BJ Sports – Cricket Prediction, Live Score

ভুল না করলে শ্রীলঙ্কার জায়গায় বাংলাদেশ থাকত : নাজমুল হাসান পাপন 

নাজমুল হাসান পাপন 

নতুন ব্রান্ডের ক্রিকেট খেলার ঘোষণা দিয়ে এশিয়া কাপ খেলতে গিয়েছিল সাকিব আল হাসানরা৷ কিন্ত গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে যায় বাংলাদেশ। এদিকে রোববারের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় পায় শ্রীলঙ্কা। ষষ্ঠ বারের মত এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয় টিম শ্রীলঙ্কা। 

ফাইনালের দিন গ্যালারিতে বসে খেলা দেখেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে পাপন বলেন, ” ক্রিকেটে আপনাকে সুযোগের সদ্ব্যবহার করতে হবে। শ্রীলঙ্কা সেটা করতে পেরেছে।

ছোট ছোট ভুলের কারনে ম্যাচ হাতছাড়া হয়ে যায় বলেও মনে করেন তিনি। পাপন আরো বলেনউদাহরণ হিসেবে বলা যায়, ভারত একটা ক্যাচ মিস করে টুর্নামেন্ট থেকে আউট হয়ে গেছে। পাকিস্তান ক্যাচ মিস করেছে। আমরা ক্যাচ মিস করেছি। ছোট ছোট ভুলগুলো আমরা যতদিন পর্যন্ত ঠিক করতে না পারব, ততদিন রকম অবস্থা থাকবে।

সুপার ফোর পর্বে শ্রীলঙ্কার কাছে হেরে বিদায় নেয় ভারত। পাকিস্তান শেষ পর্যন্ত শিরোপার কাছাকাছি গিয়েও ধরাশায়ী হয় শ্রীলঙ্কার কাছে। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে হেরে যায় বাংলাদেশ।  

তবে শ্রীলঙ্কার কাছে ওই ম্যাচটি না জেতার কারণ খুঁজে পাননি বিসিবি সভাপতি। শ্রীলঙ্কার সাথে ম্যাচটি জিতলে শ্রীলঙ্কার জায়গায় বাংলাদেশ থাকত বলে মনে করেন তিনি। প্রসঙ্গে পাপন বলেন ,

বাংলাদেশ দল ভালো। এশিয়া কাপে শ্রীলঙ্কার সঙ্গে ওই ম্যাচটা না জেতার কোন কারণ নেই। আমরা যদি সেই ম্যাচটা জিততাম, তাহলে আমাদেরও সুযোগ আসতে পারত, বলা তো যায় না। কিন্তু মাঠের পারফরম্যান্স ক্রিকেটারদের ওপর নির্ভর করে। কিন্তু দল খুবই ভালো।

১৬ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে বসছে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর। বিশ্বকাপকে সামনে রেখে দল ঢেলে সাজানোর প্লান করেছে বাংলাদেশ দল। ইতোমধ্যে ট্যাকনিক্যাল কনসাল্টেন্ট শ্রীধরন শ্রীরামের অধীনে ক্যাম্প শুরু করেছে সাকিব বাহিনী। পাপন জানিয়েছেন তাদের মূল লক্ষ্য এবার বিশ্বকাপে ভালো খেলা। সাকিব বাহিনী পারবে তো? উত্তরটা সময়ের হাতেই তোলা থাক।

Exit mobile version