BJ Sports – Cricket Prediction, Live Score

ভারতীয় ক্রিকেটে ফের কোহলির রেকর্ড

ভারতীয় ক্রিকেটে ফের কোহলির রেকর্ড

টি টোয়েন্টিতে নতুন উচ্চতায় পৌছে গেলেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ টিটোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ২২৭ রানের পাহাড় গড়ে জিতে নেয় ভারত। গুয়াহাটিতে এদিন দলের অন্য সবার মতো হেসেছে বিরাট কোহলির ব্যাটও। ২৮ বলে ৫০ রানের মারকুটে ইনিংস খেলে দলের জয়ে যেমন অবদান রেখেছেন, তেমনি ব্যক্তিগত একটি মাইলফলকও স্পর্শ করেছেন সময়ের সেরা এই ব্যাটসম্যান।

প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে টিটোয়েন্টিতে ১১ হাজার রানের এলিট ক্লাবে প্রবেশ করলেন কোহলি। রবিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে মাত্র ১৯ রান করতেই এই মাইলফলক ছুঁয়ে ফেলেন তিনি। ঘরোয়া এবং আন্তর্জাতিক মিলিয়ে মোট ৩৫৪ ইনিংসে ব্যাট হাতে নেমেছেন কোহলি। আর তাতেই এই কীর্তি গড়লেন তিনি।

কোহলির পর ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি রান রোহিত শর্মার ব্যাটে। সবমিলিয়ে এখন পর্যন্ত ভারতীয় অধিনায়ক করেছেন ১০৫৮৭ রান। তবে গোটা বিশ্ব মিলিয়ে টিটোয়েন্টিতে সর্বাধিক রানের মালিক এখনো ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল।দ্য ইউনিভার্স বসখ্যাত মারকুটে এই ব্যাটসম্যানের নামের পাশে রয়েছে পাক্কা ১৪৫৬২ রান।

গেইলের পর দ্বিতীয় স্থানটিও দখল করে আছেন আরেক ক্যারিবিয়ান টিটোয়েন্টি বিশেষজ্ঞ, কাইরন পোলার্ড। তার ব্যাটে রয়েছে ১১৯১৫ রান। পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটিং অলরাউন্ডার শোয়েব মালিকের করেছেন ১১৯০২ রান। ১১০৩০ রান নিয়ে এই তালিকার নতুন সংযোজন চতুর্থ স্থানে জায়গা পাওয়া কোহলি।

কোহলির এই অর্জনের পর অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন তাকে। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ফর্মে ফিরে এবং দলের জয়ে অবদান রেখে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন কিং কোহলি৷ গেল এশিয়া কাপ থেকেই ছন্দে রয়েছেন এই ব্যাটার। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত অন্যতম ফেভারিট। শিরোপা জিততে হলে কোহলির ব্যাটের দিকেই তাকিয়ে থাকবে টিম ইন্ডিয়া।

Exit mobile version