BJ Sports – Cricket Prediction, Live Score

ভারতকে হারানোর উপায় বলে দিলেন ইনজামাম

Inzamam suggests the way to beat India 

ভারতকে হারানোর উপায় বলে দিলেন ইনজামাম

সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে  ভারত – পাকিস্তান ম্যাচের উত্তেজনা। আর মাত্র কয়েক ঘন্টা পড়েই বাবর আজম বাহিনীর  মুখোমুখি হচ্ছে রোহিত শর্মার ভারত। 

ক্রিকেটার থেকে ক্রিকেট বিশ্লেষক সবাই নিজের মত দিচ্ছে এই ম্যাচ নিয়ে। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং, ওয়াটসন  যেমন এগিয়ে রাখছেন ভারতকে তেমনি অনেকে এগিয়ে রাখছেন পাকিস্তানকে। 

এশিয়া কাপের ২৮ আগস্ট এই  হাই-ভোল্টেজ  ম্যাচটির দিকে যেমন দর্শকদের আলাদা নজর, তেমনি ছিল শাহিন শাহ আফ্রিদি – বিরাট কোহলি দ্বৈরথ দেখার বাড়তি আগ্রহও।

তবে ম্যাচ শুরুর আগেই বড় ধাক্কা লেগেছে পাকিস্তান শিবিরে। চোটের কারণে ছিটকে গেছেন দলের প্রধান বোলিং অস্ত্র শাহিন । যার বোলিংয়ে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ধ্বসে পড়ে ভারতের ব্যাটিং লাইন-আপ। 

যদিও শাহিন ছিটকে যাওয়ায়, সেই লড়াই দেখা থেকে বঞ্চিত হলেন কোটি ক্রিকেটপ্রেমী। তবে বাইশ গজে বারুদের উত্তাপ তো থাকছেই।এবার শাহিনকে ছাড়াও কিভাবে ভারতকে হারানো যায়, সেই পরামর্শ দিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক  ইনজামাম উল হক।

ইনজামাম বলেন, ‘শাহিনের না থাকাটা বড় ধাক্কা। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে সে কি করেছে, সেটা সবাই দেখেছে। কিন্তু চোট তো হতেই পারে। শাহিন না থাকায় বাকিদের দায়িত্ব নিতে হবে। ভারত একবার ভালো শুরু পেয়ে গেলে ওদের আটকানো কঠিন হয়ে যাবে।’

তবে বাবর আজমের উপর নির্ভরশীলতা কমানোর পরামর্শ  ইনজামামের। মুলতানের সুলতান  বলেন, ” বাবর পাকিস্তানের সেরা ব্যাটসম্যান। তাই ওকে সবাই আউট করার চেষ্টা করবে। ও তাড়াতাড়ি আউট হলে, বাকিদের দায়িত্ব নিতে হবে। এমন বড় আসরে একজনের উপর নির্ভর করে জেতা যায় না।’

উল্লেখ্য গত টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতে ১০ উইকেটে হারায় পাকিস্তান। রাজনৈতিক বৈরীতায় দুই দল আইসিসি ইভেন্টের বাইরে কোন প্রতিযোগিতা মুখোমুখি হয়না। গত টি টোয়েন্টি বিশ্বকাপের পর তাই এই প্রথম আবারও মুখোমুখি দুই দল।

Exit mobile version