BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ২৩ সেপ্টেম্বর: ভারত বনাম অস্ট্রেলিয়া (২য় টি২০)

ভারত বনাম অস্ট্রেলিয়া

ভারত বনাম অস্ট্রেলিয়া (২য় টি২০) – হাইলাইটস

গতকাল তিন ম্যাচের টি২০ সিরিজের ২য় ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া এবং ভারত। বৃষ্টির পর ভেজা আউটফিল্ডের কারণে সময়মতো ম্যাচটি শুরু করা গেলো না। যখন শুরু হলো ২০ ওভারের লড়াইটি পরিণত হলো ৮ ওভারের ম্যাচে। সেই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও ম্যাথু ওয়েডের ঝড়ো ব্যাটিং-এ ভাল একটি লক্ষ্য দাড় করায় অস্ট্রেলিয়া। কিন্তু সেই লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ৮ ওভার শেষ হওয়ার আগেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ফলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় অস্ট্রেলিয়াকে। সেই সাথে সিরিজে সমতা ফিরেয়ে এনেছে ভারত। অন্যদিকে দুর্দান্ত ব্যাটিং করে ম্যাচ সেরার খেতাব পেয়েছেন রোহিত শর্মা। 

নাগপুরে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে অস্ট্রেলিয়াকে ৬ উইকেট আর ৪ বল হাতে রেখে হারিয়েছে রোহিত শর্মার দল। টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় ভারত এবং অস্ট্রেলিয়াকে পাঠায় ব্যাটিং করতে। নির্ধারিত ৮ ওভারে ৫ উইকেটে ৯০ রান তুলে অস্ট্রেলিয়া। প্রথমেই ব্যাটিং করতে নামেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও আগের ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করা ক্যামেরন গ্রিন। ৮ ওভারের কারনে ব্যাটিং করতে নেমেই দুর্বার গতিতে ব্যাট চালায় দুইজন। কিন্তু তার ফল ও ভোগ করতে হয় তাদের। ৪ বলে ৫ রান করার পর ক্যাচ আউট হতে হয় ক্যামেরন গ্রিনকে। এরপর একদিকে অধিনায়ক থাকলেও অপরদিক থেকে ১ ওভারের মধ্যে পড়ে আরও ২ উইকেট। গ্লেন ম্যাক্সওয়েল (০), ও টিম ডেভিড (৩ বলে ২)। 

তারপর অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও ম্যাথু ওয়েড মিলে কিছুক্ষন মাঠে থাকলেও দলীয় ৪৬ রানের মাথায় মাঠ ছেড়ে চলে যায় অধিনায়ক। আউট হওয়ার আগে ১৫ বলে ৩১ রান করেন তিনি। তার ৩১ রানের ইনিংসে ছিল ৪টি চার ও ১টি ছয়। আর শেষদিকে ম্যাথু ওয়েড ২০ বলে ৪ বাউন্ডারি আর ৩ ছক্কায় খেলেন ৪৩ রানের হার না মানা ইনিংস। তাদের ইনিংসেই ৮ ওভারে ৯০ রানে পৌছায় তারা। এছাড়া শেষ বলে আউট হন ৫ বলে ৮ রান করা স্টিভেন স্মিথ।

ভারতের পক্ষে ২ ওভারে ১৩ রান দিয়ে ২টি উইকেট নেন অক্ষর প্যাটেল ও ২ ওভারে ২৩ রান দিয়ে ১টি উইকেট নেন জাসপ্রিত বুমরাহ।

লক্ষ্য ছিল ৯১ রানের, জবাবে রোহিত শর্মার ঝড়ো ব্যাটে জয়ের পথ পেয়ে যায় ভারত। রোহিত ২০ বলে ৪টি করে চারছক্কায় ৪৬ রানের ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। ১ ছয়ের সাহায্যে লোকেশ রাহুল করেন ৬ বলে ১০ রান আর বিরাট কোহলি বলে করেন ১১ রান, সাথে মেরেছিলেন ২ টি চার। এছাড়া গোল্ডেন ডাক মারেন সূর্যকুমার যাদব ও ১ চারের সাহায্যে ৯ বলে ৯ রান করেন হার্দিক পান্ডিয়া। 

শেষদিকে নেমে তুলির আঁচড় দিয়েছেন দিনেশ কার্তিক। ড্যানিয়েল স্যামসের করা ওভারের প্রথম দুই বলের একটিকে ছক্কা আরেকটিকে চার বানিয়ে জয় নিশ্চিত করেন ভারতীয় উইকেটরক্ষক। শেষে ৬ রান এক্সট্রা সহ ৯২ রান করেন তারা। 

অস্ট্রেলিয়ার পক্ষে ২ ওভারে ১৬ রান দিয়ে ৩টি উইকেট নেন অ্যাডাম জাম্পা ও ২ ওভারে ২৩ রান দিয়ে ১টি উইকেট নেন প্যাট কামিন্স। 

সিরিজের শেষ ম্যাচ আগামীকাল রোববার হায়দরাবাদে। ১-১ সমতা থাকায় এই ম্যাচটি পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে।


ভারত বনাম অস্ট্রেলিয়া এর স্কোরবোর্ড

ভারত – ৯২/৪ (৭.২)

অস্ট্রেলিয়া – ৯০/৫ (৮)  

ফলাফল – ভারত ৬ উইকেটে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – রোহিত শর্মা 



ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচের একাদশ

ভারত রোহিত শর্মা (অধিনায়ক), ঋষভ পান্ত (উইকেটরক্ষক), বিরাট কোহলি, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, অক্ষর প্যাটেল, দিনেশ কার্তিক, জাসপ্রিত বুমরাহ, হার্ষাল প্যাটেল, যুজবেন্দ্র চাহাল 
অস্ট্রেলিয়া অ্যারন ফিঞ্চ (সি), ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, টিম ডেভিড, গ্লেন ম্যাক্সওয়েল, শন অ্যাবট, ড্যানিয়েল সামস, অ্যাডাম জাম্পা, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড
Exit mobile version