BJ Sports – Cricket Prediction, Live Score

ভিত্তিমূল্য কমিয়ে আইপিএলে সুযোগ পাবেন সাকিব? 

ভিত্তিমূল্য কমিয়ে আইপিএলে সুযোগ পাবেন সাকিব? 

আগামী বছর শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ( আইপিএল ) ১৬ তম আসর। ইতোমধ্যেই তার নিলামের জন্য নিবন্ধিত খেলোয়াড়দের তালিকা প্রকাশ করে ফেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএলের আসন্ন আসরে সব মিলিয়ে নাম লিখিয়েছেন ৯৯১ জন ক্রিকেটার। তার মধ্যে ৭১৪ জন তাদের নিজস্ব ক্রিকেটার আর বাকি ২৭৭ জন বিদেশি। এই ২৭৭ জনের মধ্যে বাংলাদেশ থেকে রয়েছে ৬ জন ক্রিকেটার। সেখানে দ্বিতীয় সর্বোচ্চ ক্যাটাগরিতে নাম রয়েছে বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসানের। তবে আগের বছর আইপিএলে দল না পাওয়া সাকিব এবার ভিত্তিমূল্য কমিয়েছেন। 

চলতি মাসের ২৩ ডিসেম্বর ভারতের কোচি শহরে হবে আইপিএলের মিনি নিলাম। সেখানে দ্বিতীয় সর্বোচ্চ ক্যাটাগরিতে আছেন ১০ জন ক্রিকেটার। তাদের মধ্যে সাকিব অন্যতম। তবে গত আসরের তুলনায় এ আসরে সাকিবের ভিত্তিমূল্য কমেছে। গত আসরের নিলামে সাকিবের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রূপি, কিন্তু  আসন্ন আসরে তার নিলাম শুরু হবে দেড় কোটি ভিত্তিমূল্যে।দ্বিতীয়  সর্বোচ্চ ক্যাটাগরিতে সাকিব ছাড়াও রয়েছেন শন অ্যাবট, ঝাই রিচার্ডসন, অ্যাডাক জাম্পা, উইল জ্যাকস, দাভিদ মালান, জেসন রয়ের মতো খেলোয়াড়। 

তবে সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রূপিতে রয়েছেন ২১ জন ক্রিকেটার। তাদের মধ্যে আছেন ইংল্যান্ডের বেন স্টোকস এবং স্যাম কারান। অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামস, ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরানের মত ক্রিকেটার। 

বাংলাদেশ থেকে সাকিবের সঙ্গে আইপিএলে ডাক পেতে পারেন তাসকিন আহমেদ, লিটন কুমার দাস এবং আফিফ হোসেন। তবে ইতোমধ্যেই মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। ২ কোটি রূপির বিনিময়ে  মুস্তাফিজকে ধরে রেখেছে দিল্লি। গত মৌসুমেও দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন টাইগার পেসার। ৮ ম্যাচে ৭.৬৩ ইকোনমি রেটে ৮ উইকেট শিকার করেন তিনি। 

উল্লেখ্য, ২০২৩ আইপিএলের ১০ ফ্র‍্যাঞ্চাইজির নিলামে সবচেয়ে বেশি খেলোয়াড় ( ৫৭ জন )  নিবন্ধন করেছে অস্ট্রেলিয়া থেকে। এরপর দক্ষিণ আফ্রিকা ( ৫২ জন )। এছাড়া ওয়েস্ট ইন্ডিজ থেকে ৩৩ জন, ইংল্যান্ড থেকে ৩১ জন, নিউজিল্যান্ড থেকে ২৭ জন, শ্রীলঙ্কা থেকে ২৭  জন। আফগানিস্তান থেকে নিবন্ধন করেছেন ১৪ জন,  আয়ারল্যান্ড থেকে ৮ জন, নেদারল্যান্ডস থেকে ৭ জন, সংযুক্ত আরব আমিরাত থেকে ৬ জন, জিম্বাবুয়ে থেকে ৬ জন ক্রিকেটার। তবে বাংলাদেশের ক্রিকেটে এখন আলোচিত প্রশ্ন, গত আসরে আইপিএলে ডাক না পাওয়া সাকিব কি এবার ভিত্তিমূল্য কমিয়ে আইপিএলে ডাক পাবেন?

Exit mobile version