BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ০৯ অক্টোবর: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (২য় ওডিআই)

ক্রিকেট হাইলাইটস, ০৯ অক্টোবর: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (২য় ওডিআই)

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (২য় ওডিআই) – হাইলাইটস

ব্যাটার শ্রেয়াস আইয়ারের অনবদ্য সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে সমতায় ফিরলো স্বাগতিক ভারত। বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯ রানে হেরেছিল ভারত। তবে দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়েছে টিম ইন্ডিয়া। শ্রেয়াসের অপরাজিত ১১৩ রানের ইনিংসের কল্যাণে তিন ম্যাচের ওডিআই সিরিজ ১-১ সমতায় ফিরল স্বাগতিকরা।

রাঁচিতে রবিবার দিবারাত্রির ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় সফরকারী দক্ষিণ আফ্রিকা। ব্যাটিংয়ে নেমে ৭ উইকেট হারিয়ে ২৭৮ রান সংগ্রহ করে প্রোটিয়ারা। জবাবে ২৫ বল বাকী থাকতেই ভারতের জয় নিশ্চিত করেন শ্রেয়াস ও সঞ্জু স্যামসন।

ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারে ব্যক্তিগত ৫ রানে ফিরেন ওপেনার কুইন্টন ডি কক। আরেক ওপেনার ইয়ানম্যান মালান করেন ২৫ রান। ৪০ রানে দুই ওপেনারের বিদায়ের পর তৃতীয় উইকেটে ১২৯ বলে ১২৯ রান যোগ করেন মিডল-অর্ডার ব্যাটার রেজা হেনড্রিকস ও এইডেন মার্করাম।

এই জুটির কল্যাণে ৩১ ওভারেই ১৬৯ রান করে ফেলে প্রোটিয়ারা। কিন্তু দক্ষিণ আফ্রিকার পরের দিকের ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারায় নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেটে ২৭৮ রানের বেশি সংগ্রহ করতে পারেনি দক্ষিণ আফ্রিকা।

৯ চার ও ১ ছক্কায়, ৭৬ বলে ৭৪ রান করেন রেজা হেনড্রিকস। এছাড়া মার্করাম দলের পক্ষে সর্বোচ্চ ৭৯ রানের ইনিংস খেলেন। তাঁর এই ৮৯ বলের ইনিংসে ছিল ৭ চারের সঙ্গে ১টি ছক্কার মার। এছাড়া হেনরিখ ক্লাসেন ২৬ বলে ৩০ এবং ডেভিড মিলার ৩৪ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন।

ভারতের হয়ে মোহাম্মদ সিরাজ ১০ ওভারে ৩৮ রান দিয়ে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন। এছাড়া কুলদীপ যাদব, শাহবাজ আহমেদ, ওয়াশিংটন সুন্দর এবং শার্দুল ঠাকুর ১টি করে উইকেট তুলে নেন।

২৭৯ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৪৮ রানের মধ্যেই দুই ওপেনাকে হারায় ভারত। অধিনায়ক শিখর ধাওয়ান ১৩ ও শুবমান গিল ২৮ রান করে সাজঘরে ফিরেন। এরপর তৃতীয় উইকেটে ১৫৫ বলে ১৬১ রান যোগ করে ভারতের জয়ের পথ তৈরি করেন ইশান কিশান ও শ্রেয়াস। সেঞ্চুরির সুযোগ হাতছাড়া করে ৯৩ রানে প্যাভিলিয়নে ফিরেন ইশান। তিনি ৮৪ বল খেলে হাঁকান ৪টি চার ও ৭টি ছক্কা।

ইশান না পারলেও ৩২ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেয়ে যান শ্রেয়াস। ১০২ বলে সেঞ্চুরি তুলে নেন তিনি। ২০২০ সালে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআইতে প্রথম সেঞ্চুরি করেছিলেন শ্রেয়াস।

চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন ৭৩ রানের জুটি গড়ে ২৫ বল বাকী থাকতেই ভারতের জয় নিশ্চিত করেন শ্রেয়াস ও সঞ্জু স্যামসন। ১৫ বাউন্ডারির সাহায্যে ১১১ বলে অপরাজিত ১১৩ রানের ইনিংস খেলে মাঠ ছাড়েন শ্রেয়াস। এটিই তার ক্যারিয়ার সেরা ইনিংস। আর ৩৬ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন স্যামসন।

দক্ষিণ আফ্রিকার হয়ে ওয়েন পার্নেল, বিওর্ন ফোরটুইন এবং কাগিসো রাবাদা ১টি করে উইকেট তুলে নেন। সেই সাথে দুর্দান্ত শতক হাঁকিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন শ্রেয়াস আইয়ার। আগামীকাল মঙ্গলবার (১১ অক্টোবর) দিল্লি’র অরুণ জেটলি স্টেডিয়ামে সিরিজ নির্ধারনী ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল।


ভারত বনাম দক্ষিণ আফ্রিকা এর স্কোরবোর্ড

দক্ষিণ আফ্রিকা – ২৭৮/৭ (৫০.০)

ভারত – ২৮২/৩ (৪৫.৫)

ফলাফল – ভারত ৭ উইকেটে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – শ্রেয়াস আইয়ার



ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের একাদশ

ভারত শিখর ধাওয়ান (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেট রক্ষক), শুবমান গিল, শ্রেয়াস আইয়ার, ওয়াশিংটন সুন্দর, ইশান কিশান, শাহবাজ আহমেদ, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ এবং আবেশ খান।
দক্ষিণ আফ্রিকা কেশব মহারাজ (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেট রক্ষক), ইয়ানম্যান মালান, রেজা হেনড্রিকস, হেনরিখ ক্লাসেন, এইডেন মার্করাম, ডেভিড মিলার, কাগিসো রাবাদা, ওয়েন পার্নেল, বিওর্ন ফোরটুইন এবং আনরিখ নর্কিয়া।
Exit mobile version