়ে যাচ্ছিলেন ইংল্যান্ড। শেষ ওভারে জেতার জন্য  ১৭ রান দরকার ছিল ইংল্যান্ডের। দীপ্তি শর্মার সে ওভারে স্ট্রাইকে ছিলেন ডেভিস। ওই ওভারের তৃতীয় বলটি করার সময় ক্রিজ ছেড়ে বেরিয়ে পড়েন ননস্ট্রাইকে থাকা ডিন। সুযোগ পেয়ে বল না করেই উইকেটে আঘাত করেন দীপ্তি। আউট হয়ে যান ডিন। আর এর পরেই ফের আলোচনায় আসেমানকাডিং।

ভারতীয় বোলার ভিনু মানকড়েন নামানুসারে এই ধরনের আউটকে বলা হয়মানকাডিং।১৯৪৭৪৮ মৌসুমে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলতে নেমে ভিনু মানকড় প্রথম এভাবে আউট করেন। তাই তার নামানুসারেই এই আউটের নামকরণ হয়। ২০২২ সালের মার্চে ক্রিকেট আইন প্রনয়ণকারী সংস্থা এইমানকাডিংকে আনুষ্ঠানিকভাবে রানআউটের স্বীকৃতি দেয়।

কিন্তু ডিনের আউই হওয়া নিয়ে ফের আলোচায় আসে এইমানকাডিং ইংল্যান্ডের অলরাউন্ডার জর্জিয়া এলিসের কাছে এটি অদ্ভুত লেগেছে। তার  মতে এইমানকাডিংঝুলনের বিদায়কে ম্লান করেছে। তিনি বলেন,”আমি বিশ্বাস করতে পারছি না, ভারতীয়রা কীভাবে ভাবল যে উইকেটটা এভাবে নিতে হবে? ডিন কোন সুবিধা নেওয়ার জন্য এগিয়ে যায়নি। খবই অদ্ভুত লেগেছে ব্যাপারটি। ঘটনা ঝুলনের বিদায়ের মুহুর্তটিকে ম্লান করে দিয়েছে।

তবে ভিন্ন কথা বলছেন ভারতীয় অধিনায়ক হরমানপ্রীত। তার মতে ধরনের আউট পরবর্তীতে ব্যাটারদের আরও সচেতন করবে। তিনি বলেন,”আমি তো মনে করেছিলাম প্রথম উইকেট নিয়ে জিজ্ঞাসা করবেন। আর ধরনের আইন আইসিসির আইনেই আছে। আমার তো মনে হয়,দীপ্তির করা এই আউট ব্যাটারদের আরও সচেতন করবে।

উল্লেখ্য, এর আগে আইপিএলে জস বাটলারকে এভাবে আউট করায় সমালোচনার ঝড় উঠেছিল। ঝুলনের বিদায়ী ম্যাচে সেই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় ফের আলোচনায় এসেছেমানকাডিং

Exit mobile version