Skip to main content

ক্রিকেট হাইলাইটস, ২০ সেপ্টেম্বর: ভারত বনাম অস্ট্রেলিয়া (১ম টি২০)

ক্রিকেট হাইলাইটস, ২০ সেপ্টেম্বর: ভারত বনাম অস্ট্রেলিয়া (১ম টি২০)

ক্রিকেট হাইলাইটস, ২০ সেপ্টেম্বর: ভারত বনাম অস্ট্রেলিয়া (১ম টি২০)

ভারত বনাম অস্ট্রেলিয়া (১ম টি২০) – হাইলাইটস

গতকাল তিন ম্যাচের টি২০ সিরিজের ১ম ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া এবং ভারত। সেখানে প্রথমে ব্যাটিং করতে নেমে হার্দিক পান্ডিয়া ও কেএল রাহুলের ঝড়ো ব্যাটিং-এ বিশাল এক লক্ষ্য দাড় করায় ভারত। কিন্তু সেই লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষ হওয়ার আগেই লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। ফলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় ভারতকে। সেই সাথে সিরিজ জয়ের দিকে এক ধাপ এগিয়ে গেল অস্ট্রেলিয়া। অন্যদিকে দুর্দান্ত ব্যাটিং করে ম্যাচ সেরার খেতাব পেয়েছেন ক্যামেরন গ্রিন। 

মোহালিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে লোকেশ রাহুল আর হার্দিক পান্ডিয়ার হাফসেঞ্চুরির সঙ্গে সূর্যকুমারের ৪৬ রানে ভর করে ৬ উইকেটে ২০৮ রানের পুঁজি পেয়েছে ভারত। টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান অসি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। শুরুটা ভালোই ছিল অস্ট্রেলিয়ার। ৩৫ রানের মধ্যে তারা তুলে নিয়েছিল দুই উইকেট।

বিরাট কোহলি এশিয়া কাপের ফর্ম টেনে আনতে পারলেন না। আবারও ব্যর্থতার বৃত্তে আটকে গেলেন। করেছিলেন ৭ বলে ২ রান এবং বড় রান পেলেন না অধিনায়ক রোহিত শর্মাও ১ চার ও ১ ছয়ের সাহায্যে করেছিলেন ৯ বলে ১১ রান।  কিন্তু লাভের লাভ হয়নি। বড় দুই তারকার ব্যর্থতার পরও অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে ভারত। সূর্যকুমার যাদব আর লোকেশ রাহুল তৃতীয় উইকেটে ৪২ বলে ৬৮ রানের জুটি গড়ে তোলেন। রাহুল ৩৫ বলে ৪ বাউন্ডারি আর ৩ ছক্কায় ৫৫ রান করে হ্যাজেলউডের শিকার হন।

অন্যদিকে ঝোড়ো ব্যাট করা সূর্য ফেরেন ফিফটির ঠিক আগে (২৫ বলে ২ চার আর ৪ ছক্কায় ৪৬)। তবে এরপর অসি বোলারদের ওপর রীতিমত তাণ্ডব চালিয়েছেন হার্দিক পান্ডিয়া। ভারতীয় এই অলরাউন্ডার চার-ছক্কার বন্যা বইয়ে দেন। ৩০ বলেই তিনি খেলেন ৭১ রানের হার না মানা এক ইনিংস, যে ইনিংসে ৭টি চারের সঙ্গে ছিল ৫টি ছক্কার মার। এছাড়া অক্ষর প্যাটেল ৬ রান, দিনেশ কার্তিক ৬ রান, এবং হার্ষাল প্যাটেল করেছিলেন ৭ রান। 

অস্ট্রেলিয়ার নাথান এলিস ৩০ রানে শিকার করেন ৩টি উইকেট আর জশ হ্যাজেলউড ৩৯ রানে নেন ২টি উইকেট। এছাড়া ১টি উইকেট নেন ক্যামেরন গ্রিন। লক্ষ্য ২০৯ রানের। টি-টোয়েন্টিতে যেটাকে প্রায় অসম্ভবই বলা যায়। কিন্তু অস্ট্রেলিয়া যেভাবে খেললো, তাতে এ লক্ষ্যকেও একদম মামুলি মনে হলো।

মোহালিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারতের বিশাল সংগ্রহ টপকে দুর্দান্ত এক জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ২০৯ রান তাড়া করে ৪ উইকেট আর ৪ বল হাতে রেখেই জিতেছে অ্যারন ফিঞ্চের দল।অস্ট্রেলিয়াকে রান তাড়ার ভিত গড়ে দেন ওপেনার ক্যামেরুন গ্রিন। ৩০ বলে ৮ চার আর ৪ ছক্কায় ৬১ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন তিনি। ম্যাচে তার স্ট্রাইক রেট ছিল ২০৩.৩৩!পাওয়ার প্লেতে ১ উইকেটে ৬০ রান তোলে অস্ট্রেলিয়া। ১০ ওভার শেষে ১ উইকেটেই রান ছিল ১০৯। এরপর বড় একটি ধাক্কা দেয় ভারত। ৩৬ রানের মধ্যে আরও ৪ উইকেট হারিয়ে বসে অসিরা।

তবে তাতে কোনো লাভ হয়নি স্বাগতিকদের। ম্যাথু ওয়েড ব্যাটিংয়ে নেমেই আগ্রাসী হয়ে ওঠেন। অস্ট্রেলিয়ার হয়ে আজ অভিষেক হওয়া সিঙ্গাপুরের ব্যাটার টিম ডেভিডকে নিয়ে ষষ্ঠ উইকেটে ৩০ বলে ৬২ রান যোগ করেন ওয়েড।  শেষ ওভারে দল যখন জয় থেকে মাত্র ২ রান দূরে, তখন ১৪ বলে ১৮ রান করে আউট হন ডেভিড। তবে পরের বলেই চাহালকে বাউন্ডারি মেরে জয় নিশ্চিত করে ফেলেন প্যাট কামিন্স। ওয়েড ২১ বলে ৬ চার আর ২ ছক্কায় ৪৫ রানে অপরাজিত থাকেন।


ভারত বনাম অস্ট্রেলিয়া এর স্কোরবোর্ড

ভারত – ২০৮/৬ (২০.০)

অস্ট্রেলিয়া – ২১১/৬ (১৯.২)  

ফলাফল – অস্ট্রেলিয়া ৪ উইকেটে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – ক্যামেরন গ্রিন 


ক্রিকেট হাইলাইটস, ২০ সেপ্টেম্বর: ভারত বনাম অস্ট্রেলিয়া (১ম টি২০)


ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচের একাদশ

ভারত রোহিত শর্মা (অধিনায়ক), দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), বিরাট কোহলি, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, হার্ষাল প্যাটেল, অক্ষর প্যাটেল, উমেশ যাদব, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল
অস্ট্রেলিয়া অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, জশ ইঙ্গলিস, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স, টিম ডেভিড, অ্যাডাম জাম্পা, নাথান এলিস, জশ হ্যাজলউড

আরো ব্লগ

বিরাট – লোকেশ রাহুলের পার্টনারশিপ এবং কুলদীপের ৫ উইকেট, পাকিস্তানকে হেলায় হারাল ভারত

Virat Kohli & KL Rahul. ( Photo Source: FAROOQ NAEEM/AFP via Getty Images) বিরাট কোহলি ও লোকেশ রাহুলের জোড়া সেঞ্চুরী ইনিংসটাই ভারতের জয়ের ভিতটা মজবুত করে দিয়েছিল। অপেক্ষা ছিল শুধু...

সাদিরা সামারাবিক্রমা এবং দাসুন শানাকার দুর্দান্ত পারফরম্যান্সের হাত ধরে বাংলাদেশকে পরাজিত করল শ্রীলঙ্কা

SL v BAN(Photo source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ২১ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। সুপার ফোরে পরপর দুটি ম্যাচ হেরে যাওয়ায় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলের...

দুর্দান্ত ব্যাটিং এবং বোলিং পারফরম্যান্সের হাত ধরে সুপার ফোরের প্ৰথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয় পেল পাকিস্তান

Pakistan vs Afghanistan. (Photo Source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের প্ৰথম ম্যাচে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশকে ৭ উইকেটে পরাজিত করল বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। বোলিং এবং ব্যাটিং বিভাগের...

রুদ্ধশ্বাস ম্যাচে আফগানিস্তানকে পরাজিত করে সুপার ফোরে পৌঁছে গেল শ্রীলঙ্কা

Sri Lanka vs Afghanistan. (Photo Source: ASIF HASSAN/AFP via Getty Images) এশিয়া কাপ ২০২৩-এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে ২ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। এই ম্যাচটি জিতে নেওয়ার মাধ্যমে সুপার...