BJ Sports – Cricket Prediction, Live Score

ভালো করতে হলে, কোহলির মতো প্রস্তুতি নিতে হবে বাবরকে?

To do well, Babar needs to prepare like Kohli?

To do well, Babar needs to prepare like Kohli?

গত দুই বছর টানা আইসিসির সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাবর আজম। সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান পাকিস্তানের এই তারকা ক্রিকেটার। কিন্তু ক্রিকেট বিশেষজ্ঞদের মতে স্পিনের বিরুদ্ধে  তেমন স্বাচ্ছন্দ্যে খেলতে পারেননা পাকিস্তানের এই ব্যাটার। অন্যদিকে ক্রিকেট বিশ্বে আরও একজন আছেন যার ব্যাটিংয়ে মুগ্ধ গোটা ক্রিকেট বিশ্ব। ভারতীয় তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি। অনেকে তাকে ‘ রান মেশিন ‘ ও বলে থাকেন। এবার পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাবরকে পরামর্শ দিলেন কোহলির মতো নিজেকে প্রস্তুত করতে।

কয়েকদিন আগে এক বাজে নজিরও গড়েছিলেন পাকিস্তান অধিনায়ক। পরপর তিন ম্যাচে বোল্ড হয়ে তুমুল সমালোচনার শিকারও হয়েছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে পাকিস্তানের সাবেক ক্রিকেটার মুশতাক আহমেদ বলেন, ” বর্তমান ক্রিকেট বিশ্বে এক নম্বর ব্যাটসম্যান বাবর আজম। এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তার উন্নতি করার যথেষ্ট সুযোগ আছে। এমনটা শোনা যায় বাবর স্পিন খেলতে পারেনা। এমনকি স্পিনারদের বলে তিন থেকে চার বার তিনি বোল্ড হয়ে ফিরেছেন। ” 

অন্যদিকে বিরাট কোহলি স্পিনারদের বিপক্ষে সব সময়  সাবলীল থাকেন। এই জায়গাটাতেই বাবর আজমকে শিখতে হবে বলে মনে করেন মুশতাক, ” বাবর যদি লেগ স্পিন ও গুগলি মোকাবিলা করতে চায় তাহলে তাকে কোহলির মতো নিজেকে প্রস্তুত করতে হবে। তাকে আগে থেকে পরিকল্পনা করে নিতে হবে যে সে ব্যাকফুটে খেলবে নাকি সামনে অগ্রসর হয়ে খেলবে। ” 

শাদাবের উদাহরণ টেনে মুশতাক আরো বলেন, ” বাবরের লেগ স্পিন এবং লাইন ও লেংথে উন্নতি হয়েছে। আমি শাদাবের সঙ্গে কথা বলেছি,  সে  সম্প্রতি অনেক টেকনিক শিখেছে। যদিও মাঝে মাঝে ফিটনেস সমস্যায় পড়তে হয়। তবে শাদাব কিন্তু একজন ভালো ক্রিকেটার। শহিদ আফ্রিদির মতো থ্রি – ইন – ওয়ান ক্রিকেটার। সে একই সঙ্গে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং তিন জায়গাতেই দারুণ পারফর্ম করে। “

বাবর – কোহলির মধ্যে কে সেরা তা নিয়ে তাদের ভক্ত সমর্থকদের মধ্যে বাকযুদ্ধ লেগেই থাকে। কিছুদিন আগে পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ  এ নিয়ে মন্তব্যও করেছিলেন। তার মতে বাবর আজমের ক্রিকেটীয় ক্যারিয়ার খুব বেশি দিন শুরু হয়নি, এদিক থেকে কোহলি অনেক অভিজ্ঞতাসম্পন্ন খেলোয়াড়। আন্তর্জাতিক ক্রিকেটে অনেক ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন তিনি। তাই মিসবাহর মতে, বাবর আজম এবং বিরাট কোহলির মধ্যে পার্থক্য করাটা এখনই ঠিক হবে না। যাই হোক দেখা যাক মুশতাকের পরামর্শ মেনে স্পিনের বিরুদ্ধে কেমন প্রস্তুতি নেন বাবর

Exit mobile version