BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ২৮ সেপ্টেম্বর: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (১ম টি২০)

IND vs SA

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (১ম টি২০) – হাইলাইটস

টি-টোয়েন্টিতে দুর্দান্ত ফর্ম ধরে রেখেছে ভারত। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও প্রথম ম্যাচে দাপুটে জয় পেয়েছে রোহিত শর্মার দল। তিরুবনন্তাপুরমে প্রথম টি-টোয়েন্টিতে প্রোটিয়াদের রীতিমত নাকাল করে ছেড়েছে স্বাগতিকরা। ৮ উইকেট আর ২০ বল হাতে রেখে পাওয়া জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেছে তারা।

গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে প্রথমে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল ভারত। ব্যাটিংয়ে নেমে রীতিমত স্বাগতিক বোলারদের তোপের মুখে পড়ে প্রোটিয়ারা। দীপক চাহারের প্রথম ওভারের শেষ বলে বোল্ড অধিনায়ক টেম্বা বাভুমা (০)।

পরের ওভার করতে এলেন পেসার আর্শদীপ সিং। এবার একে একে সাজঘরে ফিরলেন উইকেট রক্ষক ব্যাটার কুইন্টন ডি কক, রাইলি রুশো ও ডেভিড মিলার। তৃতীয় ওভারে চাহারের বলে যখন আর্শদীপের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন ট্রিস্টান স্টাবস, দক্ষিণ আফ্রিকার অর্ধেক উইকেট নেই!

৫ উইকেট হারানোর সময় দক্ষিণ আফ্রিকার রান ছিল মাত্র ৯। নিজেদের ইতিহাসে এত কম রানে ৫ উইকেট এর আগে হারায়নি তারা। এরপরও প্রোটিয়ারা ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৬ রান তুলেছে মূলত আটে নামা কেশব মহারাজের ৩৫ বলে ৪১ রানের ইনিংসের সৌজন্যে। মহারাজ তাঁর ইনিংসে ৫টি চারের সঙ্গে মারেন ২টি ছক্কার মার।

মহারাজের আগে দুই অঙ্ক ছুঁয়েছেন আর দুজন প্রোটিয়া ব্যাটসম্যান—এইডেন মার্করাম ২৪ বলে করেন ২৫ রান, ওয়েইন পার্নেল ৩৭ বলে করেন ২৪ রান। ৬ষ্ঠ উইকেটে মার্করাম প্যাভিলিয়নে ফেরার আগে পার্নেলের সঙ্গে ৩৩ রানের জুটি গড়ে তোলেন। এরপর কেশব মহারাজ ৭ম উইকেটে পার্নেল ও ৮ম উইকেটে রাবাদার সঙ্গে যথাক্রমে ২৬ ও ৩৩ রানের দুটি জুটি গড়েন।

যার ফলশ্রুতি নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৬ রান তুলতে সমর্থ হয় সফরকারীরা। স্বাগতিকদের হয়ে আর্শদীপ সিং ৪ ওভারে ৩২ রান দিয়ে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন। এছাড়া ২টি করে উইকেট নেন দীপক চাহার ও হার্শাল প্যাটেল। ৪ ওভারে ১৬ রান খরচায় ১টি উইকেট নিয়েছেন অক্ষর প্যাটেল। অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন উইকেটশূন্য থাকলেও ৪ ওভারে দেন মাত্র ৮ রান।

এ উইকেটে ব্যাটিং করা দলগুলোর জন্য খুব একটা সহজ ছিল না। কেননা এই সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ৬ ওভারে মাত্র ১৭ রান তুলতে ভারত হারিয়ে ফেলে রোহিত শর্মার (০) উইকেট। সে উইকেট নেন কাগিসো রাবাদা। সপ্তম ওভারে আনরিখ নর্কিয়ার বলে কট বিহাইন্ড হন বিরাট কোহলিও (৯ বলে ৩ রান)। ১৭ রানে ২ উইকেট—ম্যাচে তখন রোমাঞ্চের সম্ভাবনা।

রোমাঞ্চ এরপর দেখা গেল ঠিকই, তবে সেটি মূলত সূর্যকুমারের ব্যাটিংয়েই। স্বপ্নের ফর্মে থাকা এই ব্যাটসম্যান যেন আরও একবার ব্যাট করেছেন সতীর্থদের চেয়ে ভিন্ন উইকেটে। তৃতীয় উইকেটে কে এল রাহুলের সঙ্গে তাঁর জুটি অবিচ্ছিন্ন ছিল ৯৩ রানে।

রাহুল ফিফটি করতে খেলেছেন ৫৬ বল, সূর্যকুমারের লেগেছে মাত্র ৩৩ বল। ইনিংসে সূর্যকুমার মেরেছেন ৫টি চার ও ৩টি ছক্কা। রাহুলের ইনিংসে ছিল ২টি চার ও ৪টি ছক্কা। ২০ বল বাকি থাকতেই জয় নিশ্চিত হয় ভারতের। শেষ পর্যন্ত রাহুল ৫১ রানে এবং সুর্যকুমার ৫০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

আগামী রবিবার (২ অক্টোবর) সিরিজের ২য় ম্যাচে এই দুই দল গুয়াহাটি’র বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে।


ভারত বনাম দক্ষিণ আফ্রিকা এর স্কোরবোর্ড

দক্ষিণ আফ্রিকা – ১০৬/৮ (২০.০)

ভারত১১০/২ (১৬.৪)

ফলাফল – ভারত ৮ উইকেটে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – অর্শদীপ সিং



ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের একাদশ

ভারত রোহিত শর্মা (অধিনায়ক), ঋষভ পন্ত (উইকেট রক্ষক), কেএল রাহুল, সূর্যকুমার যাদব, দিনেশ কার্তিক, বিরাট কোহলি, অক্ষর প্যাটেল, হার্শাল প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, দীপক চাহার, এবং আর্শদীপ সিং।
দক্ষিণ আফ্রিকা টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেট রক্ষক), রাইলি রুশো, ডেভিড মিলার, এইডেন মার্করাম, ট্রিস্টান স্টাবস, কাগিসো রাবাদা, ওয়েইন পার্নেল, কেশব মহারাজ, তাবরিজ শামসি এবং আনরিখ নর্কিয়া।
Exit mobile version