BJ Sports – Cricket Prediction, Live Score

মরগানের ভূমিকায় মুগ্ধ ম্যাককালাম

Eoin Joseph Gerard Morgan CBE is an Irish and English former cricketer and current commentator.

Brendon Barrie McCullum ONZM is a former New Zealand cricketer and the current head coach of the England Cricket Test team.

যেভাবে আলোচনা শুরু হয়েছে, তাতে এউইন মরগান ভাবতেই পারেন, ঘটা করে আর ঘোষণা দেওয়ার প্রয়োজন কি! দ্য গার্ডিয়ান জানিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের চিন্তা করছেন ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক। সে খবর এতটাই চর্চা হয়েছে যে, সোমবার কথা বলেছেন টেস্ট দলের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম।

ইংল্যান্ডের টেস্ট দলে ম্যাককালাম যে আগ্রাসন আনার চেষ্টা করছেন, ওয়ানডে দলে সেটা এনেছেন মরগান। তবে ভিন্ন সংস্করণে আলাদা কোচ নীতিতে হেঁটে চলায়, মরগান ও ম্যাককালামের জুটি দেখার সুযোগ হয়নি ক্রিকেটপ্রেমীদের। সম্ভাব্য বিদায় সম্ভাষণে মরগানের আগ্রাসী চিন্তা ও ইংল্যান্ডের ক্রিকেটে এর প্রভাব নিয়ে মুগ্ধতার কথা জানিয়েছেন ম্যাককালাম।

কয়েকদিন ধরেই গুঞ্জন উঠেছে, অধিনায়কত্ব ছাড়ছেন ৩৫ বছর বয়সী মরগান। কিন্তু সে চিন্তা যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর পর্যায়ে চলে গেছে, এমনটা আঁচ করা যায়নি। সোমবার  ইংল্যান্ডের সংবাদমাধ্যমে জানানো হয়, এই সপ্তাহেই সেই ঘোষণা আসছে। তাই হেডিংলি টেস্ট শেষ হওয়ার পর এই বিষয়ে প্রশ্ন করা হয় ম্যাককালামকে।

ইংল্যান্ডকে নিয়ে ইতিবাচক ক্রিকেট খেলতে চান ম্যাককালাম। তার আগেই দলের মূল তারকাদের মধ্যে সেই বীজ বপন করে দেওয়ায় মরগানকে কৃতিত্ব দিয়েছেন ম্যাককালাম। তিনি বলেছেন, ‘শুধু ইংলিশ ক্রিকেট নয়, বিশ্ব ক্রিকেটেই সবচেয়ে প্রভাবশালী চরিত্রের একজন হয়ে থাকবে সে (মরগান)। ইংল্যান্ডের অধিনায়কত্ব পেয়ে সে যে পদক্ষেপ নিয়েছে, যেভাবে সবার মানসিকতা বদলে দিয়েছে এবং যে ক্রিকেটটা খেলেছে- সবকিছুর জন্য।’

স্কাই স্পোর্টসকে ম্যাককালাম আরো বলেছেন, ‘বিশ্বজুড়েই এর প্রভাব পড়েছে। সে একটা বিশ্বকাপও জিতেছে এবং এই ছেলেদের একটা দারুণ যাত্রার অংশ করেছে। আপনি যখন জস বাটলার, জেসন রয়, জনি বেয়ারস্টো, বেন স্টোকসদের দেখবেন, তারা আন্তর্জাতিক মানের সুপারস্টার। তারা এমন খেলোয়াড় হতে পেরেছে মরগানের নেতৃত্বের কারণে।’

Exit mobile version