BJ Sports – Cricket Prediction, Live Score

ভারত – পাকিস্তান ম্যাচ দুই দেশের মানুষকে কাছে আনে: পাকিস্তান কোচ সাকলাইন মোশতাক

Pakistan coach Saqlain Mushtaq - ft

Pakistan coach Saqlain Mushtaq

গত টি টোয়েন্টি বিশ্বকাপের পর আজ দুবাই ক্রিকেট স্টেডিয়ামে আবার মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত – পাকিস্তান। ম্যাচের সময় যতই ঘনিয়ে আসছে, উত্তেজনার রেশটাও ক্রমশ বাড়ছে। তবে বাইরের সব উত্তেজনা ছাপিয়ে বেশ শান্ত মেজাজে দুদলের ক্রিকেটাররা।

বাবর আজম, কোহলি, রোহিত, আফ্রিদিদের শুভেচ্ছা বিনিময়, খোশগল্প আর হাত মেলানোর দৃশ্য ভেসে বেড়াচ্ছে নেট দুনিয়ায়।

দুই দলের এই সৌহার্দপূর্ণ আচরন দেখে কে কে বলবে এই দুই দলেই রাজনৈতিক বৈরীতার কারনে আইসিসি ইভেন্টের  

বাইরে মুখোমুখি হয়না? ভারত পাকিস্তান ম্যাচের আগে এই ম্যাচ নিয় কথা বলেছেন পাকিস্তানি কোচ সাকলাইন মোশতাক। 

তিনি বলেন, ” ভারত-পাকিস্তান ম্যাচ মানে শুধু ক্রিকেট এবং বিনোদন নয়। এটা দুই দেশের মানুষকে কাছে আনে।আবেগ থাকে চূড়ান্ত পর্যায়ে। আবার এই ম্যাচ মানবতার শিক্ষাও দিয়ে যায়। বাবর এবং কোহলির সেই ছবি সবাইকে একটি বার্তা দিয়ে গেল।’

সাকলাইন আরো বলেন, ‘এই ম্যাচ ক্রিকেটপ্রেমীদের জন্য বিনোদন। এই ম্যাচ হাড্ডাহাড্ডি লড়াই। ম্যাচের সময় যতই আবেগ থাকুক, দিনশেষে এটি একটি খেলা। দুই দেশের ক্রিকেটাররাই ভালোবাসার বার্তা দিয়ে যায়। এজন্য ক্রিকেটাররা সুযোগ পেলেই একে অপরের সঙ্গে কথা বলে, খোশগল্পে মাতে।’

উল্লেখ্য এশিয়া কাপে এখন পর্যন্ত ১৫ বার মুখোমুখি হয়েছে ভারত – পাকিস্তান। এতে ৮ বার জিতেছে ভারত, ৫ বার পাকিস্তান আর দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। এবারের দুই দেশের ক্রিকেটে লড়াইয়ে কে জেতে সেটাই এখন দেখার বিষয়।

Exit mobile version